৪০ বছর আগে প্রথমবার মাঙ্কি পক্স রোগটির কথা জানা গেলেও আফ্রিকার বাইরে কোনও দেশে এর খোঁজ সেভাবে পাওয়া যায়নি। ইউরোপ আমেরিকার মতো মহাদেশ জানতই না এই রোগ আসলে কী! তবে এবার আফ্রিকার বাইরেও এই রোগ যেভাবে ছড়াচ্ছে তাতে বিষ্মিত গভেষকরা।
বিশ্বের ১২টি দেশে প্রথমবারের মতো মাঙ্কিপক্স ধরা পড়েছে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, সুইডেন, আস্ট্রেলিয়া, স্পেন, আর্জেন্টিনার মতো দেশেও এই রোগের প্রভাব সামনে এসেছে। যা নিয়ে রীতিমতো চিন্তিত বিশ্বস্বাস্থ্য সংস্থা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও এই রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে চিকিৎসকদের একাংশের মতে, এই রোগ করোনার মতো ভয়ঙ্কর হতে পারবে না। সংক্রমণ ছড়ালেও করোনার মতো ভয়ঙ্কর হতে পারবে না এই রোগ। কোভিডের মতো প্রাণঘাতি বা সংক্রমক নয় এই ভাইরাস। স্মলপক্সের সমগোত্রীয় এই ভাইরাসের টিকাও ইতিমধ্যে রয়েছে।
এদিকে, পশ্চিমবাংলার পর তামিলনাড়ু, মহারাষ্ট্র, রাজস্থানেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৈরি রাখা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। বিমানবন্দরগুলিতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা থেকে আসা যাত্রীদের উপর নজর রাখা হচ্ছে এবং বিগত ২১ দিনে যারা এইসব দেশ থেকে এসেছেন তাদের সম্পর্কেও তথ্য জোগাড় করা হচ্ছে ও তাদের স্বাস্থের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এরাজ্যে ইতিমধ্যেই মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। রোগের কোনও লক্ষণ দেখা গেলেই বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জেলাগুলিকে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে।