মাওলিননং (Mawlynnong), যার অপর নাম ঈশ্বরের নিজস্ব উদ্যান।এটি মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি ছোট্ট পরিচ্ছন্ন গ্রাম,
আন্তজার্তিক ট্রাভেল ম্যাগাজিনের থেকে এই গ্রামটি পরপর দুবার এশিয়ার সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন গ্রামের স্বীকৃতি অর্জন করেছে।
বৈচিত্র্যময় মাওলিননংঃ
ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজ (World Cleanest Village) বলা হয় মাওলিননং কে। ভারতের অন্যান্য গ্রামের মতোন আবর্জনা বর্জ্য মাওলিনং-এর রাস্তাঘাটে দৃষ্টিগোচর হওয়া নিতান্তই অস্বাভাবিক। শুধু পরিবেশের দিক থেকেই মাওলিননং আলাদা নয়,সামাজিক পরিকাঠামোর দিক দিয়েও মাওলিননং একেবারে আলাদা।মাওলিননং একটি মাতৃতান্ত্রিক গ্রাম,যেখানে সম্পত্তির হস্তান্তর মায়ের থেকে পরিবারের সবচেয়ে ছোটো মেয়ের কাছে হয়।
মাওলিননং-এর কিছু নিয়মঃ
গ্রামের বাসিন্দাদের দ্বারা তৈরী বাঁশের ছোট ছোট ডাস্টবিনের মধ্যে গ্রামের যাবতীয় বর্জ্য সংগ্রহ করা হয়। তারপরে সেই বর্জ্য সার তৈরীতে ব্যবহার করা হয়। এ গ্রামের সাক্ষরতার হার ১০০ শতাংশ।মাওলিননং এর অধিবাসীদের সুন্দর সুস্থ রুচির ছাপ সর্বত্র পরিলক্ষিত হয়। গ্রামের মানুষের পোশাক-পরিচ্ছদ, বাড়িঘর, সবেতেই পরিচ্ছন্নতার আভাস। এখানে যত্রতত্র ময়লা ফেলা অপরাধ,বাড়ির বাইরে মদ্যপান নিষিদ্ধ। ফুল তোলা ও গাছের পাতা ছেড়াও নিষেধ। প্রত্যেক ৫০ ফুট দূরেই একটা করে ডাস্টবিন রয়েছে। প্রতিদিন সকাল ৭টায় গ্রামের একদল মহিলা সমগ্র গ্রামটি ঝাড়ু দিয়ে নিজের হাতে পরিষ্কার করেন।মাওলিননং-এ প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করার ওপর জোর দেওয়া হচ্ছে।সবুজায়ন রক্ষার্থে এখানকার বাসিন্দারা বিশেষ ভাবে উদ্যোগী।
টুরিস্ট স্পট হিসেবে মাওলিননংঃ
মাওলিননংয় শিলং থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারত এবং বাংলাদেশের সীমান্তে পাহাড়, জঙ্গল, ঝর্নায় ঘেরা এই গ্রামটি মেঘালয়ের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে উঠে এসেছে।প্রায় ৯৫ টি খাসি পরিবার নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছে। মাওলিননং এ থাকার ব্যবস্থা বলতে কয়েকটি হোমস্টে। শিলং এ স্টে করে একদিনের জন্য মাওলিননং ঘুরে আসা বেশী সুবিধাজনক। তাহলে আর দেরি কেন?শীতের ছুটিতে এবার ঘুরেই আসুন মাওলিননং।