বাড়ি তে বসে রোজগার মানে ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা এক দশক আগেও তেমন প্রচলিত ছিল না কম্পিউটারের শক্তি বৃদ্ধি ও বিভিন্ন সফ্টওয়্যার ও অ্যাপ্লিকেশন তৈরি হবার ফলে আস্তে আস্তে এটা জনপ্রিয়তা লাভ করছিল । ২০২০ সালে করোনা অতিমারির জন্যে হঠাৎ বাড়িতে বসে কাজ বা রোজগার ব্যাপারটা সর্বস্তরে ঢুকে গেছে | এর ফলে বাড়িতে বসে রোজগার আর স্বপ্ন নয় | নতুন প্রজন্মের একটা বড় অংশ এখন বাড়ি থেকে রোজগারে অভ্যস্ত হয়ে যাচ্ছেন |
বাড়ি তে বসে কাজের বিশেষ সুবিধে হলো ভিড় ঠেলে বাস বা ট্রেন এ করে সময় মত অফিস হাজিরা দিতে হয় না ও নিজের সময় মত বাড়িতে কাজ করা যায় | বাড়ি থেকে কাজ অনেক লোকের কাছেই খুব কাম্য কারণ তাঁরা বিভিন্ন কারণে বাড়ির বাইরে বেরোতে চান না | যেমন গৃহিনী ও বয়স্ক লোকেরা | এছাড়া করোনার যুগে বাড়ি থেকে না বেরোনো তো খুব দরকারী হয়ে পড়েছে সকলের জন্যই | আমি কয়েকটি বিশেষ ক্ষেত্রের নাম বলবো যেখানে বাড়ি থেকে কাজ বেশ বহুল প্রচলিত | এবং বাড়ি থেকে রোজগারের জন্য আরো কয়েকটি প্রয়োজনীয় ব্যাপার আলোচনা করব |
বাড়িতে বসে রোজগারের জন্য কি কি দরকার
প্রথমেই বলে রাখি বাড়ি থেকে রোজগার করতে হলে কম্পিউটার ব্যবহার সম্বন্ধে মোটামুটি জ্ঞান থাকা আবশ্যক | দ্বিতীয়ত ইংরেজি তে ভালো লেখবার ও বলবার ক্ষমতা অনেক ক্ষেত্রেই অবশ্য প্রয়োজনীয় | হিন্দিতে লেখবার ও বলবার ক্ষমতাও এখন বিশেষ সুযোগ এনে দিচ্ছে | তবে বাংলাতে অনলাইন কাজ করবার সুযোগও এখন চলে আসছে| এছাড়া যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে তো ভালো জ্ঞান থাকতেই হবে |
আর দরকার একটি ভালো কম্পিউটার মানে ল্যাপটপ বা ডেস্কটপ | আর সঙ্গে একটি ভালো মোবাইল ফোনেরও দরকার আছে সব সময়ে যোগযোগ রাখার জন্যে | ল্যাপটপ এ সব সময়ে ভালো ইন্টারনেট কানেকশন ও বিদ্যুত সরবরাহের ব্যবস্থা থাকাও বিশেষ দরকারী | আর দরকার সরাসরি ভিডিও ও অডিও যোগাযোগের জন্যে ভালো স্পিকার ও মাইক্রোফোন |
কত রোজগার করা যায় বাড়িতে বসে
বাড়িতে বসে রোজগার কত করা যাবে সেটা অনেকটাই নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করছেন তার ওপর | একটা কথা মনে রাখবেন ইন্টারনেটে বাড়ি তে বসে বিদেশের কাজ করা যায় এবং তাতে অনেক বেশি রোজগার করা যায় | আপনি যদি লেখার কাজ করেন তাহলে ১০ থেকে ৩০ হাজারের মত আয় করা সম্ভব | আবার যদি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কাজ করেন তাহলে লক্ষ টাকা রোজগার করাও অসম্ভব নয় | এখন অনেকেই অনলাইন এ নিজের পুরো ব্যবসা চালাচ্ছেন | সেক্ষেত্রে রোজগারের কোনো উর্দ্ধসীমা নেই |
কি কি ধরনের কাজ করে বাড়িতে বসে রোজগার করা যায়?
বিশ্বে এখন অনলাইনে প্রায় সব ধরনের কাজই করা যায় | আপনি করতে পারেন লেখা, ওয়েব ,মোবাইল ও সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং , সেলস ও মার্কেটিং, কাস্টমার সার্ভিস, ডাটা সাইন্স এবং ডিজাইন এর কাজ | বলতে গেলে কাজের কোনো সীমাবদ্ধতা নেই | এই ধরনের কাজ পেতে যে ওয়েব সাইট গুলি আপনার খুব কাজে আসবে সে দুটি হচ্ছে upwork.com ও freelancer.com | অনলাইন কাজ পাবার আরো দুটি সাইট হলো guru.com ও freelanced.com| এখানে কাজ পেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা ভালো করে বিশদে জানাবেন | আর যদি আপনার কাজে খুশি হয়ে আপনাকে কেউ recommend বা সুপারিশ করে সেটা জানানোও খুব জরুরি |
এছাড়া সাধারণ জব সাইট মানে naukri.com বা monster.com এও অনলাইন কাজ পেতে পারেন | সেক্ষেত্রে আপনার Biodata তে আপনি পরিষ্কার করে বলে দেবেন যে আপনি work from home বা remote কাজ করতে চান | যেসব চাকরি তে আবেদন করবেন সেখানে অনলাইন কাজ করার সুযোগ আছে কিনা দেখে নিন |
কি কি জিনিষ পরিষ্কার করে জানা দরকার
এই সব সাইটে যাঁরা কাজ করাতে চান তাঁরা বিজ্ঞাপন দেন | আপনি তাঁদের সঙ্গে লিখিত ভাবে বা ভিডিও তে সরাসরি কথা বলে সব কিছু খোলসা করে নেবেন | আপনি যদি যিনি কাজ দিচ্ছেন তাঁর শর্ত মত ভালো কাজ করে দিতে পারেন তাহলে পেতে পারেন বেশ কিছু টাকা | তবে এখানে কি করে টাকা পাবেন এবং যিনি কাজ দিচ্ছেন তাঁর ঠিক সময়ে সঠিক টাকা দেওয়ার রেকর্ড ভালো করে চেক করে নেবেন | অনলাইনে কাজ করে টাকা মার যাবার সম্ভাবনা একটু বেশি তাই যার কাজ করছেন তার সম্বন্ধে ভালো করে খোঁজ নেওয়াটা বিশেষ জরুরি, বিশেষ করে আপনি যদি বেশি টাকার কাজ করেন | তাই প্রথমে অল্প কাজ করে তাঁর পেমেন্ট এর ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়াটা খুব দরকার |
যদি কোনো কোম্পানি তে অনলাইন কাজ করেন তবে সেখানকার ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি ভালো করে জেনে নেবেন ও পারলে সেটা সরেজমিনে দেখে আসবেন | কাজে যোগ দেবার আগে সেই কোম্পানি সম্বন্ধে ইন্টারনেটে ভালো করে খোঁজ করুন ও রিভিউ পড়ুন |
যেসব অনলাইন কাজ বহুল প্রচলিত
এখানে আমি কয়েকটি কাজের কথা বলবো যেগুলি আপনি সহজেই পেতে পারেন
১) লেখার কাজ
- বিভিন্ন রকম লেখার কাজ পাওয়া যায় | ব্লগ লেখার কাজ হলো কোনো এক বিষয়ে প্রবন্ধ লিখতে হয় যা লোকে উত্সাহ নিয়ে পড়বে | এতে seo বা কি ধরনের লেখা হলে লোক পড়বে সেই সম্বন্ধে একটু জ্ঞান থাকলে ভালো হয় |
- অ্যাকাডেমিক রাইটার বা লোককে পড়াশোনাতে সাহায্য করার কাজ |
