বাংলা সিনেমার উন্নতির পাঁচটি কারণ
বাংলা সিনেমার কদর কেবল বাংলায় নয় গোটা বিশ্ব জুড়ে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃনাল সেনের মত কালজয়ী চলচ্চিত্রকারেরা। তাঁদের পরিচালিত অপুর পাঁচালী, মেঘে ঢাকা তারা ও ভুবন সোমের মত চলচ্চিত্র গুলির হাত ধরেই বাংলা সিনেমা প্রথম পা রাখে বিশ্বের দরবারে। তাঁদের পরবর্তী প্রজন্মে বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, ও গৌতম ঘোষের মত চলচ্চিত্রকারেরা সেই ধারাবাহিকতা বজায় রেখে চলেছে আজও। তারা নান্দনিক দিক দিয়ে যেমন সৃজনশীল তেমনই সমাজ-সচেতনমূলক চলচ্চিত্র নির্মাতা হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
এই বাংলা সিনেমা কেন সর্বদা প্রাধান্য পেয়ে এসেছে ? কি রহস্য এর পিছনে ? চলুন জেনে নেওয়া যাক –
বিষয়বস্তু–
বাংলা সিনেমার বিষয়বস্তুর মধ্যেই লুকিয়ে রয়েছে এর সফলতার চাবি কাঠি। বাংলা সিনেমায় বরাবরই বাস্তবচিত্রকে তুলে ধরা হয়। আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ দিক গুলিকে চলচ্চিত্রের মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয় বাংলা সিনেমায়। যা দর্শক ও চলচ্চিত্রের মধ্যে একটি নিবিড় যোগসূত্র তৈরী করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে।
পারিপার্শিক পরিবেশ –
বাংলা সিনেমায় পারিপার্শিক পরিবেশের ওপর বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়। ছবির দৃশ্যকে বাস্তববাদী করে তুলতে দৃশ্যের সাথে যথার্থ শুটিং সেটের ব্যাবহার বাংলা চলচ্চিত্রের একটি বিশেষত্ব বলা যেতে পারে।
সংলাপ-
ছবির বিষয়বস্তু যতই ভালো হোক না কেন সংলাপ যদি ভালো না হয় চলচ্চিত্র সফল পরিনতি পায় না। আর এই বিষয়ে বাংলা চলচ্চিত্রের স্থান প্রথম সারিতে। বাংলা চলচ্চিত্রের সংলাপ সর্বদা দর্শককে মুগ্ধ করে।
সঙ্গীত-
বাংলা চলচ্চিত্রে সঙ্গীত সর্বদা আলাদা মাত্রা সংযোজন করেছে। কিছু কিছু চলচ্চিত্র কেবল মাত্র পরিচিতি লাভ করেছে ওই ছবিতে ব্যাবহৃত সঙ্গীতের সুবাদে। বাংলা চলিচিত্রের মন মাতানো সঙ্গীত সকলের মনের গভীরে দাগ কাটে। এই বাংলা চলচিত্রের আবেগী সঙ্গীতকে অন্যন্য ভাষভাষির মানুষ আপন করে নিজের স্বরে ধারন করতে কুন্ঠাবোধ করে না।
পরিচালনা পদ্ধতি-
চলচ্চিত্র নির্মানের মূল কারিগর হলেন হলেন চলচ্চিত্র পরিচালক। তাঁর সফল পরিচালনার দ্বারাই পূর্নতা পায় একটি চলচ্চিত্র। আর এই ক্ষেত্রে বাংলা চলচ্চিত্র ঠিক কতটা সফল তা আর বলার অপেক্ষা রাখে না।
উপরিউক্ত বিষয়গুলির কারণে আজ ও চলচ্চিত্র জগতের ইতিহাসে নিজের জায়গা ধরে রেখেছে বাংলা সিনেমা । পৃথিবীর অনেক পরিচালক এই বাংলা ছবির থেকে ধারনা গ্রহন করে। তাই তো আমাদের গর্বের বাংলা সিনেমা সকলকে পিছে রেখে স্রোতের বেগে এগিয়ে গেছে।