প্রতিটি বাড়ির ডেসিনটেবিলে উঁকি মারলে কয়েকটি জিনিষ কম্পালসারি থাকবেই থাকবে, প্রাইমার, বি বি ক্রিম, লিপস্টিক, আইলাইনার,ফাউন্ডেশন। কারণ প্রতি বাড়িতে মহিলার উপস্থিতি আবশ্যিক। আর মহিলা মানেই সাজগোজ। তো আজ সেই সকল মহলাদের জন্য একটি খুশীর বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আর বিষয়টি যদি বি বি ক্রিম সম্পর্কিত হয় তাহলে তো কৌতুহলের সীমা থাকবে না। মহিলাদের সাজঘরে যে সকল পন্য জায়গা পায় তদের মধ্যে বেশীর ভাগ পণ্যে মিশে থাকে অর্ধেকের বেশী পরিমান ক্যমিকেল, আর যেগুলি ক্যমিকেল বিহিন হয় বা নাম মাত্র থাকে তাঁদের দাম আকাশ ছোঁয়া, তাই সকলের ক্ষেত্রে সেটি পকেট ফ্রেন্ডলি হয় না উলটে পকেটে টান পড়ে।
তাই বলে কি মেয়েরা সাজগোজ থেকে বিরত থাকবে ? না কখনই না। এখন বাড়ির বাইরে কোথাও বেড়োলেই ২ টো জিনিষ মেন্ডটারি বি বি ক্রিম আর লিপস্টিক। টিভি খুললেই বি বি ক্রিমের বিজ্ঞাপনে চোখ ধাঁদিয়ে যায়, অল্প একটু ক্রিমের ছোঁয়াতেই সমস্ত দাগছোপ উধাও হয়ে মোমের মতো মসৃণ ত্বক আপনার হাতের মুঠোয়! আর আই বি বি ক্রিম যদি বাড়িতেই তরি করা যায় অর্থাৎ হোমমেড হয় হলে কেমন হয় ? আর টাকা দিয়ে কেনার প্রশ্নই উঠবে না। দোকান থেকে না কিনেই আপনার সাজঘড়ে জায়গা পাবে বি বি ক্রিম জানি অনেকেই বিস্ময়চোখে প্রতিবেদনটি পড়ছেন আর মনে প্রশ্ন করছেন এও কি করে সম্ভব। কিন্তু হ্যাঁ এও সম্ভব। প্রতিবেদনটি পুরটা পরলেই সকল বিস্ময় দূর হয়ে অষ্টধারের উভয় প্রান্ত প্রসারিত হয়ে হাসির রেখা ফুটে উঠবে।
বি বি ক্রিম কি ?
‘বি বি’ কথাটির অর্থ বিউটি বাম। এই ক্রিম আমাদের ত্বককে মসৃণ, উজ্জ্বল আর তরতাজা ও সতেজ করে। সূর্যের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে বি বি ক্রিম। টিন্টেড ময়শ্চারাইজ়ারের থেকে ভালো কভারেজ পেতে চাইলে অথচ ফাউন্ডেশন ব্যবহার করতে ইচ্ছে না হলে অনেকেই বেছে নিন বিবি ক্রিমকে।
বাড়িতে বিবি ক্রিম তৈরির উপায় জানেন কি?
এই ক্রিম তৈরিতে বিষেশ কোন তামঝাম নেই বাড়িতে উপস্থিত কয়েকটি জিনিষ দ্বারা সহজেই তৈরি হয়ে যাবে আপনার স্কিন টোনের সাথে সামঞ্জ্যস্য রেখে আপনার নিজস্ব বি বি ক্রিম।
চলুন তালে বি বি তৈরির প্রক্রিয়া এক নজরে দেখে নিন।
বি বি ক্রিম তৈরির উপকরনঃ
ময়শ্চারাইজার
সান্স ক্রিম
ফাউন্ডেশন
এসেন্সিয়াল ওয়েল
কমপেক্ট
বিবি ক্রিম তৈরির প্রক্রিয়াঃ
১) একটা ছোট পাত্র নিন, সেটি যেন সম্পূর্ন পরিষ্কার থাকে। মাথায় রাখবেন ক্রিমটি আপনি আপনার ত্বকে লাগাবেন, তাই অপরিষ্কারের সাথে কোন আপোষ নয়।
২) পাত্রে প্রথমে ময়শ্চারাইজার নিন ( আপনি যেই ধরনের ময়শ্চারাইজার রোজ ব্যবহার করেন)
৩) এরপর একে একে সান্সক্রিম, ফাউন্ডেশন মেশান( আপনার রোজকার ব্যবহৃত ফাউন্ডেশন)
৪) মিশ্রণটি ভালো করে মিশিয়ে তার মধ্যে কমপেক্ট ও আপনার পছন্দের এসেনশিয়াল ওয়েল দিয়ে ভালো করে মেশান যাতে মসৃণ দেখতে লাগে।
৫) আর আপনি যদি একটু গ্লোসি চান তাহলে সামান্য হাইলাটার ব্যবহার করতে পারেন কিন্তু সেটি সম্পুর্ণ অপশনাল।
৬) সব কিছু মিশিয়ে একটি পরিষ্কার কন্টেনারে ভরে রেখে দিন। ব্যাস তৈরি আপনার হোমমেড বি বি ক্রিম।
*** যদি মিশ্রণটি আপনার স্কিন টোন থেকে বেশী গাড়ো হয় তাহলে আরও ময়শ্চারাইজার যোগ করুন, আর যদি বেশী হালকা হয় তাহলে আরও ফাউন্ডেশন যোগ করুন।***
তাহলে আর চিন্তা রইল না। পকেট ফ্রেন্ডলি হোক কিংবা পকেট আনফ্রেন্ডলি কোনতেই কোন অসুবিধা নেই, কারণ আপনার বি বি ক্রিমের সৃষ্টিকর্তা আপনি স্বয়ং। তাই দাম দিয়ে আপনার আর কোন কাম নেই। আর শুধু নিজে তৈই করলেই হবে না। অন্যদের সাথে ভাগ করে নিন এই প্রতিবেদনটি শেয়ার অপশনের মাধ্যমে। আর এই ঘরোয়া ক্রিম বানানোর পদ্ধতি অবশ্যই আপনার উপকারে আসবে আশা করি। আর কেমন লাগল আই প্রতিবেদনটি জানাতে কিন্তু ভুলবেন না।
[…] জন্য। তাহলে ভাবুন রোজ যদি আপনি আপনার ত্বকে ক্রিম, লোশন লাগান, ঠোঁটে লিপবাম, […]