একই দিনে জোড়া অগ্নিকাণ্ডে উত্তাল কলকাতা। বুধবার দুপুরে মানিকতলার ব্যাটারি কারখানায় আগুন লেগেছিল আর সন্ধ্যায় বাগবাজার ব্রিজের কাছে বস্তি এলাকায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের শব্দে তীব্র আতঙ্ক ছড়ায়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছিল দমকলকর্মীরা।
বুধবার সন্ধ্যেয় হঠাৎ আগুন লাগায় বস্তি এলাকার লোকেরা দিশেহারার মতো ছুটতে থাকে। স্থানীয়দের অভিযোগ, দমকল কর্মীরা অনেক দেরীতে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
সাতাশটি ইঞ্জিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে কার্যত সময় লেগেছে। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সমস্যায় পড়তে হয়। হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের।
কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম। এলাকার দাহ্য পদার্থ থেকে আগুন ছড়িয়ে পড়ার অনুমান করা হচ্ছে। গোটা ঘটনায় উত্তর-মধ্য কলকাতায় যান চলাচল ব্যাহত। গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল এভিনিউ পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ।
এলাকায় কিছুক্ষণের মধ্যেই মেয়র উপস্থিত হয়েছিলেন। বাগবাজার ওমেন্স কলেজ স্থানীয় বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। তাদের খাবারেরও ব্যবস্থা করা হবে বলেছেন মেয়র।
কাল সকালে গোটা ঘটনার তদন্ত করে নিঃস্ব বাসিন্দাদের ঘর বেঁধে দেবেন বলে জানিয়েছেন মেয়র ফিরাদ ববি হাকিম।