ভারত: ৩২৯, ইংল্যান্ড: ৩২২/৯
ভারত জয়ী রানে ৭ রানে


দোলের দিনে রঙীন সিরিজ জয় ভারতের। রবিবার পুণেতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডে থ্রিলারে হারিয়ে সিরিজ জিতল ভারত। একেবারে শেষের দিকে টানটান থ্রিলারের পর বিরাট কোহলিদের সিরিজ জয় নাটকীয় হয়ে থাকল। সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি টোয়েন্টি, ওয়ানডে চলতি সফরে তিনটি ফরম্যাটেই সিরিজ জিতল ভারত। ৩২৯ রান তাড়া করতে নেমে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ৬ উইকেট মাত্র ১৬৮ রানে পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে স্যাম কুরানের দুরন্ত ৮৩ বলে ৯৫ রানের ইনিংস ম্যাচ ইংল্যান্ডের দিকে নিয়ে গিয়েছিল। শেষ দু ওভারে ইংল্যান্ডকে জিততে হলে করতে হত ১৯ রান। ৪৯তম ওভারে হার্দিক দারুণ বল করেন।

আরও পড়ুন: খেলার দুনিয়ার ভাইরাল খবর

এরপর শেষ ওভারে ইংল্যান্ডকে জয়ের জন্য করতে হত ১৩ রানে, হাতে দু উইকেট। নটরাজনের করা ম্যাচ ও সিরিজের শেষ ওভারের প্রথম বলটা ট্র্যাজিক হয়ে যায় কুরানের কাছে। দু রান নিতে গিয়ে পিছলে যান কুরান, অন্য প্রান্তে রান আউট হন মার্ক উড। এরপর কুরান আর দলকে জেতাতে পারেননি। ৪ উইকেট তুলে নিয়ে ভারতের জয়ের নায়ক হয়ে যান শার্দুল ঠাকুর (৬৭ রানে ৪ উইকেট)। এর আগে শিখর ধাওয়ান (৫৬ বলে ৬৭), ঋষভ পন্থ (৬২ বলে ৭৮) ও হার্দিক পান্ডিয়া (৪৪ বলে ৬৪) দলকে ৩২৯ রানে পৌঁছে দেন।

পরপর তিনটি ম্যাচে ভারত ৩০০ প্লাস রান করে। গত ম্যাচে ইংল্যান্ড ৩৩৬ রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে আনে, আজ অবশ্য শুরুতে দেখে মনে হচ্ছিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মতই শেষ ম্যাচেও ইংল্যান্ড ৩০০ প্লাস রান তাড়া করার মত মানসিক চাপ নিতে পারবে না, বেয়ারস্টো (১), বাটলার (১৫)-দের ব্যাটিং দেখে তাই মনে হচ্ছিল, তবে শেষ দিকে স্যাম কুরান যা খেলাটা খেলছিলেন, মনে হচ্ছিল কোহলিদের অল ইজ ওয়েল হবে না। কিন্তু শেষ অবধি হার্দিক, নটরাজনদের সৌজন্যে শেষরক্ষা হল। ৪ ম্য়াচের টেস্ট সিরিজ ৩-১, ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ৩-২ এ জয়ের পর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ জিতল ভারত। একই সঙ্গে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ৬টা ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়লেন কোহলিরা।

টেস্ট সিরিজ (৪ ম্যাচের): ভারত ৩, ইংল্যান্ড ১
টি টেয়োন্টি সিরিজ (৫ ম্যাচের): ভারত ৩, ইংল্যান্ড ২
ওয়ানডে সিরিজ (৩ ম্যাচের): ভারত ২, ইংল্যান্ড