শ্লীলতাহানি, ধর্ষন, যৌন নিগ্রহ এখন রোজকার ব্যাপার।  খবেরে পাতায় পাতায়, স্যোশাল মিডিয়ায়, ব্লগে, এই বিষয়ে অজস্র লেখালেখি ফলেও কারোরই এই বিষয়ে টনক নড়ে না। নির্বাক দর্শক হয়ে দেখে। Three wise monkey র মতো অনেকটা। কিছু শুনবে না, কিছু দেখবে না, কিছু বলবে না ।

s l300
ছবি সৌজন্যে eBa

প্রতিনিয়ত রাস্তাঘাটে, ট্রেনে, বাসে , ট্রামে, অফিসে, সুরক্ষিত বাড়ির চার দেওয়ালের অন্তরায় পুরুষের লালশায় নিগ্রহের শিকার হচ্ছে   ১ থেকে ১০০ বয়সী সকল মেয়ে, মহিলারা। অনেকে গর্জে উঠছে তো অনেকে লোক লজ্জার ভয়ে দরজায় শিকল টেনেছে। কিন্তু এর সমাধানের কোন পথ নেই। আমরা ভাবি আমরা সাধারণ ঘরের মেয়েদের হয়তো এই হিংস্র মনোবৃত্তির শিকার হতে হচ্ছে কিন্তু আমাদের ভাবনা ভুল রূপলী পর্দার চাকচিক্যের আড়ালেও যে এই একই মানশিকতার মানুশের জন্ম হয়েছে তা হয়তো অনেকে জানি না। ঐ চাকচিক্যের আড়ালেও ঘটছে যৌন নির্যাতন আর সেটা সাধারণ মেয়েদের উপর নয়, হচ্ছে অভিনেত্রীদের উপর। তাই টাকা আর রূপ, যৌলুস থাকলেই যে তারা নিজেদের  রক্ষা করতে পারে তা না। কারন  কিছু হিংস্র পশুর রক্তচক্ষু তাঁদের গ্রাস করে খায়। আজ যানব রুপোলী পর্দায় অভিনীত সেই সকল অভিনেত্রীদের কোথা যাদের উপর যৌন নিগ্রহ হয়েছে।

1556703783
ছবি সৌজন্যেPeople Matters

বলিউডে প্রতিনিয়ত অভিনেতা, গায়ক, পরিচালকদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠছে।  যার ফলে বলিউড থেকে শুরু করে অভিনয় জগতের সর্বত্র   শুরু হয়েছে #মিটু মুভমেন্ট।

MeToo Campaign Looking back at this powerful movement 450x300 2
ছবি সৌজন্যে 9changes.com

# Metoo মুভমেন্টের এর সূত্রপাত

# Metoo  মুভমেন্টের সূত্রপাত হয় ২০০৬ সালে  My space নামে। এটি একটি  স্যোশাল মুভমেন্ট, Tarana burke প্রথম এই মুভমেন্ট শুরু করেন। sextual assaulting কে ঘিরে এই মুভমেন্টের সূত্রপাত হয়।

g3 burke c
ছবি সৌজন্যেQuartz

২০১৭ সালে  আমেরিকার অভিনেত্রী Alyssa Milana প্রযোজক Harvey Weinstein এর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন। তার পর থেকে  বিশ্ব জুড়ে শোরগোল পড়ে যায় # Metoo  মুভমেন্টের।

metto art
ছবি সৌজন্যে The Torch

জানেন কি সেই সকল অভিনেত্রীদের নাম যারা শিকার হয়েছেন যৌন হেনস্তার

তনুশ্রী দত্ত

ভারতে ২০১৮ সালে # Metoo   এর সূত্রপাত হয় এই অভিনেত্রীর হাত ধরে।  তনুশ্রীর অভিযোগ ২০০৮ সালের সিনেমা Horn Ok Pleasss’ এর গানের স্যুটিং এর সময় অভিনেতা নানা পাটেকার তার শ্লীলতাহানি করেন এবং অভদ্র আচরন যৌন হেনস্তা করেন। এছাড়া করোগ্রাফার গনেশ আচারিয়ার বিরুদ্ধে ও সে অভিযোগ আনেন তাকে জোড় করে পর্ন ভিডিও দেখানোর জন্য।

ছবি সৌজন্যে MyNation

সালোনি চোপড়া

তিনি একটি ব্লগে নিজের জীবনের নানা পর্যায়ে শারীরিক ভাবে নির্যাতিত। হওয়ার কথা উল্লেখ করেছেন। অভিনেতা জাইন খান দুরানির সঙ্গে সম্পর্ক ছিল তার । তিনি লিখেছিলেন ভালবাসার মানুষটির কাছেই প্রতি রাতে নিগ্রহের শিকার হওয়ার কথা।

jpg
ছবি সৌজন্যে Times of India

সোনা মহাপাত্র

গানের জগতে নাম করেছেন সোনা মহাপাত্র। আম্বারসারিয়া গানের মাধ্যমে জনপ্রিয় এই অভিনেত্রী এক জনপ্রিয় গায়ক কৈলাস খেরের বিরুদ্ধে যৌন নিগ্রহের জন্য সবর হন। তার অভিযোগ কৈলাস খের নাকি একটি ক্যাফেতে একটি মিটিং চলাকালীন তার থাই স্পর্শ করেন। এবং গানের অজুহাতে তাকে তার রুমেও ডাকেন।