- সোশ্যাল মিডিয়ার কাজ | ফেসবুক , টুইটার , ইনস্টাগ্রাম ইত্যাদিতে লোকে পড়বে এরকম ভালো লেখার ও এই সমস্ত পোস্ট ম্যানেজ করার কাজ পাওয়া যায় | এ ব্যাপারে লোক কোনটা পছন্দ করবে সেই সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার |
২) মেডিক্যাল ট্রান্সক্রিপ্শন
এটাও এক ধরনের লেখার কাজ | ডাক্তার , নার্স ইত্যাদি যা করতে বলছেন সেটা শুনে মেডিক্যাল রিপোর্ট তৈরী করতে হয় এতে | ডাক্তারি ও ওষুধ সম্বন্ধে কিছু জ্ঞান থাকলে এতে সুবিধে হয় |
৩) অনলাইন শিক্ষকতার কাজ
যে কোনো বিষয়ে অনলাইনে লেখা , অডিও ও ভিডিওর মাধ্যমে শিক্ষকতার কাজ খুবই সহজলভ্য আজকাল |
৪) ডাটা এন্ট্রির কাজ
কম্পিউটারে অনেক তথ্য ঢোকানোর জন্য লোকের দরকার হয় প্রচুর | খুব একটা পড়াশোনা না শিখেও এ কাজ করা যায় | তবে এক্সেল জানা থাকা দরকার |
৫) অনুবাদ বা ট্র্যান্সলেসনের কাজ
এক ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদের কাজ প্রচুর পাওয়া যায় | এ জন্য কোনো বিদেশী ভাষাতে (যেমন ফ্রেন্চ বা জার্মান) জ্ঞান থাকা খুব লাভ জনক |
৬) ওয়েব ডেভেলপার
অন্যের জন্যে ওয়েব সাইট তৈরী করার ভালো বাজার রয়েছে | বাড়িতে বসে সহজেই এই কাজ অন্যদের জন্য করা যায় এবং পুরোটাই ইন্টারনেটে শিখে নেওয়া যায় |
৭) গ্রাফিক ডিজাইনের কাজ
গ্রাফিক ডিজাইন ভালো জানা থাকলে অনলাইনে প্রচুর কাজ পাওয়া যায় |
৮) কল সেন্টার রিপ্রেসেন্টেটিভ
অনেক কোম্পানি তাঁদের গ্রাহকদের সুবিধের জন্য টেলিফোনে গ্রাহক কে সাহায্য করতে পারে এমন লোক কে বাড়ি থেকে কাজ করার জন্য নিয়োগ করেন |
৯) ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
এটা বিভিন্ন ধরনের হতে পারে | কোন সংস্থার জন্যে ইমেল লেখা ও উত্তর দেওয়া , ব্যবসা সংক্রান্ত নথিপত্র তৈরী করা ও লোককে তা জানিয়ে দেওয়া, কন্টেন্ট তৈরী করা, ব্যবসা সংক্রান্ত অনুসন্ধানের উত্তর দেওয়া ইত্যাদি |
১০) ট্রাভেল এজেন্ট
আপনার যদি কোনো জায়গা সম্বন্ধে ভালো জানা থাকে তবে সেখানে লোকের থাকা, খাওয়া, বেড়ানোর ব্যবস্থা করে অনলাইন টাকা রোজগার করতে পারেন|
আমি ১০ টি সম্বন্ধে বললেও আসলে অনলাইন কাজের দিগন্ত বিশাল পরিমাণ বাড়ছে | আপনার কোনো বিষয়ে জ্ঞান থাকলেই সেটিকে খাটিয়ে আপনি বেশ কিছু টাকা রোজগার করতে পারেন বাড়িতে বসে |
তবে আর দেরী করছেন কেন? আজই কাজে লেগে পড়ুন। আর আপনার কোনও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ।
আরো পড়ুন : ক্রিপ্টোকারেন্সি কি ?
[…] আরো পড়ুন : বাড়িতে বসে রোজগার […]