সুখবর! ১ জুনেই বিনিয়োগকারীদের জন্য আসতে পারে ভালো খবর


যারা সম্পূর্ণ সুরক্ষিত খাতে বিনিয়োগ করতে চান, তারা সরকারি বিভিন্ন প্রকল্পগুলি বেছে নেন। যদিও সুরক্ষিত এই বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার বেশ কম হয়। তবে এবার সেই আফসোস দূর হতে পারে বিনিয়োগকারীদের।
সুকন্যা সমৃদ্ধি যোজনা, পিপিএফ, এনএসসির মতো বিনিয়োগের মাধ্যমে সরাসরি সরকারি জায়গায় বিনিয়োগ করা গেলেও সুদের হার বেশ কম হয়। তবে এবার সেই সুদের হার বাড়ার আশা দেখছেন বিশেষজ্ঞরা। জমানো টাকার উপর বেশি সুদ পেতে পারেন বিনিয়োগকারীরা। অর্থাৎ সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে সরকার সুদের হার বাড়াতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পরেই এই সম্ভাবনা প্রবল হয়েছে। কারণ RBI রেপো রেট বাড়াবার পরেই একাধিক ব্যাঙ্ক তাদের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। কোনও কোনও ব্যাঙ্ক গ্রাহকদের বাড়তি সুবিধা দিতেও শুরু করেছে। এই পরিস্থিতিতে সরকারকে ব্যাঙ্কগুলির সঙ্গে পাল্লা দিতে এবং স্বল্প সঞ্চয়ে টাকার যোগান ধরে রাখতে অর্থমন্ত্রক সুদের হার বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


উল্লেখ্য আর্থিক বর্ষের প্রতি ত্রৈমাসিক শুরুর আগে প্রকল্পগুলির সুদের হার পর্যালোচনা করে সরকার। সেই পর্যালোচনাতেই সুখবর মিলতে পারে বিনিয়োগকারীদের কাছে।
উল্লেখ্য, বর্তমানে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে সুদের হার ৭.৬ শতাংশ।

সিনিয়র সিটিজেন স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ৭.১ শতাংশ। NSC তে ৬.৮ শতাংশ। কিষাণ বিকাশ পত্র বা KVP তে ৬.৯ শতাংশ। এক বছরের ফিক্সড ডিপোজিটে ৫.৫ শতাংশ। পাঁচ বছর পর্যন্ত স্থায়ী আমানতে ৫.৫-৬.৭ শতাংশ সুদ পাওয়া যায়।