নিজস্ব সংবাদদাতা: গত কয়েক সপ্তাহে গোটা দেশ জুড়ে ঝড়ের গতিতে বৃদ্ধি পেয়েছে মারণ করোনা ভাইরাস। ভোটের আবহে ফুটতে থাকা বাংলাও এর হাত থেকে রক্ষা পায়নি। আর এমতাবস্থায় রেলকর্মীদের মধ্যেও ক্রমশ সংক্রমণ বাড়তে থাকায় একাধিক লোকাল ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে রেল। হাওড়া ডিভিশনে গত মঙ্গলবার থেকে ১৬ জোড়া লোকাল ট্রেন বাতিল করা শুরু হয়েছে। এই ট্রেন বাতিলের মূল কারণ করোনা আক্রান্ত হয়েছেন ওই ডিভিশনের একাধিক গার্ড।

প্রায় একই পরিস্থিতি শিয়ালদহ ডিভিশনেও। ৩০ জন চালক ও দশজন গার্ড আক্রান্ত হয়েছেন ওই ডিভিশনে। শিয়ালদহের ডিআরএম এস পি সিং বলেন, গত বুধবার ছুটির দিন ছিল। তাই ট্রেন কম চলেছে। এই ডিভিশনেও আগামী এক দু’দিনের মধ্যে পাঁচ-ছ’জোড়া ট্রেন বাতিল করা হবে। চারশোর কিছু বেশি চালক রয়েছে। ফলে এই সিদ্ধান্ত কার্যকর করা ব্যতীত আমাদের হাতে অন্য কোনও পথ নেই।

হাওড়ার ডিআরএম সুমিত নারুলা জানিয়েছেন, ডিভিশনের ২৫০ জন গার্ডের মধ্যে ৩১ জনই করোনা আক্রান্ত। যার মধ্যে হাওড়ার ১৩ জন, বর্ধমানের ২ জন ও ১৬ জন রামপুরহাটের। হাওড়ার তিন টিকিট পরীক্ষকও সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছেন। ট্রেন বাতিল করা হলেও যাত্রীদের অত্যাধিক অসুবিধা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। ১৬ জোড়া বাতিল ট্রেনের মধ্যে তিন জোড়া মেমারি লোকাল, পাঁচ জোড়া শেওড়াফুলি লোকাল, এক জোড়া করে বেলুড় মঠ, বারুইপাড়া, শ্রীরামপুর, পাণ্ডুয়া লোকাল ও দু’জোড়া করে ব্যান্ডেল ও তারকেশ্বর লোকাল বাতিল হয়েছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, লকডাউনের আগে হাওড়া ডিভিশনে মোট ৪৮০টি লোকাল চলত। এই মুহূর্তে সেই সংখ্যাটা ৪১০ থেকে ৪২০টি। ফলে এবার বাতিলের পর এখন ৩৬৮টির মতো ট্রেন চলছে। এক একজন গার্ড গড়ে রোজ তিন থেকে চারবার ট্রিপ করেন। ফলে ৩১ জন গার্ড করোনা আক্রান্তের ফলে সম্পূর্ণ পরিষেবা দেওয়া সম্ভব না হওয়ার ফলেই এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অপারেশন বিভাগ জানিয়েছে।