রাজ্যে চলছে চতুর্থ দফার ভোট। উত্তরবঙ্গের দুই জেলা সহ ৫ জেলার ৪৪টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সিঙ্গুর থেকে টালিগঞ্জ, পার্থ চ্যাটার্জি থেকে লকেট চ্যাটার্জি, ডোমজুড় থেকে টালিগঞ্জ। ইন্দ্রনীল সেন থেকে যশ দাশগুপ্ত। একেবারে নজরকাড়া কেন্দ্র,হাইপ্রোফাইল প্রার্থীদের ভাগ্যপরীক্ষা চলছে। মোটের ওপর শান্তিতে ভোট শুরু হলে, রাজ্যের কিছু জায়গা থেকে আসতে শুরু করে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ। সকাল সকাল নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্দিকে রাজ্যবাসীকে ভোটদানের আহ্বান জানান। পশ্চিমবঙ্গবাসীকে ভোট দিতে উৎসাহ জোগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালেই বাংলায় টুইট করেছেন তিনি। যেমন করেছিলেন আগের তিন দফাতেও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করেছেন।
আরও পড়ুন: কত সম্পত্তির মালিক মদন মিত্র! শুনলে চমকে যাবেন
এবার আসা যাক অশান্তির কথায়। এক নজরে অশান্তির কথা—
১) বেলুড়ের লালবাবা কলেজে মুখোমুখি সঙ্ঘর্ষ তৃণমূল ও বিজেপি সমর্থকদের। হাতাহাতিতে জড়ালেন দু দলের সমর্থকরা।
২) ভোটের সকালে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করার অভিযোগ কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-র বিরুদ্ধে। তার জেরে ব্যাপক উত্তেজনা এলাকায়।
৩) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হুগলী পাণ্ডুয়ায় শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ে অশান্তি। স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতাকে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেন বাহিনীর জওয়ানরা। তৃণমূল নেতা বুথের ভিতরে দীর্ঘক্ষণ তিনি দাঁড়িতে ছিলেন। তাঁকে বার বার কর্তব্যরত জওয়ানরা বুথের বাইরে যেতে অনুরোধ করেন।
যে সব জায়গায় ভোট:
উত্তরবঙ্গ (১৪ আসনে)
কোচবিহার (৯টি) -মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা, নাটাবাড়ি, তুফানগঞ্জ।
আলিপুরদুয়ার (৫টি): কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদারিহাট।
দক্ষিণবঙ্গ (৩০টি আসনে) –
দক্ষিণ ২৪ পরগণা (১১ কেন্দ্রে): সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।
হাওড়া (৯ কেন্দ্রে): বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, ডোমজুড়,
হুগলি (১০ কেন্দ্রে): উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা।