এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীর নাম কলেজ সার্ভিস কমিশনের নিয়োগের ইন্টারভিউ তালিকায়। ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু নানা জল্পনা। এরই মধ্যে ইন্টারভিউয়ের সময় পিছিয়ে দেওয়ায় জল্পনা আরও তুঙ্গে উঠেছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, জুন মাসের পরিবর্তে জুলাই মাসে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে। যদিও এই বিজ্ঞপ্তির সঙ্গে অঙ্কিতার নাম তালিকায় থাকার সঙ্গে কোনও সম্পর্ক নেই বলেই দাবি কলেজ সার্ভিস কমিশনের।


উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম উঠে আসায় তাঁকে বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট এবং তাকে বেতন ফেরৎ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘটনায় তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল থেকে শিক্ষামহল সকলেই। স্কুল থেকে বরখাস্ত হওয়ার পরই কলেজ সার্ভিস কমিশনের প্রার্থী তালিকায় তার নাম থাকায় শুরু হয় নতুন জল্পনা। তবে তা শুধুই জল্পনা বলে কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর। তবে ইন্টারভিউয়ের সময় পিছিয়ে যাওয়ায় শিক্ষা মহলের প্রশ্ন বিতর্ক এড়াতেই কি ইন্টারভিউ পিছিয়ে দেওয়া হল!


শিক্ষা দফতরের আধিকারিকরা অবশ্য বলছেন, এটা রুটিং সিদ্ধান্ত। এর সঙ্গে বিতর্কিত মন্ত্রীকন্যার নামের কোনও যোগ নেই৷ তবে শিক্ষামহলের একাংশ বলছে, একমাসে বিতর্ক অনেকটাই থিতিয়ে যাবে৷ তাই ধীরে চলো নীতি নিয়েছে কমিশন।
তবে কাকতালীয় হোক বা পিঠ বাচাতে হোক বিষয়টি নিয়ে যে শিক্ষা দফতর সহ রাজ্য প্রশাসনের বেশ অস্বস্তি রয়েছে সে কথা বলাই যায়।