নিজস্ব সংবাদদাতা: অতিমারী পরবর্তী আবহে পেশ হয়েছে সংসদীয় বাজেট। আর তারপরেই বাজেটের ভূয়সী প্রশংসা শোনা গেল পতঞ্জলির প্রধান বাবা রামদেবের মুখে। বাজেট পেশের পর তার আলোচনা সমালোচনায় সামিল হয়েছেন অনেক বিশেষজ্ঞই। কিন্তু পতঞ্জলির অধিকর্তা যোগগুরু বাবা রামদেব যে বাজেট নিয়ে ১০০% তৃপ্ত, এদিন তাঁর প্রতিক্রিয়া থেকেই সে কথা স্পষ্ট হয়েছে।
ভারত জুড়ে প্রায় ৫ লক্ষ মানুষকে আগামী অর্থবর্ষে কর্মসংস্থান দেবে পতঞ্জলি, এদিন এমনটাই জানিয়েছেন বাবা রামদেব। নতুন বাজেটে দেশের অভ্যন্তরে পাম তেলের উৎপাদন বৃদ্ধি করার কথা বলা হয়েছে। আর তার জেরেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি করেছেন পতঞ্জলি সংস্থার অধিকর্তা। এদিন স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ এবং অন্যান্য নানা প্রসঙ্গেও কেন্দ্রীয় অর্থমন্ত্রককে প্রশংসায় ভরিয়ে দেন তিনি।
বাজেট নিয়ে সংবাদমাধ্যমের কাছে বাবা রামদেব জানিয়েছেন, “সামগ্রিকভাবে, এই বাজেটটি বেশ সুষম এবং প্রগতিশীল। সরকার অবশ্যই জনগণের জন্য কিছু পদক্ষেপ নেবে।” সেই সঙ্গে বাজেটে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার বার্তাকেও স্বাগত জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “১৩৭ শতাংশ স্বাস্থ্য খাতে বৃদ্ধি ও একই সঙ্গে ২ লক্ষ ৩২ হাজার কোটি টাকার বাজেট স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম।”
গতকালের বাজেটে পাম তেল দেশে উৎপাদন প্রসঙ্গে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে উচ্ছ্বসিত বাবা রামদেব। এদিন তিনি বলেছেন, “আজ অবধি আমি বহু মানুষকে কর্মসংস্থান দিয়েছি। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে আমরা যে পাম আনি তা যদি আগামী সময়ে, ভারতে উত্পাদন হয় তবে দুই লক্ষ কোটি টাকা সাশ্রয় করবে এবং প্রায় পাঁচ লাখ লোক পতঞ্জলির মধ্যে দিয়ে কর্মসংস্থান পাবে।” বাজেটে ভোজ্যতেলের উপর সেস প্রযুক্ত হওয়ায় তার দাম বেড়ে গেছে কয়েকগুণ। তবে একেও স্বনির্ভর দেশ গঠনের পদক্ষেপ হিসেবেই দেখছেন তিনি। তাঁর কথায়, “এতে দেশ স্বাবলম্বী হবে।”
উল্লেখ্য, গতকাল সকাল ১১টায় ২০২১-২২ অর্থবর্ষের জন্য সংসদীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। বাজেটকে প্রধানমন্ত্রীর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘আত্মনির্ভর ভারত’ গড়ার অন্যতম পদক্ষেপ বলেছেন তিনি। বাজেটের প্রশংসায় সামিল হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীও।