ব্ল্যাক ফ্রাইডে সেল
ব্ল্যাক ফ্রাইডে সেল

যে কেউ বলেছিল যে টাকা সুখ কিনতে পারে না তারা কেবল কোথায় কেনাকাটা করতে হবে তা জানত না।

super rich in Dubai
সৌজন্যে : www.indiboy.com

– উক্তিটি যথার্থ প্রযোজ্য যদি কিনা আপনি এই শব্দ ‘ব্ল্যাক ফ্রাইডে  সেল”  এর সাথে  ওয়াকিবহাল হয়ে থাকেন পূর্ববর্তী সময়ে! এত বড় বচন দেওয়ার মুখ্য যে কারণ তা  আপনাদেরকে নিম্নলিখিত সাতটি প্রশ্নের মাধ্যমে বিস্তারিতভাবে জানাবো।

ব্ল্যাক ফ্রাইডে সেল :

 বিষয়টি সম্পর্কে আলোচনা করার আগে যে প্রশ্নগুলি করা অবশ্যক তা হল:-

ব্ল্যাক ফ্রাইডে সেল বলতে কী বোঝায়?

ব্ল্যাক ফ্রাইডে মার্কিন যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং দিবসের শুক্রবারের একটি অনানুষ্ঠানিক নাম, যা নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার পালিত হয়। থ্যাঙ্কসগিভিংয়ের পরের দিনটি ১৯৫২ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিসমাস শপিংয়ের মরসুমের শুরু হিসাবে বিবেচিত হয়। সাম্প্রতিক দশকগুলি পর্যন্ত “ব্ল্যাক ফ্রাইডে” শব্দটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি।

ভারতীয়দের ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডে  সেলের প্রাধান্য কতটা?

প্রশ্নটা যদি সোজাভাবে বলি তো আক্ষরিক অর্থে এবং ঐতিহ্যগত দিক থেকে খুবই নগণ্য কিম্বা কোন প্রাধান্যই নেই। কিন্তু যদি ব্যাবসায়িক দিক থেকে বলি সে ক্ষেত্রে এই সুযোগের সদ্ব্যবহার না করতে পারার তার অর্থ হচ্ছে হয়তোবা আপনি অজ্ঞ বিষয়টি থেকে  নচেৎ বিষয়টি জানার পরে আপনি মূর্খ যে কেন আপনি এর ব্যবহার প্রয়োজন থাকতেও করলেন না

আদৌ কি আমাদের( ভারতীয়)  এই ব্ল্যাক ফ্রাইডে সেল থেকে কোন সুবিধা পাওয়া সম্ভব?

 আলবাত পাওয়া যাবে, এই  সেলটি মুখ্যত মার্কিন যুক্তরাষ্ট্রের  ব্যবসায়ীদের তরফ থেকে দেওয়া হয়। সেই অর্থে দেখলে আমরা যতগুলি সামগ্রী ব্যবহার করি দৈনন্দিন জীবনে তার বহু অংশই হয়তোবা কোন মার্কিনী ব্যবসার উৎপাদিত অথবা প্রভাবিত সামগ্রী।সে ক্ষেত্রে দেখতে গেলে একটু চোখ কান খোলা রেখে মার্কেট  রিসার্চ করলেই আপনি লম্বা একটি লিস্ট পেয়ে যাবেন যে কি কিভাবে এই  সেলের সুবিধা উপভোগ করা যায়।

কি কি বস্তু  সামগ্রী আমরা  ব্ল্যাক ফ্রাইডে সেলের মাধ্যমে কিনতে পারব?

এই তালিকাটি একটু লম্বা হবে যার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা প্রশ্নোত্তর পর্বের নিচে আপনি পাবেন এখনি পড়তে প্রশ্ন-উত্তরের নিচের অংশটি পড়ুন

ব্ল্যাক ফ্রাইডে ছেলের সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত?

মনে রাখতে হবে যেহেতু এই সমগ্র কেনাবেচার জিনিসটাও মুখ্যত অনলাইন ভিত্তিক হয়ে থাকবে কারণ বিক্রেতারা মার্কিন মুলুকের তো যে কোন কিছু কেনার আগে বিক্রেতার সম্পর্কে সম্পূর্ণ খুঁটিনাটি জেনে নিন অথবা তাদের অনলাইন রিভিউ বা রেফারেন্স টা ভালোভাবে পড়ে নিয়ে তবেই নিজের গাঁটের টাকা খরচা করুন।আর যেহেতু আপনি অনলাইন মার্কেট পেমেন্ট করবেন তো ভেরিফাইড বিক্রেতা হওয়া সত্বেও পেমেন্ট প্রণালী সম্পর্কে সম্যক ধারণা নিয়ে সাবধানতা অবলম্বন করতে ভুলবেন না। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন সমস্ত ভেরিফাইড বিক্রেতারা  সার্ভিস বা প্রোডাক্ট পছন্দ না হওয়াতে সমস্ত টাকাটাই রিটার্ন দেওয়ার অঙ্গীকারবদ্ধ থাকেন।

যদি আমি এই ব্ল্যাক ফ্রাইডে সেল মিস করি তাহলে কি এই সুবিধাগুলি উপলব্ধ করতে পারব?

