ভারত: ৩৩৬/৬
ইংল্যান্ড: ৩৩৭/৪
ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী ৩৯ বল বাকি থাকতে
পুণেতে ঝড় ব্রিটিশ ব্যাটসম্যানদের। শুক্রবার ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৩৬ রান তাড়া করতে নেমে, মাত্র ৪৩.৩ ওভারেই অনায়াসে ম্যাচ জিতে নিল ইয়ন মর্গ্যানহীন ইংল্যান্ড। চলতি ভারত সফরে সবচেয়ে ভাল পারফরম্য়ান্স করে জোস বাটলাররা ওয়ানডে সিরিজে সমতায় ফিরে সিরিজকে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত টেনে নিয়ে গেলেন। জোস বাটলার (১১২ বলে ১২৪), আর বেন স্টোকস (৫২ বলে ৯৯)-এর বিধ্বংসী ব্যাটিং-পার্টনারশিপে ভারতকে পর্যদুস্ত করল বিশ্বচ্যাম্পিয়নরা। ট্র্যাজিক হিরো হয়ে থেকে যেতে হল লোকেশ রাহুল, ঋষভ পন্থকে। রাহুলের দুরন্ত সেঞ্চুরি, ঋষভ পন্থের অনবদ্য ৭৭ রানের ইনিংস কাজে এল না বেয়ারস্টো-স্টোকস-জেসন রয়ের ত্রয়ী ব্যাটিং ভারতকে ডুবিয়ে দিল।
আরও পড়ুন: “বারমুডা” থেকে “হোদল কুৎকুৎ”, প্রচারে কদর্য ভাষা প্রভাব ফেলবে ভোট বাক্সে?
সিরিজের প্রথম ম্যাচে ৩১৬ রান তাড়া করতে ব্যর্থ হয়েছিলেন বাটলাররা, সেদিন অবশ্য শুরুটা অনবদ্য করেছিলেন দুই ব্রিটিশ ওপেনাররা। তবে ১৩৫ রানের ওপেনিং পার্টনারশিপের পর নাটকীয়ভাবে সেই ম্যাচে বাটলাররা পরের ৬টা উইকেট মাত্র ৩৫ রানে হারিয়ে ম্যাচ হেরে বসেছিলেন। আজ রয়-বাটলার ওপেনিং পার্টনারশিপে যোগ করলেন ১১০ রান। পরপর দুটো ম্য়াচে সেঞ্চুরি রানের ওপেনিং পার্টনারশিপ। তবে এরপর তিন নম্বরে নেমে খেলা পুরো ঘুরিয়ে দিলেন স্টোকস।
দ্বিতীয় উইকেটে রয়-স্টোকসের ১৭৫ রানের পার্টনারশিপটাই সিরিজে ইংল্যান্ডকে সমতায় ফেরাল। ভারতের দুই স্পিনার এদিন চূড়ান্ত ব্যর্থ হন। কুলদীপ ১০ ওভারে দেন ৮৪ রান, আর ক্রুনাল দেন ৮ ওভারে ৭২। দুটি উইকেট পান প্রসিধ কৃষ্ণা। ভারতীয় বোলিং চূড়ান্ত ব্যর্থ হয়। রবিবার শেষ ওয়ানডে-তেই সিরিজের ফয়সালা হবে। হোলির দিনেই ভারতের ক্রিকেট সিরিজ জয়ের রঙ লাগাতে হলে বোলারদের অতিরিক্ত নিতেই হবে।