শীতে ঠোঁট ফাটার হাত থেকে মুক্তি পাওয়ার উপায়-
শীত একেকারে দোরগোড়ায়। তাপমাত্রার পারদ নিম্নমুখী। আর এই শীতকালে ঠোঁট ফাটার সমস্যায় আমরা সকলেই কম বেশী ভুগী। কিন্তু আপনি কি জানেন খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে যত্ন নিয়ে আপনি পেতে পারেন কোমল আকর্ষণীয় ঠোঁট। তাহলে চলুন জেনে নিই ঘরোয়া টোটকা ব্যবহার করে ঠোঁটের যত্ন নেওয়ার উপায় –
শুস্ক ঠোঁট ভালো রাখতে ভেসলিনের ব্যাবহারঃ-
শীতকালের আবহাওয়ায় আমাদের ত্বক ও ঠোঁট শুষ্ক হয়ে থাকে। তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে ভেসলিন বা নারকেল তেল লাগিয়ে ঘুমান কয়েকদিন নিয়ম করে এটি করলে ঠোঁট আগের তুলনায় অনেক বেশি নরম ও উজ্জ্বল অনুভব করবেন।
ঠোঁট ফাটা রুখতে লিপস্টিক ব্যাবহারের বাড়তি সতর্কতাঃ-
ঠোঁট ফাটা অবস্থায় কখনোই ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন কারণ এতে ঠোঁট আর ও বেশি শুকিয়ে যায় এবং দেখতেও বিশ্রী লাগে। তাই ক্রিমি লিপস্টিক ব্যবহার করুন ।
ঠোঁট ভালো রাখতে নিয়মিত স্ক্রাব করুনঃ-
ঠোঁট ফাটা রুখতে মধু আর চিনি মিশিয়ে স্ক্রাবের মত ঠোঁটে লাগিয়ে ঘষুন তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এতে আপনার ঠোঁট নরম হবে এবং ডেড সেল গুলো ও পরিষ্কার হয়ে যাবে।
বার বার ঠোঁট ময়েশ্চারাইজ করুনঃ-
শীতের শুষ্ক আবাওয়ার জেরে আমাদের ঠোঁট ও ত্বক শুকিয়ে যায়। তাই এই সময় বেশি করে জল খান। সেই সঙ্গে রোদে বেরনোর আগে ত্বকের মত ঠোঁটেও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
নিয়মিত ঠোঁট পরিষ্কার রাখুনঃ-
সবসময় ঠোঁট পরিষ্কার রাখুন তার জন্য মাঝে মধ্যেই নরম কাপড় বা তোয়ালে দিয়ে ঠোঁট ঘষে নিন এবং লিপ বাম লাগিয়ে রাখুন। এতে ঠোঁট পরিষ্কার ও থাকবে এবং আদ্র ও থাকবে।
তাহলে আর দেরি কিসের? এই ঘরোয়া টোটকা গুলি মেনে এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া শুরু করে দিন, আর এই শীতে উপভোগ করুন নরম কোমল ঠোটের চমক।