মুখ্যত আমার বিগত পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি বছরের এই সময়টিতে যে স্যারের সুযোগ-সুবিধা আপনি পাবেন সারা বছরে আপনি পাবেন না।

আবার ব্ল্যাক ফ্রাইডে সেল কবে হবে?

না দুশ্চিন্তার কোনো কারণ নেই,  কারণে বছর আপনি যদি মিস করেন আপনি আবার সুযোগ পাবেন এবং সেটি পরের বছর।

এবার আসি চতুর্থ প্রশ্ন কি কি বস্তু সামগ্রী আমরা  কিনতে পারবো অথবা কিনে নেওয়া আবশ্যক ঃ

প্রথমেই এক্ষেত্রে বলি সর্বপ্রথম আমাদের যে যে বিষয়গুলি নজরে রাখা উচিত তা হল ভার্চুয়াল প্রডাক্ট এবং যারা ব্যবসার সাথে জড়িত তাদেরকে তো অবশ্যই, এই সময়ে তাদের সমস্ত রকম আইটি রিলেটেড  সার্ভিসগুলি রিনিউ করে নেওয়া উচিত.  এছাড়া ডিজিটাল পণ্যগুলি যেগুলি মুখ্যত আমেরিকা, কানাডা, ব্রিটেন এবং অন্যান্য খ্রিস্ট ধর্মাবলম্বীদের থেকে আমদানি করতে হয় সেগুলি তো নজর দিলে বেশ হয়।

হোস্টিং ডোমেইন সার্ভিস :

এই সময় সবচাইতে মুখ্যত যারা অনলাইন ব্যবসার সাথে জড়িত তাদেরকে মাথায় রাখতেই হবে বাৎসরিক অথবা মাসিক যে হারে তারা তাদের ব্যবসার জন্য ডোমেইন এবং হোস্টিং এর খরচা করেন এই সময় কেনাকাটা করলে তার মিনিমাম 60% থেকে 80 শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্যারান্টি।এমনকি আপনি যদি নতুন কোনো ব্যবসা করবেন বলেও ঠিক করেছেন যার জন্য আপনার .com/.in /.co.in ইত্যাদি জাতীয় ইউ আর এল  কিংবা ডোমেইন নেম দরকার সে ক্ষেত্রে এটি সঠিক সময় ইনভেস্ট করার।

ছবি টি তে ক্লিক করুন আরো জানতে

affiliates 1600x1050 1
click on the picture.

V.P.N / ভিপিএন সার্ভিস :

আজকের দিনে সকলেই কমবেশি ভিপিএন ইউজ করেন,  যারা ভিপিএন কি জানেন না একটু গুগল সার্চ করে নিন। আশা করছি বিষয়টি জানার পরে আপনারা ইচ্ছা হবে এটি কিনতে। এই সময়ে আপনি যদি যে কোনো ধরনের ভিপিএন এর কমপক্ষে দুই বা তিন বছরের সাবস্ক্রিপশন প্লান চালু করেন সে ক্ষেত্রে আপনার মোটের উপরে কমপক্ষে 50% মুনাফা হবে।

ড্রোন ক্যামেরা :

আপনি যদি পাশ্চাত্যের যেকোন দেশ থেকে ড্রোন ক্যামেরা অথবা একশন ক্যামেরা যেমন ধরুন gopro  অথবা বিশেষ করে ইলেকট্রনিক্সের যেকোনো সামগ্রী কিনতে চাইছেন যা কিনা খুবই দামী যেমন ধরুন ম্যাকবুক প্রো,  অথবা এক্সবক্স ওয়ান কিংবা ধরুন oculus vr সে ক্ষেত্রে বলবো এটাই শ্রেষ্ঠ সময় যেখানে চারিদিকে বৈদ্যুতিন যন্ত্রের যথেষ্ট পরিমাণে দাম বেড়ে গেছে সে ক্ষেত্রে এই উপায়টি অবলম্বন করা শ্রেয়। এক্ষেত্রে অবশ্যই বলবো কিছু কিছু সামগ্রী হয়তো আপনি ডাইরেক ডেলিভারি পাবেন না কিন্তু যদি আপনার কোন আত্মীয় পরিজন থেকে থাকে অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করুন তারাও আপনার পক্ষ থেকে  সামগ্রী গুলি কিনে আপনাকে ডেলিভারি করলে ভারতীয় মুদ্রার হিসাবে আপনি কমপক্ষে 50 শতাংশ মুনাফা অর্জন করবেন।

যেকোনো ধরনের  B2B অনলাইন সার্ভিস:

আপনি যে কোন ধরনের অনলাইন সার্ভিসের জন্য এই সময়টি  চয়ন করতে পারেন সঠিক হিসাবে। মুখ্যত যদি আপনি B2B  ডিল করতে থাকেন এবং সেটি কোন  সুমর্যাদা প্রাপ্ত কোম্পানির সাথে হয়  আপনি নির্দ্বিধায় খুবই ভাল অঙ্কের মুনাফা করতে পারেন। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় :  অ্যাপ্লিকেশন  সাবস্ক্রিপশন,  যেমন নেটফ্লিক্স  কিংবা HOLO  অথবা যেকোনো ধরনের অনলাইন থিম অ্যাপ অথবা প্লাগইন ইত্যাদি।

তথ্যগুলো ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন কোন দ্বিমত থাকলে দয়া করে নিচে কমেন্ট সেকশনে লিখুন।