নিজস্ব সংবাদদাতা- সুভাষচন্দ্র বসুর ১২৪ তম জন্মদিনকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজকের কলকাতা সফরের প্রথম দিকে নেতাজি ভবনে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু রাজ্যবাসীর ভাবাবেগের কথা মাথায় রেখেই শেষ মুহূর্তে সফরসূচিতে নেতাজি ভবনে যাওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। সারে তিনটে নাগাদ নেতাজি ভবন দর্শনের মধ্য দিয়ে আজকের কলকাতার সফরসূচি শুরু হয় প্রধানমন্ত্রীর।
নেতাজি ভবনে এসে সর্বসাকুল্যে মিনিট পনেরো ছিলেন নরেন্দ্র মোদী। এই সময়ে তিনি মূলত সুভাষচন্দ্র বসুর ব্যবহার করা জিনিসপত্র নিয়ে যে মিউজিয়ামটি তৈরি করা হয়েছে তা ঘুরে দেখেন। তাকে স্বাগত জানান লোকসভার প্রাক্তন সাংসদ সুগত বসু। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সহ-সভাপতি চন্দ্র বসু ও সুগত বসুর দাদা সুমন্ত্র বসু।
প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকর নেতাজি ভবনে যান। কিন্তু রাজ্য বিজেপির আর কোনো নেতাকে এই কর্মসূচিতে সামিল হতে দেখা যায়নি। যদিও সকালের দিকে শোনা যাচ্ছিল রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে নেতাজি ভবন পরিদর্শনে উপস্থিত থাকবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালের দিকে নেতাজি ভবনে গিয়ে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে আসেন। তারপর তিনি সোজা শ্যামবাজারে উপস্থিত হয়ে রাজ্য সরকার আয়োজিত পদযাত্রায় সামিল হন। এরপরই বিতর্ক তৈরি হয়। কারণ বসু পরিবারের পক্ষ থেকে চন্দ্র বসু এবং সুগত বসু জানান তারা চান প্রধানমন্ত্রী একাই নেতাজি ভবন পরিদর্শনে উপস্থিত থাকুন। দলীয় নেতাদের উপস্থিতিতে তারা চান না বলেও পরিষ্কারভাবে জানিয়ে দেন।
বসু পরিবারের সদস্যদের বক্তব্যের পর বিতর্ক তীব্র হয়। রাজ্য বিজেপির সদস্যরা যাতে নেতাজি ভবনের ভিতরে না প্রবেশ করে সেই জন্যেই এই বক্তব্য রাখা হয়েছে বলে দাবি করে একাংশ। যদিও প্রধানমন্ত্রী আসার আগে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত নেতাজি ভবনে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তারা ভেতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকেন এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল নেতাজি ভবনের ভিতরে প্রবেশ করলেও এই বিজেপি নেতারা তার সঙ্গী হন নি।
শোনা যাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব শেষ মুহূর্তে বার্তা পাঠিয়ে রাজ্য বিজেপিকে জানিয়ে দেয় আজকের দিনে কোনো বিতর্ক যেন তৈরি না হয়। সম্ভবত সেই কারণেই শেষ পর্যন্ত নেতাজি ভবনের ভিতরে প্রবেশ করা থেকে বিরত হন কৈলাস বিজয়বর্গীয়, স্বপন দাশগুপ্তরা।