আধুনিক পৃথিবীতে বেশি বেতনের চাকরি মানেই প্রযুক্তিখাতের কদর।  তোমার চাকরির মান  যত চড়বে তোমার দাম ও বাজারে তত চড়বে, কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই অপ্রিয় রূঢ় বাস্তব। এই  প্রজন্ম হোক কিংবা আগের প্রজন্ম সরকারি চাকরিওয়ালাদের যে কতটা দর  তা হয়তো কথায় লিখে প্রকাশ করা যাবে না, যে কোন শব্দ কম পরবে। মেয়ের যদি কোন সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হয় তাহলে মেয়ে ও তার বাপের বাড়ির হয়তো মাটিতেই পা পড়বে না। বর্তমানে যদিও এই বিষয়ক চিন্তাধারাটি  আপেক্ষিকভাবে কমেছে, কিন্তু নির্মুল হয় নি। ২০২০ তে দাড়িয়ে এখন প্রচুর চাকরির পদ রয়েছে। অনেক দিক উন্মুক্ত হয়েছে। মানুষের চিন্তাশক্তি প্রশস্থ হয়েছে। সরকারি চাকরি ব্যতিত অন্য পেশার দিকে মানুষ আকর্ষিত হচ্ছে।  ফলে বর্তমানে সকলে নিজের পছন্দ অনুযায়ী চাকরির পছন্দ করতে পারে।  বর্তমানে  ক্রমশ বিভিন্ন পদের চাকরির চাহিদাও  বেড়েছে।

103044108 GettyImages 159171378
ছবি সৌজন্যে CNBC.com

পাঁচ পদের চাকরির চাহিদা তুঙ্গে

চিকিৎসক

রাজার ছেলে যেমন রাজা হয় ডাক্তারদের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম ব্যতীত ডাক্তারের ছেলে, মেয়ে ডাক্তারই হয়। বলার অবকাশ রাখে না যে মানুষের জীবনে ডাক্তারের গুরুত্ব ঠিক কতটা। তারা নিজেদের  সামর্থ্য দিয়ে মানুষে জীবন রক্ষা করতে প্রানপাত করে দেয়।  আর বর্তমানে ডাক্তারদের পারিশ্রিমিক নিঃসন্দেহে বলা যায় ভালোই। মাসে লাক্ষখানেক ও হতে পারে।  তাই জীবনে সিকিউর চাকরি কে না চায়।  বিচার করে দেখতে গেলে সকলেই চাকরির ক্ষেত্রে চিকিৎসাক্ষেত্রের পদকেই বেশী গুরুত্বপ্রদান করে থাকে।

105044673 GettyImages 513438121
ছবি সৌজন্যে CNBC.com

অধ্যাপক

অধ্যাপকের পেশা একটি সম্মানজনক  এবং দায়িত্ববোধের পেশা হিসেবে মনে করা হয়। প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় সর্বত্র অধ্যাপকদের বিশেষ সম্মান। সেই সম্মানের  ভারও বইতে পাওয়া সহজলভ্য নয়। আর এই পদের চাকরির জন্য উচ্চমান্নের শিক্ষা প্রয়োজন। কারন শিক্ষকের উপর দ্বায়িত্ব বর্তায় নিজ শিক্ষায় ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করার। এবং শিক্ষাকতা থেকে যে সম্মান প্রাপ্তি হয় তা অন্য কোন পেশার পদে থাকে না। তাই দেশের হোক কিংবা বিদেশে যে কোন জায়গায় অধ্যাপকদের চাকরির কদর  সর্বোচ্চ শিখরে।অনেকের স্বপ্নপূরণের অঙ্গীকার হয় এই অধ্যাপনা করা।

