নিজস্ব সংবাদদাতা: আগামী বৃহস্পতিবার রাজ্যে অষ্টম দফার নির্বাচন। সেদিন ভোট রয়েছে বীরভূমেও। আর ঠিক তার আগে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ঊনিশের লোকসভা নির্বাচনের মতই এবারও নজরবন্দি করে রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে ভোটের পর দিন সকাল ৭টা পর্যন্ত অনুব্রতকে নজরবন্দি রাখা হবে বলে জানিয়েছে কমিশন। ঊনিশের লোকসভা ভোটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্টকে ঘেরাটোপে রাখতে একই পদক্ষেপ নিয়েছিল কমিশন। এবারেও সেই একই ধারা বজায় থাকল।
সূত্রের খবর, অনুব্রতর রেকর্ড খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গত সপ্তাহের শেষের দিকে বীরভূমে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতকে পাশে বসিয়ে দিদি বলেছিলেন, ওরা কেষ্টকে সহ্য করতে পারে না। তাই নজরবন্দি করে। নজরবন্দি করা বেআইনি। এবারও করলে আমি কেষ্টকে বলব আদালতে যেতে। এখন দেখার অনুব্রত কী করেন! বীরভূমের তৃণমূল জেলা সভাপতি এবার আদালতে যান কি না সেটাই দেখার।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডল ভোটের দিন বিশেষ কোথাও যান না। সাতসকালে মেয়ে সুকন্যাকে নিয়ে ভোট দিয়ে বোলপুর পার্টি অফিসে কন্ট্রোল রুম খুলে ফোনাফুনি করেন। আগের বার সেটাই আটকাতে চেয়েছিল কমিশন। ফলত অনুব্রতর তিনটি মোবাইল ফোন সিজ করে নেওয়া হয়েছিল ভোটের আগের রাতে। আর ভোট মেটার পর তা ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তো কেষ্ট মণ্ডল! যেই শুনেছিলেন কমিশন ফোন নিয়ে নেবে ওমনি সংবাদমাধ্যমকে হাসতে হাসতে বলেছিলেন, “ওরা তো মোবাইল ফোন নেবে। ল্যান্ড ফোনের তার তো আর কাটতে পারবে না! বীরভূমে দারুণ ভোট হবে। চড়াম-চড়াম, দরাম-দরাম!”