করোনা আবহে মোবাইল কলার টিউন অমিতাভের বচ্চনের সচেতনতা বার্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দিল্লি হাইকোর্টে।
করোনা সংক্রমণ থেকে সর্তক থাকার জন্য বিগ বি -এর কন্ঠে বার্তাই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ স-পরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। সরকারি অর্থে করোনা সচেতনতা বার্তার কলার টিউনে তার কণ্ঠ ব্যবহার করা হচ্ছে তা নিয়ে মামলা রুজু হয়েছে।
মামলার আবেদনে বলা হয়েছে সরকার টাকা দিয়ে বিগ বি -এর কন্ঠ ব্যবহার করে সচেতন করছে ঠিকই কিন্তু তিনি ও তাঁর পরিবার কেউই সংক্রমণ থেকে দূরে থাকতে পারেননি। বরং অন্য অনেক ব্যক্তি সমাজে রয়েছেন যাঁরা করোনা আবহে সমাজ ও দেশের জন্য অনেক কাজ করেছেন। এরকম অনেকেই বিনা পারিশ্রমিকে দেশের সেবা করছেন। তাদের কেন সচেতনতা কর্মসূচিতে নিয়োজিত করা হচ্ছেনা। মামলাকারীরা এও বলেছেন অমিতাভ বচ্চন সমাজসেবার মাধ্যমে দেশের জন্য কিছুই করেননি ও সমাজসেবক হিসেবে তাঁর রেকর্ডও ভালো নয়।
আদালতের জবাবের অপেক্ষায় মুখ চেয়ে রয়েছে মামলাকারীরা।
[…] আরও পড়ুন : বিগ বি -এর নামে হাইকোর্টে অভ… […]