নিজস্ব সংবাদদাতা- একুশের বিধানসভা নির্বাচনে জীতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে তৃণমূল। এবিপি আনন্দ-সি ভোটারের যৌথভাবে করা সমীক্ষা এই ফলাফল প্রকাশ করেছে। তাদের সমীক্ষায় দ্বিতীয় শক্তি হিসাবে বিজেপির উত্থানের কথা জানানো হয়েছে।
এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪৫ শতাংশ ভোট পেলেও এবারে সেই ভোট শতাংশ সামান্য কমে হবে ৪৩ শতাংশ। যদিও মাত্র ২ শতাংশ ভোটের হেরফেরে তৃণমূলের আসন সংখ্যা তুলনায় অনেকটা কমে গেলেও তারা রাজ্যের ক্ষমতা ধরে রাখতে সফল হবে। এই সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল এককভাবে ১৫২-১৬০ টি আসনে জয়লাভ করে তৃতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল ১০ শতাংশ। এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এবারের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির ভোট পাবে ৩৮ শতাংশ। তারমানে গত বিধানসভা নির্বাচনের থেকে বিজেপির ভোট বাড়বে ২৮ শতাংশ! তারা আসন পেতে চলেছে ৯৬-১০৬ টি। অর্থাৎ শত প্রচেষ্টা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতা থেকে প্রায় ৪৫ টি আসন আগেই বিজেপির দৌড় থেমে যাবে।
মহা বিপর্যয় ঘটতে চলেছে বাম-কংগ্রেস জোটের। ২০১৬ বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ ভোট পেলেও এবারে সেই ভোট কমে এসে দাঁড়াবে মাত্র ১২ শতাংশে। অর্থাৎ বাম-কংগ্রেস জোটের ভোট কমবে ২৮ শতাংশ! অন্তত সমীক্ষা-রিপোর্ট তাই বলছে। তার ফলে জোট আসন পাবে ২৫-৩০ টি। নির্দল সহ অন্যান্যরা ৭ শতাংশ ভোট পাবে বলে এবিপি আনন্দ-সি ভোটারের সমীক্ষায় দাবি করা হয়েছে। অন্যান্যদের আসন দেওয়া হয়েছে ২-৫ টি।
ভোট পূর্ববর্তী সমীক্ষা মিলবেই এরকম কোনো নিশ্চয়তা নেই। এটি বড়জোর ভোটারদের চিন্তাভাবনার আভাস দিতে সক্ষম। তবে অতীতে যেমন অনেকবার সমীক্ষা মেলেনি, তেমনি বেশ কয়েকবার সমীক্ষা-রিপোর্টের সঙ্গে ভোটের ফলাফল সম্পূর্ণ মিলে যেতেও দেখা গিয়েছে। যদিও বিধানসভা নির্বাচনের এখনো বেশ খানিকটা বাকি আছে। তার আগে ফলাফলে আরো কিছু ওলট-পালট হওয়ারই সম্ভাবনা।
এই সমীক্ষাতেই জানানো হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের ৪৯ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। দিলীপ ঘোষকে চাইছেন ১৯ শতাংশ মানুষ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছেন মাত্র ১৩ শতাংশ রাজ্যবাসী। মুকুল রায়, সুজন চক্রবর্তী ও অধিক চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছেন যথাক্রমে ৭,৪ ও ৩ শতাংশ রাজ্যবাসী।
এই সমীক্ষক দলের একটি রিপোর্টে জানানো হয়েছে দেশের বাকি সমস্ত রাজ্যের বাসিন্দাদের মধ্যে ৪১ শতাংশ মনে করেন বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরকে পরাস্ত করে তৃতীয় বারের জন্য তৃণমূল আবার বাংলায় সরকার গড়তে সক্ষম হবে বলে মনে করেন দেশের ৩৩ শতাংশ মানুষ।