নিজস্ব সংবাদদাতা: গত ১ মে থেকেই ভারতে শুরু হয়েছে ১৮-৪৫ বয়সী সকলের কোভিডের টিকাকরণ। এরমধ্যেই ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়ে গবেষণায় উঠে এলো নতুন তথ্য। সেই গবেষণায় দাবি করা হয়েছে যে, এই কোভ্যাক্সিন ব্রাজিলের করোনা ভাইরাসের প্রজাতির বিরুদ্ধে কার্যকরী। শুধু ব্রাজিল নয়, ভারত ও ব্রিটেনের প্রজাতির বিরুদ্ধেও নাকি সমান কার্যকরী করোনার এই টিকা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ গবেষণায় এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে।
গবেষণার সেই সংক্রান্ত রিপোর্টও সম্প্রতি প্রকাশ করেছে তারা। দেখা গিয়েছে, সার্স-কভ-২-এর ব্রাজিলের প্রজাতি বি.১.১২৮.২, ব্রিটেনের প্রজাতি বি.১.১.৭ ও ভারতের প্রজাতি বি.১.৬১৭-এর বিরুদ্ধে সমান কার্যকরী কোভ্যাক্সিন। উল্লেখ্য, আমেরিকার জন্য কোভ্যাক্সিন উৎপাদন করছে ‘অকুজেন’ নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা। সেই সংস্থার উপদেষ্টা পর্ষদের প্রধান সতীশ চন্দ্রণ। তিনি বলেছেন, ‘‘আমরা এই গবেষণার ফল দেখে খুবই সন্তুষ্ট। কারণ এই গবেষণায় দেখা গিয়েছে করোনার একাধিক প্রজাতির বিরুদ্ধে কোভ্যাক্সিন ভীষণই কার্যকরী। এই গবেষণা থেকে আমরা বিশ্বাস করতে পারি ভাইরাসের চরিত্র বদলের সম্ভাবনা বন্ধ করে দিতে পারে এই টিকা।’’
সম্প্রতি কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের যে ফল জন সমক্ষে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সার্বিক ভাবে এই টিকার কার্যকারিতা ৭৮ শতাংশ। কিন্তু আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা একেবারে ১০০ শতাংশ। গবেষণার ফল আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছে ‘অকুজেন’। তারা গবেষণার ফল খতিয়ে দেখছে। তার পরেই এই টিকার ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেবে তারা। এই টিকা ভারতে কবে আসবে, তারও অপেক্ষা করছে দেশবাসী।