নিজস্ব সংবাদদাতা: অভিনয়ই তাঁর বরাবরের নেশা এবং পেশা। রাজনীতির সঙ্গে কোনোকালেই তাঁর তেমন যোগাযোগ ছিল না। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ২০১১ সালে রায়দিঘি কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান তিনি। এরপর গত ১০ বছর বিধায়ক পদে ছিলেন। তবে এবার দল তাঁকে প্রার্থী না করায় রাজনীতির ময়দান থেকে সরে এসেছেন। আর এবার, ১০ বছর পর ফের শ্যুটিং ফ্লোরে ফিরছেন দেবশ্রী রায়। ব্লুজ এন্টারটেনমেন্টের আাগামী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।
প্রযোজনা সংস্থার কর্ণধার, পরিচালক, কাহিনীকার স্নেহাশিস চক্রবর্তী এবং দেবশ্রী রায় যুগ্ম ভাবে এই কথা জানিয়েছেন। দেবশ্রী বলেন, ‘‘১০ বছর অভিনয় থেকে দূরে ছিলাম। নিজের ইচ্ছেতেই ভিন্ন ধারার কাজে ব্যস্ত ছিলাম। বর্তমান সময়ে দাঁড়িয়ে মনে হচ্ছে, তখন সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। বরং ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’’ সেই অনুযায়ী স্নেহাশিসের ডাক পেতেই তিনি এক কথায় রাজি। জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রীর দাবি, ‘‘চিত্রনাট্য শুনেই ভাল লেগেছিল। চলতি ধারাবাহিকগুলির থেকে একদম ভিন্ন স্বাদের গল্প। আমার চরিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। ফলে, রাজি হয়ে গিয়েছি।’’
১০ বছর পরে ফের ক্যামেরার মুখোমুখি হচ্ছেন দেবশ্রী। একটুও কি ভয়, দ্বিধা কাজ করছে? ফিরে আসাটা বড় পর্দায় হলে কি বেশি ভাল হত? এই প্রশ্নের প্রেক্ষিতে দেবশ্রীর স্পষ্ট জবাব, ‘‘আগেই বলেছি, ক্যামেরা আমার খুব ভাল বন্ধু। তাই জানি, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না।’’ পাশাপাশি ‘চুমকি’-র যুক্তি, মানুষ যেমন একবার সাইকেল, সাঁতার, গান শিখলে ভোলে না, তেমন অভিনয়ও একবার শিখে গেলে ভোলে না।
কেমন স্বাদের গল্পে অভিনয় করবেন তিনি? এই কৌতূহল ১৮ থেকে ৬৮- সকলের। স্নেহাশিস জানালেন, ৭০ দশকের ফেলে আসা সহজ জীবনের সরল, সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করবেন ‘উনিশে এপ্রিল’-এর নায়িকা। ধারাবাহিকটির প্রযোজক তথা পরিচালকের দাবি, ‘‘সে সময়ে মুঠোফোন, ল্যাপটপ ছিল না। রবিবারে ছুটির দুপুরে মা-বাবার সঙ্গে ছেলেমেয়েরা বসে গরম গরম পাঁঠার মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খেত। বিনোদন বলতে আকাশবাণীর বিবিধ ভারতী, রবীন্দ্র নাচ। সেই যুগের মেয়ে আজকের যুগে কেমন আছেন? প্রশ্ন তুলবে নতুন ধারাবাহিক’’।
তিনি জানালেন, এই ধারাবাহিক দুটি প্রজন্মের মধ্যে সেতু বাঁধবে। তাঁর আশ্বাস, অভিনয়ের পাশাপাশি দর্শক দেবশ্রী রায়ের নাচ থেকেও বঞ্চিত হবেন না। যদিও এখনও অবধি তাঁর জন্য নৃত্য প্রশিক্ষক ঠিক করা হয়নি। উল্লেখ্য, দেবশ্রী ছাড়াও স্নেহাশিস কথা বলেছেন মৌমিতা গুপ্ত, মনোজ ওঝা, মহুয়ার সঙ্গে। আছেন ঝাঁক নতুন অভিনেতা। দেবশ্রীর বিপরীতে কাকে দেখতে পাবেন দর্শক? পরিচালকের কথায়, খোঁজ চলছে। ধারাবাহিকে তিনিও ওই যুগের প্রতিনিধি। আগামী মাসের শুরুতেই প্রোমো দেখা যাবে। শ্যুটিং শুরু হবে মে মাসের শেষ থেকে। জুন মাসেই সম্ভবত সম্প্রচার শুরু হবে।