আরও খানিকটা স্বাভাবিক হচ্ছে কলকাতা মেট্রোর পরিষেবা। এবার সমস্ত যাত্রী ই-পাসের ফাঁস থেকে মুক্তি পেতে চলেছেন। কলকাতা মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে আগামী সোমবার, অর্থাৎ ১৮ জানুয়ারি থেকে কলকাতা মেট্রো রেলের ই-পাস ব্যবস্থা সম্পূর্ণ ভাবে উঠে যাচ্ছে। যাত্রীরা দিনের যে কোনো সময় ই-পাস ছাড়াই চলাচল করতে পারবেন।
এখন মহিলা ও শিশুদের জন্য দিনের কোনো সময়েই ই-পাস প্রয়োজন না হলেও পুরুষ যাত্রীদের সকালে দু’ঘণ্টা ও বিকালে দু’ঘণ্টা ই-পাস দেখিয়ে যাতায়াত করতে হয়। এখনকার নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত এবং বিকালে ৫ টা থেকে ৭ টা পর্যন্ত পুরুষ যাত্রীরা ই-পাস ছাড়া মেট্রোর ভিতরে প্রবেশ করতে পারেন না। যদিও দিনের বাকি সময়ে মহিলা যাত্রীদের মতোই পুরুষ যাত্রীরাও ই-পাস ছাড়াই যাতায়াত করেন।
প্রসঙ্গত করোনা সংক্রমনের আবহে একই সময়ে যাতে মেট্রোয় বেশি ভিড় না হয় সেই ব্যবস্থা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই এই ই-পাসের প্রচলন করা হয়েছিল। যদিও ধীরে ধীরে এই সংক্রান্ত নিয়ম কানুন শিথিল হতে থাকে। অবশেষে আগামী সোমবার থেকে মেট্রোর ই-পাস ব্যবস্থা সম্পূর্ণভাবে উঠে যাচ্ছে। যদিও মেট্রোরেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ই-পাস ব্যবস্থা উঠে গেলেও যাত্রীরা কেবলমাত্র স্মার্ট কার্ডের সাহায্যেই যাতায়াত করতে পারবেন। অর্থাৎ মেট্রোয় চলাচল করার জন্য টোকেন ব্যবস্থার প্রবর্তন এক্ষুনি করা হচ্ছে না।
মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে যেহেতু টোকেন ব্যবস্থার মাধ্যমে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে, তাই আপাতত স্মার্ট কার্ড থাকলে তবেই মেট্রো ওঠা যাবে। সেইসঙ্গে মেট্রো যাত্রীদের পক্ষে আরেকটি সুখবর হল সোমবার থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন ২২৮ টি মেট্রো চলাচল করে। তবে ১৮ জানুয়ারি থেকে প্রতিদিন ২৪০ টি মেট্রো চলাচল করবে বলে জানা গিয়েছে।