বিয়ে একটা সামাজিক উৎসব। এটা শুধুমাত্র নব দম্পতির নতুন জীবন শুরুর অঙ্গিকার নয়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটাকে স্মরণীয় করে রাখার একটা প্রয়াসও বটে। আর তাই এই একটা মাত্র ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য, মনে স্থায়ীভাবে গেঁথে রাখার জন্য খরচটাও হয়ে যায় বেজায়।ধনী হোক বা দরিদ্র, সমাজের যে শ্রেনীতেই আপনি বাস করুন না কেন বিয়ের উৎসবে সাধ্যমতো খরচ করতে পিছিয়ে যান না কেউই।

বিয়ে
ED times

শীত পড়তেই দেশ জুড়ে শুরু হয়ে গেছে বিয়ের মরশুম। বিশ্ব জোড়া করোনা মহামারী মানুষের স্বাভাবিক জীবন যাপনকে যেভাবে ব্যাহত করেছে, যেভাবে এলোমেলো করে দিয়েছে জীবনের চেনা ছন্দ, তার প্রভাব অনিবার্য ভাবেই পড়েছে বিয়ের উৎসবেও। কিন্তু করোনা কালের সমস্ত বাস্তবতাকে মেনে নিয়েই মানুষ আবার ছন্দে ফেরার চেষ্টা চালিয়েছে। দূরত্ব ও অন্যান্য নিয়ম বিধি মেনে নিয়েই চারিদিকে বেজে উঠেছে বিয়ের সানাই।

বিয়ের জৌলুসে বলিউড থেকে শুরু করে টলিউড, পিছিয়ে নেই কেউই। কোন বিয়ের অনুষ্ঠানে কে সবচেয়ে বেশি চাকচিক্যময় জৌলুসে তাক লাগিয়ে দিতে পারে দর্শকদের, শীতের মরশুম শুরু হতেই যেন শুরু হয়ে যায় তার অঘোষিত প্রতিযোগিতা। সম্প্রতি বিয়ের পিড়িতে বসেছেন বলিউডের নেহা কক্কর, কাজল আগরওয়ালের মতো তারকারা। একই ভাবে বিয়ে সেরে ফেলেছেন টলিউড তারকা অনির্বাণ ভট্টাচার্য এবং কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের পৌত্র গৌরব চ্যাটার্জী। কিন্তু ভারতীয় বিয়ের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি খরচ করেছেন কারা? আসুন একবার চোখ রাখা যাক সেই তালিকায়।

১) ইশা আম্বানি-আনন্দ পরিমলের বিয়ে:

SAVE 20201215 225220
nikkei asia

ভারতীয় বিয়ের উৎসবে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি খরচ করা হয়েছে যে বিয়েতে তা হল ইশা আম্বানি এবং আনন্দ পরিমলের বিয়ে। অবশ্য তালিকার শীর্ষে এই বিবাহ অনুষ্ঠানের নামটা একেবারেই অপ্রত্যাশিত নয়। এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি (বিশ্ব তালিকায় ৭ নম্বরে আছেন তিনি) মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি। তাঁর বিয়ে যে ভারতের সবচেয়ে দামী বিয়ে হবে, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। ২০১৮ সালে ৭২৪ কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়ে ইতিহাস গড়েন মুকেশ আম্বানি। শোনা যায়, উদয়পুরের এই বিয়েতে শুধুমাত্র বিয়ের কার্ডের পিছনেই নাকি খরচ করা হয়েছিল ৩ লক্ষ টাকা।

২) সুশান্ত রায় এবং সীমান্ত রায়ের বিয়ে:

SAVE 20201215 225405
hot photos

ভারতীয় বিয়ের ইতিহাসে এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে সুশান্ত রায় এবং সীমান্ত রায়ের বিয়ে। সাহারা ইন্ডিয়া পরিবারের চেয়ারম্যান সুব্রত রায়ের দুই ছেলে সুশান্ত রায় এবং সীমান্ত রায়। দুই ছেলের একসাথে বিয়ে দেন সুব্রত রায়। তাঁর পুত্রবধূদের নাম রিচা এবং চন্দিনি। ২০০৪ সালের এই যুগ্ম বিয়েতে খরচ করা হয়েছিল প্রায় ৫৫২ কোটি টাকা। লক্ষ্ণৌয়ের সাহার অডিটোরিয়ামে এই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। বলিউড তারকাদের সঙ্গে প্রায় ১১ হাজারের উপর মানুষ এই বিয়েতে আমন্ত্রিত ছিলেন। এই বিয়ের একটি উল্লেখযোগ্য দিক হল, ছেলেদের বিয়ে উপলক্ষ্যে ১০১টি গরিব ছেলে মেয়ের বিয়েও দেন তিনি। দেড় লাখের উপর ভিখারি এই বিয়ে উপলক্ষ্যে পেট ভরে খেতে পেয়েছিলেন এই বিয়েতে।

৩) ব্রামানি এবং বিক্রম রেড্ডির বিয়ে:

