নিজস্ব সংবাদদাতা: নিজেকে একজন সাধারণ নাগরিক হিসাবে তুলে ধরতে আজ লাইনে দাঁড়িয়ে আর পাঁচজনের মতো স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়ি যে অঞ্চলে সেই হরিশ মুখার্জি রোডের জয় হিন্দ কমিউনিটি হলে পশ্চিমবঙ্গ সরকারের ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পের স্থানীয় ক্যাম্প অফিস তৈরি হয়েছে। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী ওই অফিসে যান।

হরিশ মুখার্জি রোডের দুয়ারে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করেন তিনি। মুখ্যমন্ত্রীর আগে দুজন স্থানীয় মহিলা লাইনে দাঁড়িয়ে ছিলেন। তারা মুখ্যমন্ত্রীকে দেখে রীতিমত অবাক হয়ে যান। খুব স্বাভাবিকভাবেই তারা মুখ্যমন্ত্রীকে লাইনে এগিয়ে দিতে চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাদের বারণ করেন। তারপর সবাইকে আশ্বস্ত করে নিজেই লাইনে দাঁড়িয়ে ক্রমান্বয়ে মূল ডেস্কের সামনে এগিয়ে যান। আধিকারিকদের অনুরোধ মতো মুখ থেকে মাস্ক খুলে ছবি তোলেন এবং মিনিট খানেকের মধ্যেই তার স্বাস্থ্য সাথী কার্ডটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়।

mamata biswabangla1

ওই ক্যাম্পে উপস্থিত আধিকারিক এবং সংবাদমাধ্যমের অনুরোধে মুখ্যমন্ত্রী হাতে কার্ড এবং তার সঙ্গে দেওয়া নির্দেশিকা পত্র সহ ছবিও তোলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার প্রশাসক ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের সিপি অনুজ শর্মা। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করে সবার দিকে হাত নাড়তে নাড়তে বেরিয়ে এসে নবান্নের দিকে চলে যান।

রাজ্য প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর লাইনে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই প্রকল্পের কার্ড সংগ্রহ করা একটি ভালো বিজ্ঞাপন। মানুষের মনে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এর ফলে বিশ্বাস আরো দৃঢ় হবে, তারা মনে করবে মুখ্যমন্ত্রী নিজে যখন এই কার্ড সংগ্রহ করছেন তবে এতে ভরসা রাখা যায়।

রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে রাজ্যের প্রায় ১০ কোটি মানুষকে মেডিক্লেমের অন্তর্গত করার জন্য তারা এই স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে। ঘটনা হল রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়েই আগ্রহ সবচেয়ে বেশি। ইতিমধ্যেই নানা জায়গায় মানুষ অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনায় আহত হলে প্রশাসনিক আধিকারিকদের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তাদের স্বাস্থ্য সাথী কার্ড প্রদান করা হচ্ছে।

https://www.facebook.com/News18Bangla/videos/465408551123028/