নিজস্ব সংবাদদাতা: কাঙ্ক্ষিত কেন্দ্র থেকে ভোটের টিকিট না পেয়ে গতকালই বিজেপি থেকে পদত্যাগ করেছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বরাবরের শক্ত ঘাঁটি পূর্ব বেহালা থেকে শোভন চট্টোপাধ্যায়ের বদলে তারকা প্রার্থীর উপর ভরসা রেখেছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া শোভন চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগের পর কী হবে ভবিষ্যৎ কী? উঠে গেছে প্রশ্ন। এমতাবস্থায়, শোভন চট্টোপাধ্যায়ের বিজেপি ত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়।
শোভন চট্টোপাধ্যায় বেহালা পূর্ব দাঁড়াবেন আন্দাজ করেই ওই এলাকা থেকে তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে ভোটের টিকিট দিয়েছিল তৃণমূল। কিন্তু স্বামী স্ত্রীর দ্বৈরথ দেখার সুযোগ হল না বাংলার। শোভন চট্টোপাধ্যায় বা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিজের বিপরীতে প্রার্থী হিসেবে না পেয়ে খুশি রত্না চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “ওরা কেউ প্রার্থী হলে আমায় পাঁকে নামতে হত, রাজনীতিতে একেবারেই আনকোরা পায়েলকে দাঁড় করানোয় আর সেটা করতে হল না”, বলেন তিনি।
টলিউড অভিনেত্রী পায়েল সরকারকে কটাক্ষ করে এদিন রত্না চট্টোপাধ্যায় আরো বলেন, “রাজনীতির র জানেনা এমন একজনকে বিজেপি প্রার্থী করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি।” অবশ্য প্রতিপক্ষকে যে হালকা ভাবে দেখছেন না এদিন তাও জানিয়ে দেন তিনি।
বান্ধবীর সঙ্গে স্বামীর বিজেপি ত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে রত্নাদেবী এদিন বলেন, “উনি রাজনীতি নিয়ে ছেলেখেলা করছেন। চাইলেই যে দল টিকিট দেবে তার কোনো মানে নেই। তৃণমূলেও অনেকেই টিকিট পায়নি।” একসময়ের বঙ্গ রাজনীতির হেভিওয়েট নাম শোভন চট্টোপাধ্যায়ের বর্তমান অবস্থা নিয়ে আক্ষেপ করতেও দেখা গেছে স্ত্রীকে। তবে অতীত ভুলে এখন ভবিষ্যতেই ফোকাস করছেন পূর্ব বেহালার তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়।