ডিফেন্স

নিজের দেশের সেবায় নিয়োজিত হতে পারা এক বিশাল ভাগ্যের বিষয়। নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়েই পেশা হিসেবে ডিফেন্সকে বেঁছে নিচ্ছে। ডিফেন্স সেক্টরে কাজ করাকে অত্যন্ত সম্মানজনক পদ হিসেবে দেখা হয় । সকলের চোখে তার আলাদাই সম্মান।   আর্মি, নেবী, এয়ার ফোর্স এর চাকরির কদর এখন তুঙ্গে। এছাড়াও  বি.এস.এফ, সি.এস.বি ও এই ধরনের অনেক প্যারামিলিটারির পদে  লক্ষ লক্ষ ছেলে মেয়েরা নিয়োজিত হচ্ছে। এই চাকরির সুবাদে  মোটা অংকের মাইনের সুবিধা, অন্যান্য ব্যবস্থাপনায় বেশ, চিকিৎসাক্ষেত্রে সুবিধা, ট্র্যাভেল বিষয়ক ব্যবস্থাও রয়েছে।  এছাড়াও প্রতিবেশী দেশের ফন্দি ফিকিরকে বাজিমাত করতে ডিফেন্সে চাকরির পদ সর্বত্র উন্মুক্ত।

মার্কেটিং অ্যাডভাইজার

বর্তমান সময়কালীন পরিস্থিতিতে এই জাতীয় পদের চাহিদা তুঙ্গে। এই ধরনের চাকরি অনেক পথের দিশারী। কোথাও নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমে এই জাতীয় চাকরির সুবিধা রয়েছে। যদি অফলাইন দিকে নজর দেওয়া হয় তাহলে আজকালের জেনারেশন সবকিছু ডিজিটাল চায় যেমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং, সোশ্যাল অ্যাডভারটাইসমেন্ট ম্যানেজার পদে সকলেই আগ্রহী। এছাড়া অফলাইন ভার্শানে পি.আর, ইভেন্ট ম্যানেজার, ট্যুর অর্গানাইজার। যে যার নিজের পছন্দ অনুযায়ী পদ বেঁছে নিতে পারে। আর এই পদের চাহিদা বাজারে হু হু করে পেঁয়াজের দামের মতো চড়ছে, তার সাথে পারিশ্রমিক বেশ আশাপ্রদ।

চার্টার অ্যাকাউন্টটেন্ট

বরাবরই এই পদ সকলের কাছে ভীষণ প্রিয়। এই পদের চাকরির ক্ষেত্রে প্রাপ্তি হয় অনেক সম্মান সাথে বেশ মোটা অংকের টাকা। কারন তাঁদের পেশায় কাজটাও বেশ গুরুগম্ভীর, অনেক  দ্বায়িত্ববোধের। সকলের দ্বারা সঠিকভাবে সদ্ব্যবহার হয় না, আর জন্য শিক্ষাগতযোগ্যতা থাকা অত্যন্ত জরুরি। আর এই পদের চাহিদাও প্রবল। তাই সেরা চাকরির সন্ধানে নামলে চার্টার অ্যাকাউন্ট এর পদ থেকে বিরত থাকবেন না।

শুধু যে এই পাঁচ প্রকার চাকরি আপনার জন্য আদর্শ তা কিন্তু নয়, বর্তমান দিনে প্রাইভেট সেক্টর, গ্রাফিক্স ডিজাইনার, ভিডিও মেকার, আডিটর, সাইবার সিকিউরিটি ম্যানেজার, মাল্টি ন্যাশানাল কোম্পানির চাহিদা বেশী বৈকি কম নয়। কারন বর্তমান জেনারেশন বেশী পেশানেবেল, সৃজনশীল কাজ তাদের বেশী টানে। তাই এই সকল পদের চাকরিও খোলা রয়েছে আপনাদের উদ্দ্যেশ্যে।

আপনি কি চিন্তিত , বুঝতে পারছে না কোন দিকে গেলে আপনার জীবনে সাফল্য আসবে? নাকি চাকরির পদের বিস্তারিত কোন জ্ঞান নেই তাহলে উপরিউক্ত এই বিষয়টি আপনার এগিয়ে যাওয়ার পথে দিশা দেখাবে।  আপনার কোনদিকে ঝোঁক ? কোন পদের জন্য আপনি নিজেকে তৈরি করছেন আমাদের জানান।