WHO ( বিশ্ব স্বাস্থ্য সংস্থা ) প্রতিটি দেশকে এই নতুন অসুখ মাংকি পক্স নিয়ে সতর্ক করছে। তাই এই বিশেষ রোগ নিয়ে রাজ্য সরকার সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিলো। বিদেশ থেকে আসা কোনো ব্যক্তির মধ্যে যদি monkey pox-এর বিন্দুমাত্র উপসর্গ দেখা যায় বা গত ২১ দিনের মধ্যে যদি তার monkey pox দেখা দেয়, তাকে সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে নিভৃতবাসে রাখা হবে।
মাংকি পক্স আতঙ্ক
যাত্রাপথে সেই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন সেই বিষয়টিও নজরে রাখা হবে। রক্ত পরীক্ষার মাধ্যমে দেখা হবে তাদের মধ্যে কোনো উপসর্গ রয়েছে কিনা। দক্ষিণ আফ্রিকা থেকে দ্রুত বেগে ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়ছে monkey pox সংক্রমণ। তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত ১২ টি দেশে ৮০ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন।