সৌজন্য Entrepreur

বাড়ি তে বসে রোজগার মানে ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা এক দশক আগেও তেমন প্রচলিত ছিল না কম্পিউটারের শক্তি বৃদ্ধি ও বিভিন্ন  সফ্টওয়্যার ও অ্যাপ্লিকেশন তৈরি হবার ফলে আস্তে আস্তে এটা জনপ্রিয়তা লাভ করছিল । ২০২০ সালে করোনা অতিমারির জন্যে হঠাৎ বাড়িতে বসে কাজ বা রোজগার ব্যাপারটা সর্বস্তরে ঢুকে গেছে | এর ফলে বাড়িতে বসে   রোজগার আর স্বপ্ন নয় | নতুন প্রজন্মের একটা বড় অংশ এখন বাড়ি থেকে রোজগারে অভ্যস্ত হয়ে যাচ্ছেন |

বাড়ি তে বসে কাজের বিশেষ সুবিধে হলো ভিড় ঠেলে বাস বা ট্রেন এ করে সময় মত অফিস হাজিরা দিতে হয় না ও নিজের সময় মত বাড়িতে কাজ করা যায় | বাড়ি থেকে কাজ অনেক লোকের কাছেই খুব কাম্য কারণ তাঁরা বিভিন্ন কারণে বাড়ির বাইরে বেরোতে চান না | যেমন গৃহিনী ও বয়স্ক লোকেরা | এছাড়া করোনার যুগে বাড়ি থেকে না বেরোনো তো  খুব দরকারী হয়ে পড়েছে সকলের জন্যই | আমি কয়েকটি বিশেষ ক্ষেত্রের নাম বলবো যেখানে বাড়ি থেকে কাজ বেশ বহুল প্রচলিত | এবং বাড়ি থেকে রোজগারের জন্য আরো কয়েকটি প্রয়োজনীয় ব্যাপার আলোচনা করব |

বাড়িতে বসে রোজগারের জন্য কি কি দরকার  

প্রথমেই বলে রাখি বাড়ি থেকে রোজগার করতে হলে কম্পিউটার ব্যবহার সম্বন্ধে মোটামুটি জ্ঞান থাকা আবশ্যক |  দ্বিতীয়ত ইংরেজি তে ভালো লেখবার ও বলবার ক্ষমতা অনেক ক্ষেত্রেই অবশ্য প্রয়োজনীয় | হিন্দিতে লেখবার ও বলবার ক্ষমতাও এখন বিশেষ সুযোগ এনে দিচ্ছে | তবে বাংলাতে অনলাইন কাজ করবার সুযোগও এখন চলে আসছে| এছাড়া যে বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে তো ভালো জ্ঞান থাকতেই হবে |

আর দরকার একটি ভালো কম্পিউটার মানে ল্যাপটপ বা ডেস্কটপ | আর সঙ্গে একটি ভালো মোবাইল ফোনেরও দরকার আছে সব সময়ে যোগযোগ রাখার জন্যে | ল্যাপটপ এ সব সময়ে ভালো ইন্টারনেট কানেকশন ও বিদ্যুত সরবরাহের ব্যবস্থা থাকাও বিশেষ দরকারী | আর দরকার সরাসরি ভিডিও ও অডিও যোগাযোগের জন্যে ভালো স্পিকার ও মাইক্রোফোন |

রোজগার
সৌজন্যে BWpeople

কত রোজগার করা যায়  বাড়িতে বসে   

বাড়িতে বসে রোজগার কত করা যাবে সেটা অনেকটাই নির্ভর করবে আপনি কি ধরনের কাজ করছেন তার ওপর | একটা কথা মনে রাখবেন ইন্টারনেটে বাড়ি তে বসে বিদেশের কাজ করা যায় এবং তাতে অনেক বেশি রোজগার করা যায় | আপনি যদি লেখার কাজ করেন তাহলে ১০ থেকে ৩০ হাজারের মত আয় করা সম্ভব | আবার যদি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি কাজ করেন তাহলে লক্ষ টাকা রোজগার করাও অসম্ভব নয় | এখন অনেকেই অনলাইন এ নিজের পুরো ব্যবসা চালাচ্ছেন | সেক্ষেত্রে রোজগারের কোনো উর্দ্ধসীমা নেই |

কি কি ধরনের কাজ করে বাড়িতে বসে রোজগার করা যায়?

 বিশ্বে এখন অনলাইনে প্রায় সব ধরনের কাজই করা যায় | আপনি করতে পারেন লেখা, ওয়েব ,মোবাইল ও সফ্টওয়্যার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং , সেলস ও মার্কেটিং, কাস্টমার সার্ভিস, ডাটা সাইন্স এবং ডিজাইন এর কাজ | বলতে গেলে কাজের কোনো সীমাবদ্ধতা নেই | এই ধরনের কাজ পেতে যে ওয়েব সাইট গুলি আপনার খুব কাজে আসবে সে দুটি হচ্ছে upwork.comfreelancer.com | অনলাইন কাজ পাবার আরো দুটি সাইট হলো guru.comfreelanced.com| এখানে কাজ পেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা ভালো করে বিশদে  জানাবেন | আর যদি আপনার কাজে খুশি হয়ে আপনাকে কেউ recommend বা সুপারিশ করে সেটা জানানোও খুব জরুরি |

এছাড়া সাধারণ জব সাইট মানে naukri.com বা monster.com এও অনলাইন কাজ পেতে পারেন | সেক্ষেত্রে আপনার Biodata তে আপনি পরিষ্কার করে বলে দেবেন যে আপনি work from home বা remote কাজ করতে চান | যেসব চাকরি তে আবেদন করবেন সেখানে অনলাইন কাজ করার সুযোগ আছে কিনা দেখে নিন |

কি কি জিনিষ পরিষ্কার করে জানা দরকার

এই সব সাইটে যাঁরা কাজ করাতে চান তাঁরা বিজ্ঞাপন দেন | আপনি তাঁদের সঙ্গে লিখিত ভাবে বা ভিডিও তে সরাসরি কথা বলে সব কিছু খোলসা করে নেবেন | আপনি যদি যিনি কাজ দিচ্ছেন  তাঁর শর্ত মত ভালো কাজ করে দিতে পারেন তাহলে পেতে পারেন বেশ কিছু টাকা | তবে এখানে কি করে টাকা পাবেন এবং যিনি কাজ দিচ্ছেন তাঁর ঠিক সময়ে সঠিক টাকা দেওয়ার রেকর্ড ভালো করে চেক করে নেবেন | অনলাইনে কাজ করে টাকা মার যাবার সম্ভাবনা একটু বেশি তাই যার কাজ করছেন তার সম্বন্ধে ভালো করে খোঁজ নেওয়াটা বিশেষ জরুরি, বিশেষ করে আপনি যদি বেশি টাকার কাজ করেন | তাই প্রথমে অল্প কাজ করে তাঁর পেমেন্ট এর ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়াটা খুব দরকার |

যদি কোনো কোম্পানি তে অনলাইন কাজ করেন তবে সেখানকার ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি ভালো করে জেনে নেবেন ও পারলে সেটা সরেজমিনে দেখে আসবেন | কাজে যোগ দেবার আগে সেই কোম্পানি সম্বন্ধে ইন্টারনেটে ভালো করে  খোঁজ করুন ও রিভিউ পড়ুন |

InformationWeek
Asian business woman work from home with laptop, tablet and computer on table with meeting online and video conferencing.Concept of social distancing to stop the spread disease of Corona virus. সৌজন্য InformationWeek

যেসব অনলাইন কাজ বহুল প্রচলিত

এখানে আমি কয়েকটি কাজের কথা বলবো যেগুলি আপনি সহজেই পেতে পারেন

১) লেখার কাজ

  • বিভিন্ন রকম লেখার কাজ পাওয়া যায় | ব্লগ লেখার কাজ হলো কোনো এক বিষয়ে প্রবন্ধ লিখতে হয় যা লোকে উত্সাহ নিয়ে পড়বে | এতে seo বা কি ধরনের লেখা হলে লোক পড়বে সেই সম্বন্ধে একটু জ্ঞান  থাকলে ভালো হয় |
  • অ্যাকাডেমিক রাইটার বা লোককে পড়াশোনাতে সাহায্য করার কাজ |
  • সোশ্যাল মিডিয়ার কাজ | ফেসবুক , টুইটার , ইনস্টাগ্রাম ইত্যাদিতে লোকে পড়বে এরকম ভালো লেখার ও এই সমস্ত পোস্ট ম্যানেজ করার কাজ পাওয়া যায় | এ ব্যাপারে লোক কোনটা পছন্দ করবে সেই সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার |

২) মেডিক্যাল ট্রান্সক্রিপ্শন

এটাও এক ধরনের লেখার কাজ | ডাক্তার , নার্স ইত্যাদি যা করতে বলছেন সেটা শুনে মেডিক্যাল রিপোর্ট তৈরী করতে হয় এতে | ডাক্তারি ও ওষুধ সম্বন্ধে কিছু জ্ঞান থাকলে এতে সুবিধে হয় |  

৩) অনলাইন শিক্ষকতার কাজ

যে কোনো বিষয়ে অনলাইনে লেখা , অডিও ও ভিডিওর  মাধ্যমে শিক্ষকতার কাজ খুবই সহজলভ্য  আজকাল |

৪) ডাটা এন্ট্রির কাজ

কম্পিউটারে অনেক তথ্য ঢোকানোর জন্য লোকের দরকার হয় প্রচুর | খুব একটা পড়াশোনা না শিখেও এ কাজ করা যায় | তবে এক্সেল জানা থাকা দরকার |

৫) অনুবাদ বা ট্র্যান্সলেসনের কাজ

এক ভাষা থেকে অন্য ভাষাতে অনুবাদের কাজ প্রচুর পাওয়া যায় | এ জন্য কোনো বিদেশী ভাষাতে (যেমন ফ্রেন্চ বা জার্মান) জ্ঞান থাকা খুব লাভ জনক |

৬) ওয়েব ডেভেলপার

অন্যের জন্যে ওয়েব সাইট তৈরী করার ভালো বাজার রয়েছে | বাড়িতে বসে সহজেই এই কাজ অন্যদের জন্য করা যায় এবং পুরোটাই ইন্টারনেটে শিখে নেওয়া যায় |

৭) গ্রাফিক ডিজাইনের কাজ

গ্রাফিক ডিজাইন ভালো জানা থাকলে অনলাইনে প্রচুর কাজ পাওয়া যায় |

৮) কল সেন্টার রিপ্রেসেন্টেটিভ

অনেক কোম্পানি তাঁদের গ্রাহকদের সুবিধের জন্য টেলিফোনে গ্রাহক কে সাহায্য করতে পারে এমন লোক কে বাড়ি থেকে কাজ করার জন্য নিয়োগ করেন |

৯) ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট

এটা বিভিন্ন ধরনের হতে পারে | কোন সংস্থার জন্যে ইমেল লেখা ও উত্তর দেওয়া , ব্যবসা সংক্রান্ত নথিপত্র তৈরী করা ও লোককে তা জানিয়ে দেওয়া, কন্টেন্ট তৈরী করা, ব্যবসা সংক্রান্ত অনুসন্ধানের উত্তর দেওয়া ইত্যাদি |

১০) ট্রাভেল এজেন্ট

আপনার যদি কোনো জায়গা সম্বন্ধে ভালো জানা থাকে তবে সেখানে লোকের থাকা, খাওয়া, বেড়ানোর ব্যবস্থা করে অনলাইন টাকা রোজগার করতে পারেন|

আমি ১০ টি সম্বন্ধে বললেও আসলে অনলাইন কাজের দিগন্ত বিশাল পরিমাণ বাড়ছে | আপনার কোনো বিষয়ে জ্ঞান  থাকলেই সেটিকে খাটিয়ে আপনি বেশ কিছু টাকা রোজগার করতে পারেন বাড়িতে বসে |

তবে আর দেরী করছেন কেন? আজই কাজে লেগে পড়ুন। আর আপনার কোনও প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান  ।

আরো পড়ুন : ক্রিপ্টোকারেন্সি কি ?