22 56 42 images
the indian express

২০১৬ সালের নোটবন্দীর কথা মনে পড়ে? যে অর্থনৈতিক বিপর্যয় আর হয়রানির মধ্যে সেসময় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে, শিল্পপতি জনার্দন রেড্ডিকে অবশ্য তা কিছুমাত্র বিচলিত করে নি। তিনি সে বছর তাঁর মেয়ের বিয়ে দিয়েছিলেন হায়দ্রাবাদের ব্যবসায়ী বিক্রম দেবা রেড্ডির সঙ্গে। বিয়ের এলাহি আয়োজনে তাক লেগেছিল সকলের। মোট খরচ হয়েছিল ৫৫০ কোটি টাকা। ৫০ হাজারের উপর বড় বড় অতিথিরা আমন্ত্রিত হয়েছিলেন এই বিয়েতে।

৪) সৃষ্টি মিত্তাল ও গুলরাজ বেহলের বিয়ে:

SAVE 20201215 230008
times of india

ভারতের অন্যতম ধনকুবের লক্ষ্মী মিত্তালের ভাইঝি হলেন সৃষ্টি মিত্তাল। তাঁদের এলাহি বিয়ের অনুষ্ঠান ভারতীয় বিয়ের ইতিহাসে অমর হয়ে আছে। স্পেনের বার্সেলোনায় এক পাহাড়ের উপর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চার হাত এক হয় সৃষ্টি মিত্তাল আর গুলরাজ বেহলের। ২০১৩ সালের এই বিয়েতে খরচ হয়েছিল ৫০০ কোটি টাকা। শুধুমাত্র বিয়ের কেকটাই নাকি ছিল ৬০ কেজি ওজনের।

৫) বনিশা মিত্তাল আর অমিত ভাটিয়ার বিয়ে:

23 00 45 images
hot photos

লক্ষ্মী মিত্তালের ভাইঝির বিয়ের আগে মিত্তাল পরিবারের আরো একটি এলাহি বিয়ের সাক্ষী থেকেছিল দেশের মানুষ। সেটা ছিল স্বয়ং লক্ষ্মী মিত্তালের মেয়ে বনিশা মিত্তালের বিয়ে। ২০০৪ সালে প্যারিসে অমিত ভাটিয়ার সঙ্গে বিয়ে হয় তাঁর। ৬ দিন ধরে চলেছিল এই বিয়ের এলাহি আয়োজন। ১০০০ জন অতিথি এই বিয়ে উপলক্ষ্যে ভারত থেকে প্যারিসে উড়ে গিয়েছিলেন। তাঁদের প্রত্যেককে একটি করে মোবাইল ফোন উপহারও দেওয়া হয়েছিল। ৩৫০ কোটি টাকা খরচ করা হয়েছিল এই বিয়েতে।

৬) ললিত তানওয়ার ও যোগিতা জৌনপুরিয়ার বিয়ে:

SAVE 20201215 230808 1
Idiva

ভারতের সবচেয়ে দামী বিয়ে গুলোর মধ্যে শুধু মাত্র শিল্পপতিদের নামই নেই, আছেন রাজনীতিবিদরাও। কংগ্রেস মন্ত্রী কানওয়ার সিং তানওয়ারের ছেলে ললিত তানওয়ারের বিয়ের চোখ ধাঁধানো আয়োজনে চমকে গিয়েছিলেন সকলেই। ২০১১ সালে যোগিতা জৌনপুরিয়ার সঙ্গে তাঁর বিয়েতে খরচের অঙ্ক ছিল প্রায় ২৫০ কোটি টাকা। ২৫ হাজার অতিথির এই বিয়ের আসর জমিয়েছিলেন বলিউড অভিনেত্রী এবং নৃত্যশিল্পী নেহা ধুপিয়া। অতিথিদের উপহার হিসেবে বাকি অনেক কিছুর সঙ্গে ছিল নগদ ২১ হাজার টাকাও।টাকাও।

৭) আদেল সাজান ও সানা খানের বিয়ে:

SAVE 20201215 230758
wedding sutra

তালিকার শেষে থাকলেও বাকি বিয়ে গুলির চেয়ে আদেল সাজান ও সানা খানের বিয়েটা ছিল একটু অন্যরকম। ২০১৭ সালের এই বিয়ের সম্পূর্ণ অনুষ্ঠান হয়েছিল সমুদ্রে ভাসমান তরীতে। মোট খরচ হয়েছিল ২০০ কোটি টাকা।

http://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fnation%2Fmukesh-ambani%25E2%2580%2599s-daughter-to-be-married-with-anand-piramal_196624.html&h=AT22fV7b55D8g_AoCVSOSkKNOR-opSTBFD3MwU6YlkPjNOLXsP4AhLqXQXELH5XyVGkcfNEAFjbocmMkCluw50OFJUkc6VnbL0K3RjJKk0zUh0wN6GudtT_l8s6m9xYB_eprBPeYwKWL0D6VHS2_WjC56Q