নিজস্ব সংবাদদাতা: উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে ফের ভয়ঙ্কর আকার ধারণ করেছে করোনা। তাই এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে আরও একবার কড়া লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। রবিবার সকাল ৬টা থেকে ৩০ তারিখ সন্ধে পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। এবার বাস, মেট্রো-সহ সমস্ত গণপরিবহণ বন্ধ করা হল। শনিবার দুপুরে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন।
আজকের নয়া নির্দেশিকায় আলাপন বাবু জানিয়েছেন যে, ফেরি এবং অটো পরিষেবাও বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিস্থিতিতেই মিলবে পরিবহণ পরিষেবা। এর পাশাপাশি সরকারি ও বেসরকারি অফিস, কলকারখানাও বন্ধ হচ্ছে আগামী ১৫ দিনের জন্য। বন্ধ হবে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু জারি হল রাজ্যে।
গত ৫ তারিখ তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে কোভিড মোকাবিলায় বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, দু’সপ্তাহ বন্ধ থাকবে লোকাল ট্রেন। কিন্তু অন্যান্য গণপরিবহণ এতদিন স্বাভাবিকই ছিল। এবার তাও বন্ধ করে কার্যত জনগণের বাড়ির বাইরে আসা-যাওয়া নিয়ন্ত্রণের পথে হাঁটল প্রশাসন। এমনকী বন্ধ থাকবে অটোও। আগের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ দিন বন্ধ থাকবে রেস্তোরাঁ, শপিংমল, সুইমিং পুল, পার্লার। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরনো প্রায় নিষেধ। রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কার্যত নাইট কার্ফু জারি হল রাজ্যে।
এছাড়া সমস্ত ধর্মীয়, রাজনৈতিক সভা, সমাবেশ বন্ধ। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এ ধরনের জমায়েত থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাই বেশি। তাই তা রুখতে জমায়েতে কড়া হাতে রাশ টানছে প্রশাসন। তবে এর পাশাপাশি বাজার-দোকান খোলা ও বন্ধের সময়ও জানিয়েছেন তিনি। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি। এছাড়াও, এটিএম খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো অবধি।