‘ভাইজান’ ও তাঁর বাবা লেখক সেলিম খানকে খুনের হুমকি দিয়ে চিঠি। ঘটনা প্রকাশ্যে আসতেই চিন্তায় তাঁর শুভাকাঙ্খী থেকে পরিবার সকলেই। বান্দ্রা পুলিস অজ্ঞাতপরিচয়দের নামে FIR করে তদন্ত শুরু করেছে।
সালমান খানের বাবা সেলিম খান প্রতিদিন প্রাতঃভ্রমণের পর বান্দ্রা বাসস্ট্যান্ডের যে এলাকায় বিশ্রাম নেন, সেই এলাকা থেকেই একটি উড়ো চিঠি উদ্ধার করে সেলিম খানের দেহরক্ষীরা। তাতে লেখা ছিল ‘মুসেওয়ালা বানিয়ে দেব’। এরফলে গ্যাংস্টার লরেন্স এই হুমকি দিয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন।
এর আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল সাল্লুভাইকে। রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় সালমান আদালতে যাওয়ার আগেই তাঁকে ওই হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। হুমকিতে বলা হয়েছিল যোধপুরেই খুন হতে হবে নায়ককে। সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যাকাণ্ডেও তারই নাম উঠে এসেছে। তারপর এই হুমকি চিঠি এবং ‘মুসেওয়ালা বানিয়ে দেব’ বলায় লরেন্সের দিকেই সন্দেহের তির গিয়ে পড়ছে।
হুমকি চিঠি উদ্ধারের পরেই বান্দ্রা পুলিশ অপরিচিত দুষ্কৃতিদের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে ভাইজানের ভক্তদের মধ্যে। স্বভাবতই চিন্তায় রয়েছেন তারা। বাড়ানো হয়েছে ভাইজানের নিরাপত্তা।