sona11 1539235710 1 Oneindia Bengali
ছবি সৌজন্যে oneindia bengali

সন্ধ্যা মৃদুল

অভিনেতা আলোক নাথের বিরুদ্ধে #মিটু বিতর্কে মুখ খোলেন সন্ধ্যা মৃদুল।  তার অভিযোগ এই ষাটোর্ধোর অভিনেতা মত্ত অবস্থায় তার হাত ধরে টানাটানি করেছেন। এবং তাকে জড়িয়ে ধরার চেষ্টাও করেছেন।  তার উপর যৌন নিগ্রহ করার চেষ্ঠা করেন।

sandhya alok thumb india today
ছবি সৌজন্যে india today

রাধিকা আপ্তে

যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন তিনিও। ‘‘কিছু ব্যক্তি বলিউডে ক্ষমতাকে ব্যবহার করে, নিজেদের ভগবান মনে করে। আবার মহিলাদের নিগ্রহ করে,’’ এমনটাই বলেছিলেন লাস্ট স্টোরি খ্যাত এই অভিনেত্রী।

66856058 mumbqai mirror 1
ছবি সৌজন্যে mumbai mirror

ঐশ্বর্য রাই

সলমন খান  এর সাথে সম্পর্কে থাকাকালীন নিগ্রহের শিকার হয়েছিলেন ঐশ্বর্য, এ কথা সকলের সামনে অনেক বার বলেছেন অভিনেত্রী। এমন কি সলমন খান তাকে মারধরও করতেন এমন কোথাও তিনি স্বীকার করেছিলেন।

aishwarya rai story 647 110117023234 indian today
ছবি সৌজন্যে india today

স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার  অভিযোগ তোলেন।  শুধুমাত্র শারীরিক সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেছিলেন বলেই বেশ কিছু রোল মিস করেছিলেন ‘ভিরে ডি ওয়েডিং’ অভিনেত্রী।   তিনি আরও বলেন আকসময় তাকে প্রতিনিয়ত ফোন করতেন রাতের দিকে, তার সাথে ভালোবাসা ও যৌনতার কথা বলেন। এর একদিন রাতে মত্ত অবস্থায় তার ঘরে ঢুকে তার সাথে অন্যায় আচরন করেন। এবং এর পরেও নিয়মিত তাঁকে মেসেজ করতেন ওই পরিচালক, তাকে রীতিমত স্টক করতেন সেই পরিচালক।

Swara Bhaskar at Lux Golden Rose Awards 2018 24 cropped wikipedia
ছবি সৌজন্যে wikipedia

কঙ্গনা রানাওয়াত

বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত প্রথমে প্রাক্তন প্রেমিক আদিত্য পাঞ্চোলি ও  পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ করেছেন । এমনকি আদিত্য পাঞ্চোলি বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করেন।

kangana tnail 2019 5 15 12 56 18 thumbnail SpotboyE
ছবি সৌজন্যে spotboyE

নয়নী দীক্ষিত

২০১৪ সালে কুইন ছবির সময় পরিচালক বিকাশ বহেলের যৌন নিগ্রহ করেছিল নয়নীকে, এমনি  অভিযোগ করেন অভিনেত্রী ।  শুটিং চলাকালীন আমার সাথে ঘৃন্য আচরন করেন। আমার ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে যান এবং  জড়িয়ে ধরে  আমারর চুলের গন্ধ শোঁকেন। এবং বলেন I love how you smell K’. এবং তার সাথে এক রুমে থাকার  অফার করেন এমনটাই বলেছেন অভিনেত্রী।

EXCLUSIVE During Queen Vikas Bahl tried to sexually harass me asked me to share his room– Nayani Dixit2 508x300 bollywood hungama
ছবি সৌজন্যে bollywood hungama

শিল্পা সীন্দ্রে

কালার্স টিভির ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেত্রী শিল্পা, যৌন নিগ্রহের অভিযোগ এনে জনপ্রিয় টিভি শো-এর প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।

55
ছবি সৌজন্যে madhya pradesh

পায়েল ঘোষ

সম্প্রতি সুশান্ত সিং রাজপুত মামলাকে নিয়ে অনেক জলঘোলা হয়েছে এর সেখানেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। অভিনেত্রী পায়েল ঘোষ অভিযোগ দায়ের করে অনুরাগ ক্যাশবের বিরুদ্ধে। তিনি বলেন কাজ  দেওয়ার নাম করে তাকে বাড়িতে ডেকে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে চান পরিচালক, এমনকি তাকে জোর করে নীল ছবি দেখাতে বাধ্য করেন।

payal ghosh new statements against anurag kashyap in me too case main india today
ছবি সৌজন্যে india today

শুধু বলিউড নয় টলিউড, হলিউড সর্বত্র এই ধরনের কাজ হয়ে যাচ্ছে। সাধার মানুষের সাথে সেলিব্রেটিদের এই একটি বিষয়ের দিক থেকে কোন ছাড় নেই। বিপরীত লিঙ্গ অভিনেতা হোক কিংবা পরিচালক বা গায়ক বা সাধারণ মানুষ তাঁদের বর্বর আচারন থেকে ছাড় পায় না কেউই। তাই প্রতিবাদ করুন। আপনার সাথেও ঘটতে পারে এই ধরনের ঘৃন্যতম কাজ তাই চুপ করে থাকবেন না। প্রতিবাদ করতে শিখুন, লোকাল থেকে ভোকাল হন।