সিম্পাঞ্জির সঙ্গে মানুষের বন্ধুদের বহু নজির রয়েছে। ওরা মানুষের ইমোশন যেমন বোঝে তেমনই মানুষের মতো নানা এক্সপ্রেশনও দিতে পারে। এনিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও পাওয়া যাবে। তবে হঠাৎ যদি সিম্পাঞ্জি খাঁচা থেকে বেড়িয়ে আপনার সামনে চলে এসে বন্ধুত্বের হাত বাড়ায়! এবার থেকে আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার আগে ভেবে নিন এমন পরিস্থিতিকে পড়লে কী করবেন? ভাবছেন তো হঠাৎ কেন এমন বলছি। তাহলে জেনে নিন, গত দুসপ্তাহের মধ্যে আলিপুর চিড়িয়াখানায় দু’বার এই ঘটনা ঘটে গেল।
খাবার দিতে যাওয়ার সময় খাঁচা খুলতেই প্রকাশ্য রাস্তায় বেরিয়ে এলো সিম্পাঞ্জি। সোমবার এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আলিপুর চিড়িয়াখানায়। সিম্পাঞ্জি যাতে চিড়িয়াখানা থেকে মূল রাস্তায় বেড়িয়ে যেতে না পারে তার জন্য মূল গেট বন্ধ করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ফের তাকে বাগে এনে খাঁচায় ঢোকানো সম্ভব হয়। এবিষয়ে মুখে কুলুপ এটেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগেও একবার খাচা খেতে সিম্পাঞ্জি বেরিয়ে এসেছিল। বারবার এধরনের ঘটনায় স্বভাবতই চি়ড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।। চিড়িয়াখানা সূত্রে খবর, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ খাবার দেওয়ার জন্য খাচা খুলতেই বুড়ি নামের এই মহিলা সিম্পাঞ্জি খাচার বাইরে বেড়িয়ে যায়। সঙ্গে সঙ্গেই চিড়িয়াখানা জুড়ে শোড়গোল পড়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে তাকে ফের খাচায় ঢোকাতে পারায় বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।