কলকাতা, ২৬ মার্চ: জল্পনার অবসান। গত কয়েকটা মাস পশ্চিমবাঙলার রাজনীতি যে ঝড়, যে নাটক, যে বিবাদ দেখল সেটা যে কারণে সেটারই কাল শুরু। আগামিকাল, শনিবার থেকে রাজ্যে ৮ দফার ভোটের প্রথম দফার ভোটগ্রহণ। মোট ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। কাল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১-তে ভোটগ্রহণ হবে। বেশ কয়েকজন মন্ত্রী ও হেভিওয়েট নেতার ভাগ্যপরীক্ষা হতে চলেছে।
২০১৯ লোকসভায় এই কেন্দ্রগুলিতে বিজেপি দারুণ ফল করে। তার ওপর আবার শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতার দল বদলে এইসব আসনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। প্রথম দফার ভোটে বেশ কিছু আসনের দিকে আলাদ করে থাকবে। অধিকারী পরিবারের গড় কাঁথির দিকে তাকিয়ে সবাই। মেদিনীপুর আসনে তৃণমূল প্রার্থী জুন মালিয়া, এই আসনেও কাল শনিবার ভোট। জুনের কেন্দ্রে লোকসভায় লিড ছিল বিজেপির।
আরও পড়ুন: নন্দীগ্রাম থেকে সিঙ্গুর, রাজ্যের হাড্ডাহাড্ডি কেন্দ্রে কারা এগিয়ে
তৃণমূল শিবির আত্মবিশ্বাসী যে ৩০টি আসনে ভোট সেগুলির অধিকাংশতেই তারা জিতবে। বিজেপি আশাবাদী লোকসভার মতই এগিয়ে থাকা কেন্দ্রগুলিতে তো জয় আসবেই, পাশাপাশি শুভেন্দু ও অধিকারী পরিবার পাশে থাকায় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের নিশ্চিত বেশ কিছু আসনেও হাতে আসবে তাদের। সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোটও প্রথম দফায় কিছু আসনে জয়ের আশায় বুক বাঁধছে। কংগ্রেসের শক্তির জায়গা পুরুলিয়া। বামেরা আবার ঝাড়গ্রামে ভাল ফলের আশা করছে। লোকসভার হতাশা ঝেড়ে এবার বেশ তেড়েফুড়েই নেমেছে বাম ব্রিগেড।
করোনা মহামারীর কথা মাথায় রেখে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক সহ সব করোনা বিধিই মনে চলা হবে। ভোটের কারণে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটের অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনির রুট মার্চ শুরু হয়ে যায়।
কোন কোন আসনে ভোট প্রথম দফায় (২৭ মার্চ): পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর।