প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে নতুন ভাবে সেজে উঠছে ভারতীয় পার্লামেন্ট। সংসদ ভবনের চেহারা থেকে শুরু করে যাবতীয় বিষয়কেই নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা ঘোষণা করেছিল মোদী সরকার। সেই ঘোষণা এবার বাস্তবায়িত হতে চলেছে। ১০ ডিসেম্বর নতুন পার্লামেন্ট ভবনের ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মধ্যে এই ভবন নির্মাণের কাজ সম্পূর্ণ হবে বলে আশাবাদী কেন্দ্র। আসুন জেনে নেওয়া যাক নবনির্মিত ভারতীয় পার্লামেন্ট সম্পর্কে কিছু তথ্য।
নতুন পার্লামেন্ট ভবন কোথায়?
নিউ দিল্লির জনপথের সংসদ মার্গে অবস্থিত বর্তমানের পার্লামেন্ট ভবন। জানা গেছে, দিল্লিতে ব্রিটিশ আমলে তৈরি এই পুরোনো ভবনের পাশেই নতুন পার্লামেন্ট ভবন তৈরি করা হবে।
নতুন পার্লামেন্ট ভবন কেন তৈরি হচ্ছে?
করোনা ভাইরাসের লকডাউন কালে প্রধানমন্ত্রী একটি বক্তৃতায় দেশের মানুষের উদ্দেশ্যে আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দিয়েছিলেন। নতুন পার্লামেন্ট ভবন প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনারই বাস্তবায়ন বলা যায়। সম্পূর্ণ দেশীয় উদ্যোগে তৈরি করা হচ্ছে এই পার্লামেন্ট ভবন। ২০২২ সালে ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে নতুন পার্লামেন্ট ভবনের শুভ সূচনা করতে চান প্রধানমন্ত্রী।ব্রিটিশ আমলে তৈরি বর্তমানে সংসদ ভবনের বয়স ৯৩ বছর পেরিয়েছে। তাই নতুন করে তৈরি করা হচ্ছে এই সংসদ ভবন।
কারা তৈরি করছে নতুন পার্লামেন্ট ভবন?
নতুন পার্লামেন্ট ভবন নির্মাণের বরাত পেয়েছে টাটা গোষ্ঠী (TATA projects Ltd)। ভবনের ডিজাইন প্রস্তুত করেছে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট (HCP Design, plannig and management pvt Ltd)। জানা গেছে, টাটা গোষ্ঠী ছাড়াও কেন্দ্র সরকারের এই প্রকল্পের জন্য দরপত্র জমা দিয়েছিল লারসেন অ্যান্ড টুবরো, সাপুরজি-সহ মোট সাতটি সংস্থা। কিন্তু শেষ পর্যন্ত টাটা গোষ্ঠী প্রকল্পের জন্য চূড়ান্ত ছাড়পত্র পেয়েছে। তবে, সেই সঙ্গে টাটা গোষ্ঠীকে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়ার্ক অর্ডার পাওয়ার ২০-২১ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে হবে।
নতুন পার্লামেন্ট ভবনের খরচ কত?
জানা গেছে সরকারের তরফে নতুন পার্লামেন্ট ভবন নির্মাণের জন্য খরচ ধরা হয়েছিল সর্বাধিক ৯৪০ কোটি টাকা। শেষ পর্যন্ত ৮৬১.৯০ কোটি টাকার সর্বনিম্ন দরপত্র দিয়ে টাটা গোষ্ঠী প্রকল্পের বরাত পেয়েছে। অর্থাৎ নতুন পার্লামেন্ট ভবনের খরচ প্রায় ৮৬২ কোটি টাকা।
নতুন পার্লামেন্ট ভবনের রূপ:
মোট ৬৪৫০০ বর্গমিটার জায়গা জুড়ে নতুন পার্লামেন্ট ভবন তৈরি করা হবে। এই ভবনের মোট ৬টি প্রবেশদ্বার থাকবে। চারতলা বিশিষ্ট এই ভবনে থাকবে মোট ১২৫টি অফিস। বর্তমান গোলাকার পার্লামেন্ট ভবনের পরিবর্তে নতুন পার্লামেন্ট ভবনটি হবে ত্রিকোণাকার।
নতুন পার্লামেন্ট ভবনের আসন সংখ্যা:
নতুন পার্লামেন্ট ভবনে লোকসভার আসনের সংখ্যা হবে ৮৮০। বর্তমানে লোকসভায় ৫৪৩টি আসন রয়েছে। রাজ্যসভায় থাকবে মোট ৩৮৪টি আসন, বর্তমানে যেখানে আছে মাত্র ২৪৫টি আসন। এছাড়াও, লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে নতুন পার্লামেন্ট ভবনে থাকবে প্রায় ১২২৪ জন সদস্যের আসন।
অন্যান্য আকর্ষণ:
জানা গেছে, নতুন পার্লামেন্ট ভবনে থাকবে ভূমিকম্প প্রতিরোধকারী ক্ষমতা। অর্থাৎ ভূমিকম্পে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে ওঠা এই ভবনের কোনো ক্ষতি হবে না।