নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামের ঘাসফুল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর পায়ে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসকদলের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই ধাক্কা মেরে তাঁকে আঘাত দেওয়া হয়েছে। দলনেত্রীর এই আঘাতে গর্জে উঠেছে বাংলার তৃণমূল কংগ্রেস। এদিন উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় বেনজির যজ্ঞ দেখল রাজ্য।

শিলিগুড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এদিন মহাযজ্ঞের আয়োজন করেhttps://www.facebook.com/101846431720346/posts/207444864493835/?app=fbl তৃণমূল কংগ্রেস। সমস্ত রীতি-নীতি, আচার-অনুষ্ঠান, নিয়ম-নিষ্ঠার মধ্যে দিয়ে একাধিক ব্রাহ্মণের উপস্থিতিতে চলে এই যজ্ঞ। যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব। প্রিয় নেত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ভোটের ময়দানে চেনা রূপে ফিরতে পারেন, সেই প্রার্থনাই করা হয় এদিনের যজ্ঞে। জানা গেছে, শিলিগুড়ির ৩৬ নং ওয়ার্ডে ওই মহাযজ্ঞ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর উপর হামলার তত্ত্ব খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তৃণমূল কংগ্রেস এই অভিযোগেই এখনও অনড়। এ প্রসঙ্গে বিরোধীদের দাবি ভোটের ময়দানে জনগণের সহানুভূতি আদায়ের জন্য এই নতুন পন্থা গ্রহণ করেছেন তৃণমূল সুপ্রিমো। দলনেত্রীর আঘাতে এদিন উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক শোরগোল বাঁধায় ঘাসফুল সমর্থকেরা। একাধিক জায়গায় চলে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি। কালো ব্যাজ পড়ে প্রতিবাদ মিছিলে পা মেলান ডাবগ্রাম-ফুলবাড়ি আসনের তৃণমূল প্রার্থী গৌতম দেব। মিছিল করেন জেলা যুব তৃণমূল সভাপতি কুন্তল রায়, রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী, শিলিগুড়ি আসনের তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র, মদন ভট্টাচার্য সহ অন্যান্যরা।

নন্দীগ্রাম থেকে আক্রান্ত হয়ে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকরা জানান, তাঁর বাঁ পায়ের চোট গুরুতর। পায়ে প্লাস্টারও করা হয় গতকালই। তবে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে হাসপাতাল সূত্রের খবরে।