বিক্ষিপ্ত হিংসার মধ্যে দিয়ে রাজ্যে শুরু হল বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোট শেষ। এখনও বাকি সাত দফা। ৫ জেলার ৩০টি আসনের ভোটের পর এবার দ্বিতীয় দফায় ভোট বৃহস্পতিবার, ১ এপ্রিল। এবার ভোট নন্দীগ্রামে। যেখানে প্রার্থী স্বয়ং মমতা বন্দ্য়োপাধ্যায়, আর বিরুদ্ধে বিজেপি-র হেভিওয়েট তথা দিদির একসময়ের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারী। প্রথম দফার ভোটের মধ্যেই বারবার খবরে উঠে এল নন্দীগ্রাম। নন্দীগ্রামে ৩০ মার্চ আসতে পারে অমিত শাহ। মমতাকে নন্দীগ্রামে ৫দিন থেকেই ভোট করিয়ে ফিরবেন।
এদিন, প্রথম দফার ভোটে বিজেপি নেতা প্রলয় পালের দাবিতে সরগরম থাকে সংবাদমাধ্যম। পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি-র সহ-সভাপতি প্রলয় পালের দাবি খোদ মমতা ব্যানার্জিকে তাঁকে ফোন করে তৃণমূলের হয়ে ভোটে কাজ করতে বলেছেন। বিজেপি-র পক্ষ থেকে মমতার করা প্রলয়কে কলের অডিও প্রকাশ করা হয়েছে। যদিও ওই কলের সত্যতা ‘বংলা খবর’ যাচাই করেনি।
আরও পড়ুন: প্রথম দফাতেই নারদ নারদ! গুচ্ছের অভিযোগ নিয়ে কমিশনে নালিশ তৃণমূল বিজেপির
আনন্দবাজারকে সাক্ষাৎকারে বলা প্রলয়ের দাবি, শনিবার সকাল ৯টা ২৭ মিনিট নাগাদ তাঁর মোবাইলে একটি ফোন আসে। অজানা নম্বর দেখে তিনি ফোন কলটা রেকর্ড করেন। এমনিতে কখনও কারও কল রেকর্ড করেন না। কিন্তু এটা করেছিলেন। তাঁকে ও পাশের মহিলাকণ্ঠ বলেন, “দিদি বলছি।” পাল্টা প্রলয় জানতে চান, কোন দিদি? জবাব আসে, “মমতাদিদি।”
প্রথম দফার ভোটে ভোটারদের ব্যাপক সাড়া মিলল। সকালে সুশান্ত ঘোষের ওপর হামলা, তারপর কাঁথির সাবাজপুরে বিজেপি-র হেভিওয়েট শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর গাড়িতে ওপর হামলার অভিযোগ ওঠে। তৃণমূল আবার কেন্দ্রীয় বাহিনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলে। ভোট চলাকালীনই দুপুরে প্রথম দফার ভোটপর্বের মাঝপথেই অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের জন্য ‘ধন্যবাদ জানাতে’নির্বাচন কমিশনের দফতরে যায় বিজেপি প্রতিনিধিদল। ভোটগ্রহণের আগের রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এগরার মতো বিধানসভা কেন্দ্র। আগামী নির্বাচনগুলিতেও যে অশান্তি পিছু ছাড়বে না তা বেশ টের পাওয়া যাচ্ছে।