মারাদোনা
মারাদোনা

মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তাদের বলে যাওয়া কথাগুলো কিংবা উক্তি গুলি। মানুষের জীবন বড়ই ক্ষণিকের। কখন কে না জানার দেশে পাড়ি দেবে! সে কথা কেউই জানেনা। ঠিক একই রকম ভাবেই ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনা আমাদের ছেড়ে গতকাল চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার উক্তিগুলি।

চলুন দেখে নিই মারাদোনার 10 অজানা উক্তিগুলি—

উক্তি
cdn.britannica.com

”i have come to add something life and not to take away anyone’s position” ~ Diego Maradona

অর্থাৎ “আমি জীবনে কিছু যোগ করতে এসেছি এবং কারও অবস্থান কেড়ে নিতে নয়।” অর্থাৎ মারাদোনা পৃথিবীতে কারোর জায়গা কেড়ে নিতে আসেননি, তিনি জীবনকে দান করতে এসেছেন নতুন কিছু।

উক্তি
essentiallysports.com

”when people succeed,it is because of hard work. luck has nothing to do with success” ~ Diego Maradona

অর্থাৎ “লোকেরা যখন সফল হয়, কঠোর পরিশ্রমের কারণেই হয়। সাফল্যের সাথে লাকের কিছুই সম্পর্ক নেই।” এই কথার মাধ্যমে মারাদোনা বোঝাতে চেয়েছেন যে তিনি জীবনে কঠোর পরিশ্রম করেই এতটা সাফল্য অর্জন করেছেন। লাকের মাধ্যমে নয়। তার মতে সফলতা আসে কঠোর পরিশ্রমের মাধ্যমেই সেখানে লাকের কোনো স্থান নেই।

উক্তি
iffhs.de

“My mother thinks I am the best. And I was raised to always believe what my mother tells me” ~ Diego Maradona

অর্থাৎ “আমার মা আমাকে সেরা বলে মনে করেন এবং আমার মা আমাকে যা বলেন তা সর্বদা বিশ্বাস করে আমি বড় হয়েছি।” এর মাধ্যমে তাঁর মায়ের কতটা আস্থা তার প্রতি তিনি সেটাই বলেছেন। এবং তিনি তার মায়ের স্বপ্ন সফল করেছেন।

উক্তি
sportshub.cbsistatic.com

“When God decides its time, I guess he’ll come for us.” ~ Diego Maradona

অর্থাৎ “ঈশ্বর যখন সময় নির্ধারণ করেন, তখন আমার ধারণা তিনি আমাদের জন্য আসবেন।” এই কথার মাধ্যমে তিনি মৃত্যু প্রসঙ্গ তুলে এনেছেন। তিনি মনে করেন যে ঈশ্বর যখন মনে করবেন যে সময় হয়েছে তখন তিনি নিজেই এসে নিয়ে যাবেন।

উক্তি
a.espncdn.com

“All the people that criticised me should eat their words.” ~ Diego Maradona

অর্থাৎ “আমার সমালোচনা করা সমস্ত লোকদের তাদের কথা খাওয়া উচিত।” তিনি জীবনে প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছেন। সেই প্রসঙ্গে তিনি উক্ত উক্তিটি করেছিলেন সমালোচকদের।

উক্তি
talksport.com

“I am black or white, I’ll never be grey in my life.” ~ Diego Maradona

অর্থাৎ “আমি কালো বা সাদা, আমি জীবনে কখনও ধূসর হব না।” এই উক্তিটির মাধ্যমে তিনি মিডিয়াকে ঠুকেছিলেন 2010 সালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোয়ালিফাই হওয়ার পর।

উক্তি
tmssl.akamaized.ne

“I am Maradona, who makes goals, who makes mistakes. I can take it all, I have shoulders big enough to fight with everybody.” ~ Diego Maradona

অর্থাৎ “আমি মারাদোনা, যে গোল করে, যে ভুল করে। আমি সবই নিতে পারি, সবার সাথে লড়াই করার জন্য আমার কাঁধ যথেষ্ট বড়।” তিনি তাঁর খেলার এবং জীবনের সমালোচনা প্রসঙ্গে এই উক্তিটি করেছিলেন।

উক্তি
images.moneycontrol.com

“The Lord helps those who help themselves.” ~ Diego Maradona

অর্থাৎ “প্রভু তাদের সাহায্য করেন যারা নিজেকে সাহায্য করেন।” এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে নিজেকে আগে সাফল্যের দিকে এগিয়ে যেতে হয়, ইচ্ছাশক্তি থাকতে হয় তবেই ঈশ্বর সাহায্য করবেন।

উক্তি
english.mathrubhumi.com

“I’m alive and I want to keep living.” ~ Diego Maradona

অর্থাৎ “আমি বেঁচে আছি এবং আমি বাঁচতে চাই।” তিনি উক্তিটি জীবন সম্পর্কে করেছেন যেখানে তিনি বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন।

১০

উক্তি
biography.com

“I was, I am and I always will be a drug addict. A person who gets involved in drugs has to fight it everyday.” ~ Diego Maradona

এর অর্থ “আমি ছিলাম, আমি আছি এবং আমি সর্বদা মাদকাসক্ত থাকব। যে ব্যক্তি মাদকের সাথে জড়িত হয় তাকে প্রতিদিন এটির বিরুদ্ধে লড়াই করতে হয়।” উক্ত উক্তিটি তিনি তাঁর অত্যধিক মাদক সেবনের ব্যাপারে বলেছেন। যেখানে তিনি সর্বদা মাদক গ্রহণ করবেন বলেছেন।

মারাদনা তার জীবনের সাফল্যের সাথে সাথে বহু সমালোচনার মুখপাত্র হয়ে উঠেছিলেন, তবুও তিনি রাজপুত্র। তিনি তার 60 বছরের জীবনে বহু উক্তি করেছেন। আপনাদের মধ্যে তার শ্রেষ্ঠ উক্তি কোনটি? জানান নিচের কমেন্ট বক্সে।

1 COMMENT