আমরা সকলেই বিজ্ঞানে বিশ্বাস করি। তাই লোকসম্মুখে কিন্তু আমরা বলি রাশিফল আবার কি এসবে আমি বিশ্বাস করি না। ওসব অবাস্তব, এগুলো এখনকার দিনে কেউ মানে নাকি, ওল্ড ফ্যাশন। কিন্তু একটু খোজ নিলেই দেখবেন তারাই বাড়ি থেকে বেরনোর আগে পেপারের রাশিফলটা একবার চোখ বুলিয়ে নেয় যে দিন টা আজ কেমন কাটবে। আবার বাড়িতে সাপ্তাহিক কিংবা মাসিক ম্যগাজিন আসলেই সবার আগে রাশিফলের পাতা ওল্টায়। তাই মুখে যাই বলুক মনে মনে তার স্বভাব,চরিত্র, ভালো দিন, খারাপ দিন সপর্কিত বিষয় সবাই জানতে ইচ্ছুক।
তাই আজ আলোচনা করব এমন কিছু জাতকের রাশি নিয়ে যাদের স্বভাব সত্যি ভালো। নেগেটিভ পসেটিভ মিলিয়েই মানুষের স্বভাব হয় বটে কিন্তু এই ৫ রাশির জাতকের স্বভাব অত্যন্ত মার্জিত।
যে ৫ রাশির জাতকের স্বভাব অত্যন্ত ভালো
তুলা ( Libra )
এই রাশির জাতক অত্যন্ত নিষ্ঠাবান হন। এরা দয়ার সাগর হয়, মানুষে বিপদে আপদে সবার আগে ঝাপিয়ে পড়ে। এদের ঠাণ্ডা মাথার মানুষ হয়, যে কোন পরিস্থিতি সুন্দরভাবে সামলাতে হয় এরা জানে। নিজের প্রতি দারুন আত্মবিশ্বাস। এরা অত্যন্ত উচ্চশিক্ষিত হয়। সাফল্যের শিখরে উঠতে এরা ভালোবাসে, এবং সাফল্য অর্জন ও করে। এদের মধ্যে সামঞ্জস্যবোধ খুব দৃঢ় হয়। এরা সকলকে খুব তড়াতাড়ি আপন করে নেন। এদের স্বভাবের জন্য মানুষ এদের চোখ বন্ধ করে বিশ্বাস করে।এরা খুব ভালো প্রেমিক হয়। মন প্রান দিয়ে মানুষকে ভালবাসে।
মিথুন ( Gemini )
এই রাশির জাতকরা খুব ফান-লাভিং হয়। সকলের সাথে মজা করতে ভালোবাসে। এরা অত্যন্ত ভদ্র , সরল ও মার্জিত স্বভাবের হয়। এদের মেধা শক্তি তীক্ষ্ণ হয়। কিন্তু এরা নরম হলেও সময় অনুযায়ী গরমও হতে পারে। এরা আর্থিক দিক দিয়ে উদার প্রকৃতির হয়। এরা নিজের কাজকে অত্যন্ত ভালবাসেন সে নিজের ক্ষেত্রে হোক কিংবা অন্যের প্রয়োজনীয়তার স্বার্থে।
কর্কট ( Cancer )
কোন জাতকের স্বভাব ভালো এই নিয়ে আলোচনা করলে কর্কট রাশির জাতকের কথা আসবেই। এরা খুব আত্মকেন্দ্রিক ও স্পর্শকাতর হয়। এরা ছিমছাম থাকতে ভালবাসে উগ্রতাকে এরা ঘৃণা করে। এদের মধ্যে আদর্শবোধ ও দায়িত্ববোধ ভোরে ভোরে রয়েছে। এরা নিজেদের পরিবারকে খুব ভালবাসে, সম্মান ও শ্রদ্ধা করে। ব্যবসার দিক থেকে এই রাশির জাতকরা অত্যন্ত লাভবান হন। এদের ভদ্র স্বভাবের জন্য এদের সকলেই খুব ভালবাসে ও সম্মান করে।
কন্যা ( Virgo )
এই রাশির জাতকার কর্তব্যপরায়ন হয়। এদের বন্ধুত্ব খুব নিবিড় হয়। এরা সকল বিষয়ে যেমন রসায়ন, বিজ্ঞান, গনিতে পটু হয়। এদের বন্ধুপ্রিতী অপরিসীম। এরা সাধারণত চুপচাপ ধীর স্থির গোছের হলেও অন্যায় দেখলে রুখে দাঁড়ায়। এরা খুব সৎ ব্যক্তিত্বসম্পন্ন হয়। এবং এদের সততার জন্য এদের নামডাক, খ্যাতি হয়। এরা গুরুজন থেকে বয়সে ছোট সকলকেই সম্মান দিয়ে থাকে।
ধনু ( Sagittarius )
এদের সহিষ্ণুতা ও ধৈর্য্য যথেষ্ট। এই রাশিক জাতকরা শান্তিপ্রিয় হয় কিন্তু ভিরু নয়। এই জাতকরা সৎকর্ম পরায়ন হয়। বহু ভাষার উপর দক্ষতা আছে। অভুক্ত মানুষকে খাওয়াতে খুব ভালবাসে। সর্বদা মানুষের পাশে দাড়ায়। এরা অনেক সময় সমাজসেবী হয়ে থাকে। মানুষের দুঃখ কষ্ঠ এরা নিজে অনুভব করে,গরীবের জন্য এদের প্রান কাঁদে। নিজের সমস্ত সম্বলটুকু দিয়ে দিতে এরা কুন্ঠাবোধ করবে না।
এই পাঁচ রাশির মধ্যে নিজের রাশি খুঁজে পেলেন নাকি। আর আপনি যদি এই উপরিউক্ত রাশির জাতক হন তাহলে আপনি সত্যি ভাগ্যবান। আর এই ৫ রাশির মধ্যে আপনার রাশি কোনটা তা অবশ্যই আমাদের জানান।