নিজস্ব সংবাদদাতা: ভোটের মুখে খাস কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে টলিউড তারকাদের বৈঠক নিয়ে আগেই শুরু হয়েছিল তরজা। তাও আবার প্রধানমন্ত্রীর হুগলিতে ভাষণের দিনেই বিজেপি নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারকারা, যা নিয়ে প্রাক-নির্বাচনী আবহে জল্পনা দানা বাঁধতে দেরী হয়নি। দক্ষিণ কলকাতার পাঁচতারা হোটেলের এই বৈঠক থেকেই এদিন এল বড় ঘোষণা।
কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নামে চালু করা হবে চলচ্চিত্র পুরস্কার, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ভারতে এখনও পর্যন্ত চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয় দাদাসাহেব ফালকে পুরস্কার। সেই আদলেই এবার সত্যজিৎ রায়ের নামেও একটি জাতীয় পুরস্কার চালু করার কথা জানিয়েছে কেন্দ্র। গতকাল টলিউডের একাধিক তারকার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই ঘোষণা করেছেন।
গতকালের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পাওলি দাম, চূর্ণী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অরিন্দম শিল, অনীক দত্ত, গৌতম ঘোষ, নন্দিতা রায়, প্রযোজক মহেন্দ্র সোনি, নিসপাল সিং রানে প্রমুখ খ্যাতনামা টলিউড ব্যক্তিত্ব। আপাত ভাবে এই বৈঠকের সঙ্গে রাজনীতির কোনো যোগ ছিল না, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের বৈঠক হিসেবেই এতে যোগ দিয়েছিলেন তারকারা। তবে সরকারি অনুষ্ঠানেই একাধিক বিজেপি নেতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ছাড়াও বৈঠকে ছিলেন গেরুয়া শিবিরের শঙ্কুদেব পাণ্ডা, কাঞ্চনা মিত্র প্রমুখ।ভোটের আগে বাঙালি আবেগকে হাতিয়ার করার উদ্দেশ্যেই কি অস্কারজয়ী চলচ্চিত্রকারের নামে পুরস্কার চালু করা হল? উঠেছে প্রশ্ন।
বস্তুত, একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে টলিউড যোগ ক্রমশ ঘনীভূত হচ্ছে। তৃণমূল হোক কিংবা বিজেপি, বিভিন্ন দলেই যোগ দিতে দেখা গেছে টলিউডের একাধিক তারকাকে। সেই আবহেই গতকালের বৈঠক নিয়ে এখন সরগরম রাজনৈতিক মহল।