নিজস্ব সংবাদদাতা: ব্রিগেড সমাবেশের প্রচারের জন্য জনপ্রিয় ‘টুম্পা সোনা’ গানের প্যারোডি বানিয়েছিল বামেরা। ভোটমুখী বাংলায় তৃণমূল বিজেপিকে বিঁধে সেই গানের ভিডিও ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছিল। ব্রিগেড পেরিয়ে যখন একুশের বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় হাজির হয়েছে, ঠিক তখনই প্যারোডি বানানোর জন্য আরো এক জনপ্রিয় চটুল সঙ্গীতকে বেছে নিল লাল শিবির।
‘টুম্পা সোনা’র পর এবার লুঙ্গি ডান্স গানের প্যারোডি বানিয়ে তৃণমূল বিজেপিকে ফের এক হাত নিয়েছে বামফ্রন্ট। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই নতুন প্যারোডি গান ভাইরাল হয়েছে, যা ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে অনেকটাই। ‘টুম্পা সোনা’ গানে ব্রিগেড প্রচারেও সোশ্যাল মিডিয়াকেই প্রধান হাতিয়ার করা হয়েছিল। লুঙ্গি ডান্সের প্যারোডি বানিয়ে “হাল ফেরাও, লাল ফেরাও”-এর ডাকও জোরদার হয়েছে সেই সোশ্যালেই।
নতুন ভাইরাল এই আদ্যপান্ত রাজনৈতিক গানটিতে প্রথম থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে আক্রমণ করা হয়েছে একাধিক ইস্যুতে। সারদা কাণ্ড থেকে কয়লা পাচার, এসএসসি টেট থেকে শুরু করে কাটমানি, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ঘাসফুল শিবিরকে গানের তালে তালে তীব্র কটাক্ষ করেছে বামেরা। ছাড় পায়নি গেরুয়া শিবিরও। রান্নার গ্যাস কিংবা বহুমূল্য পেট্রোল ডিজেলকে হাতিয়ার করে মোদী সরকারকে নিশানা করা হয়েছে লুঙ্গি ডান্সের ভাইরাল এই প্যারোডিতে। এছাড়া, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, করোনাকালে থালা বাজানো সহ বিভিন্ন ইস্যুও রয়েছে কটাক্ষের তালিকায়।
বামেদের এই জনপ্রিয় প্যারোডির কথাগুলি লিখেছেন রাহুল পাল। নীলাব্জ নিয়োগীর কন্ঠে এই গান ভিডিও হিসেবে গড়ে উঠেছে শিল্পী তৌসিফ হকের আঁকা ছবির মাধ্যমে। সবমিলিয়ে ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল বামেরা। এর প্রভাব ভোট ব্যাঙ্কে কতটা পড়বে সেটাই এখন দেখার।