নিজস্ব সংবাদদাতা: গতকাল বিজেপির ব্রিগেডের জনসভায় উপস্থিত থেকে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার তার পাল্টা মাঠে নামলেন মদন মিত্র। ব্রিগেডে ‘মহাগুরু’-র বক্তব্যের জবাব দিলেন ফেসবুক লাইভে। অভিনেতার জনপ্রিয় স্লোগানকেই নিজের মতো করে বলেছেন মদন। জানিয়েছেন, “আমি মদন মিত্র, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি।”

উল্লেখ্য, রবিবার ব্রিগেড গ্রাউন্ডে সাদা পাঞ্জাবি, গলায় উত্তরীয়, মাথায় টুপি পরিহিত সুপারস্টার মিঠুন চক্রবর্তী মুহূর্তে হয়ে উঠেছিলেন ‘মিঠুনদা’। গতকাল মিঠুনের কণ্ঠে ছিল ‘ফাটাকেষ্ট’-র ঝাঁঝ। মঞ্চের সামনে লাখ লাখ জনতা। আর মিঠুনের মুখে সেই বিখ্যাত সংলাপ- “মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে”। মঞ্চের সামনে তখন হাততালির বন্যা। নিজের বক্তব্যের মধ্যে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দেন মহাতারকা। বলেন, “বাংলায় যাঁরা থাকেন, তাঁদের আমি বাঙালি মনে করি”। অর্থাৎ বিজেপির দিকে ধেয়ে আসা বহিরাগত আক্রমণের বড় ঢাল হতে চলেছেন মিঠুন চক্রবর্তী, নিজেই বুঝিয়ে দিয়েছেন তিনি। এর মাঝে আবার সেই মিঠুন চক্রবর্তীর সিগনেচার সংলাপ, “আমি জলঢোরাও নয়, বেলেবড়াও নয়, আমি জাত ঘোখরো। এক ছোবলেই ছবি”।

মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যেরই এবার পাল্টা সুর চড়িয়েছেন মদন মিত্র। ফেসবুক লাইভে এসে জনপ্রিয় এই তৃণমূল নেতা জানান, মিঠুন চক্রবর্তী আমার অত্যন্ত প্রিয় অভিনেতা। কিন্তু তিনি ব্রিগেডে বলছিলেন, “তিনি হেলেও নন, ঢোরাও নয়, জাত গোখরো। এক ছোবলেই ছবি। আমিও বলছি, আমার নাম মদন মিত্র। সারা বাংলার বিজেপি জেনে রাখুন, মারব এখানে, পড়বেন ঝাড়খন্ডে।” তবে এই একটি মাত্র সংলাপেই থেমে যাননি মদন মিত্র। একের পর এক চোখা চোখা সংলাপে বিদ্ধ করার চেষ্টা করেন মিঠুন চক্রবর্তীকে।

প্রসঙ্গত, গতকাল ব্রিগেডের ময়দান থেকেই মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, আগামী ১২ তারিখ থেকে বিজেপি-র হয়ে প্রচারে নামবেন তিনি। একেবারে ফাটাকেষ্ট স্টাইলে, ঝাঁঝালো ইমেজেই এই প্রচার চালাবেন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেতা। এদিকে এদিন বিজেপি-কে চ্যালেঞ্জ জানিয়ে মদন মিত্র দাবি করেন,উত্তরবঙ্গে এবার জয়ের রেকর্ড গড়বে তৃণমূল। এরপর রাজনৈতিকভাবেও সুপারস্টারকে তীব্র আক্রমণ করেন তিনি। ‘এমএলএ ফাটাকেস্ট’ ছবির বিখ্যাত সংলাপ শোনা যায় এই তৃণমূল নেতার গলায়। তিনি বলেন, “আমি মদন মিত্র, আমি খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি”।