নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল হোক বা বিজেপি দুই শিবিরই যে আদতে একই কয়েনের এপিঠ আর ওপিঠ, প্রথম থেকেই তা প্রচার করে আসছে বাম নেতৃত্ব। ভোটের মুখে একরাশ তৃণমূল নেতার বিজেপিতে যোগদান বামেদের সেই অভিযোগকেই আরো জোরদার করেছে। আজ রবিবাসরীয় ব্রিগেডের মঞ্চ থেকে ফের একবার এই দুই শিবিরকে তুলোধুনো করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
তৃণমূলের ঝান্ডাকে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের জুতো পালিশ করা হচ্ছে পশ্চিমবঙ্গে, এদিন এই ভাষাতেই ঘাসফুল আর গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, একসময় যাঁরা বলেছিল বাংলায় আর লাল কাপড়ের টুকরো দেখতে পাওয়া যাবে না, তারাই এখন তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে তোষামোদ করছে গেরুয়া দলকে। এই দুই শক্তির বিকল্প হিসেবে বাংলায় একান্ত ভাবেই প্রয়োজন জোট সরকারের, দাবি করেন তিনি।
এদিন ব্রিগেডের প্রায় শেষ বেলায় মঞ্চে ভাষণ রাখতে ওঠেন মহম্মদ সেলিম। আর মাইক হাতে নিয়ে শুরুতেই তাঁর কটাক্ষ, “কেউ কেউ বললেন খেলা হবে, আর মোদিজি পুরো স্টেডিয়ামটাও দখল করে নিলেন।” গুজরাটে মোতেরা স্টেডিয়ামের নামকরণ প্রসঙ্গে এই আক্রমণ করেন বাম নেতা। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, বামেদের জোটের হাত ধরেই আগামী দিনে বসন্ত আসতে চলেছে পশ্চিমবঙ্গে, সে বসন্তে ঘাস-পদ্ম নয় ফুটবে পলাশ , শিমুল অশোক কিংশুকের মতো লাল রঙা ফুল।
ভোট ঘোষণার পর বাম ব্রিগেডে একসঙ্গে কংগ্রেস এবং আইএসএফের উপস্থিতিতে কার্যত উচ্ছ্বসিত শোনায় সেলিমের গলা। ছড়ার সুরে তিনি বলেন, “অনেক ভূত পত্নী আছে, আমরা ভয় পাই না। সঙ্গে বিমান অধীর আব্বাস আছে, আমাদেরই হবে জয়।” উল্লেখ্য, এদিন ব্রিগেডে বক্তব্য রাখেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট নেতা আব্বাস সিদ্দিকী। বাম-কংগ্রেসের সঙ্গে তাঁদের জোট এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু ব্রিগেড মঞ্চে তিনি সুপারহিট।