রুম হিটার জিনিসটা পশ্চিমের দেশ গুলোতে যতটা জনপ্রিয়, ভারতে ততটা নয়। এ দেশের বেশিরভাগ অঞ্চলেই শীতকালে রুম হিটারের কথা ভাবা হয় না, লেপ কাঁথা কম্বলের চিরকালীন নস্টালজিয়ায় মুড়ে থাকে ডিসেম্বর-জানুয়ারির ভারতবর্ষ। (ব্যতিক্রম অবশ্যই উত্তরের পার্বত্য এলাকা গুলো)। বরং পরিবর্তে ভারতে এয়ার কন্ডিশনার বা এসির জনপ্রিয়তা আজকাল তুঙ্গে উঠেছে। গ্রীষ্মপ্রধান দেশে শুধু গরমকাল নয়, শীতের দুমাস ছাড়া প্রায় সারা বছরই লেগে থাকে চ্যাটচ্যাটে ভ্যাপসা গরম।
কিন্তু অক্টোবর-নভেম্বের উৎসবের মরশুম শেষ হতেই ভারত জুড়ে যে শীতের হাওয়া ঢুকতে শুরু করে, তাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে কই মানুষ? গরমে অভ্যস্ত ভারতীয়দের শীতের দু-মাস তাই বড় বেশি কাবু করে উত্তুরে হাওয়ার দাপট। তাপমাত্রার পারদ যতই নামতে থাকে, ততই যেন লেপের তলায় গুটিয়ে যায় তাঁরা। বিশেষত বরাবরের ‘শীতকাতুরে’ বাঙালিদের শীতের সকাল গুলোয় যেন বারবার চোখ চলে যায় ঘরের কোণে রাখা এসিটার দিকে। আর বারবার মনে করিয়ে দেয় রুম হিটারের আরামের কথা। মনে বলে, ‘কিনে ফেললে মন্দ হয় না’।
কী ভাবছেন? এই শীতে সাহস করে রুম হিটারটা কিনেই ফেলবেধ? আসুন, তাহলে একবার দেখে নেওয়া যাক রুম হিটার কেনার আগে ঠিক কী কী কথা মাথায় রাখা দরকার।
১) রুম হিটারে তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্রের সংখ্যা:
এক্ষেত্রে তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্রের সংখ্যা যত বেশি হবে, তত তাড়াতাড়ি আপনার ঘর গরম হয়ে উঠবে। একটি বা দুটি তাপমাত্রা সেটিং-এর অপশন থাকে যে সমস্ত হিটারে, সেগুলি না কেনাই ভালো।
২) রুম হিটারের ওয়াট (watt) :
ছোট হিটারের চেয়ে বড় হিটারের ওয়াটের সংখ্যা অর্থাৎ বিদ্যুৎ খরচের পরিমাণ স্বভাবতই বেশি হয়। এক্ষেত্রে ভুঁয়ো ব্যবসায়িক ফাঁদ থেকে সাবধান। energy রেটিং দেখেই কিনবেন।
৩) রুম হিটারের পাওয়ার কাট ফিচার (power cut feature):
কিছু কিছু রুম হিটারে প্রয়োজনীয় তাপমাত্রা পৌঁছে গেলে নিজে থেকেই বিদ্যুৎ সংযোগ থেমে যায়। এতে বিদ্যুতের অপচয় কম হয় আর আপনার ইলেকট্রিক বিলও বাঁচে।
৪) রুম হিটারের আলো:
খুব বেশি উজ্জ্বল আলো সম্পন্ন রুম হিটার না কেনাই ভালো। তাতে রাতে ঘুমের ব্যাঘাত হবে না।
৫) রুম হিটারের আকার:
ছোটো সাইজের রুম হিটার কিনলে এক ঘর থেকে অন্য ঘরে প্রয়োজন মতো রুম হিটার নিয়ে যাওয়া যায়।
৬) রুম হিটারের নিরাপত্তা গ্রিল (safety grill):
বাড়িতে বাচ্চারা বা কোনো পোষ্য থাকলে রুম হিটারে সেফটি গ্রিল দেখে কেনা উচিত। গরম জিনিসগুলিকে এই গ্রিল বাইরে থেকে আটকায়।
৭) রুম হিটার ব্যবহারের কিছু সাধারণ নিরাপত্তা বিধি:
দুর্ঘটনা এড়ানোর জন্য রুম হিটার কখনোই দরজার কাছাকাছি বা যাতায়াতের জায়গায় রাখা উচিত নয়।
দাহ্য বস্তু থেকে রুম হিটার সর্বদা দূরে রাখুন।
রুম হিটার বাচ্চা বা পোষ্যদের নাগালের বাইরে রাখাই ভালো।
রুম হিটার ব্যবহার করে জামা কাপড় শুকিয়ে থাকেন অনেকেই। এটি বিপজ্জনক হতে পারে।
এছাড়া রুম হিটার যাতে জলের সংস্পর্শে না আসে সে বিষয়টিও মাথায় রাখা উচিত।
https://www.banglakhabor.in/wp-admin/post.php?post=8534&action=edit