সময়ের হাত ধরে বাংলা সিনেমার ধারার আমূল পরিবর্তন ঘটে চলেছে। শুধুমাত্র সিনেমাই নয়, দর্শকদের পছন্দ-অপছন্দেরও পরিবর্তন ঘটেছে ও আরো ঘটবে। গল্প সঠিক হওয়া সত্বেও এমন অনেক কিছু ছোট ছোট কারণ আছে যেগুলির জন্য বাংলা সিনেমা দর্শকদের সামনে সঠিক ভাবে উপস্থাপিত হতে পারছেনা। তবে চলুন সেই কারণগুলিকে বিস্তারিতভাবে দেখে নেয়া যাক।
১. কপি পেস্ট
বাংলা সিনেমা পিছিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কপি পেস্ট। অনেক ক্ষেত্রে দেখা গেছে বহু সিনেমা পুরো হুবুহু অন্য একটি সিনেমার নকল। নকল করা ও অনুপ্রাণিত হওয়া এক ব্যপার নয়। তাই যতদিন না বাংলা সিনেমায় নকল করা বন্ধ হবে ততদিন বাংলার কনটেন্ট মজবুত হওয়া সত্ত্বেও দর্শকদের তা কোনভাবেই অনুপ্রাণিত করবেনা।
২. দর্শকদের পছন্দ
সময়ের সাথে সাথে মানুষের পছন্দ ও অপছন্দ অধিকাংশ ক্ষেত্রেই পাল্টে গেছে। আজ থেকে পাঁচ বছর আগে দর্শক যা দেখতে পছন্দ করতেন, আজ কিন্তু সেই জিনিস গুলি কিছু কিছু মানুষ পছন্দ করেন কিছু কিছু করেন না। তাই কনটেন্ট মজবুত করার সাথে সাথেই দর্শকদের পছন্দ-অপছন্দের কথা মাথায় রাখতে হবে। চিত্র পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, গল্প সমস্তকিছুই দর্শকদের কথা মাথায় রেখেই এগোতে হবে।
৩. নিজস্ব ভাবনাকে প্রস্তুত করা
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বহু চিত্রপরিচালক নিজস্ব ভাবনাকে দর্শকদের সামনে তুলে ধরতে ভয় পান। তারা এটাই ভেবে ভয় পায় তাদের কাজের উপর দর্শকদের প্রতিক্রিয়া কি রকম হবে। কিন্তু এমনও কিছু পরিচালক রয়েছেন যারা নিজেদের ভাবনাকে সুন্দরভাবে দর্শকের সামনে তুলে ধরেছেন এবং তাঁর জন্যে যথেষ্ট সম্মান পেয়েছেন ও বহু মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছেন। তাই যত সম্ভব পরিচালকদের এগিয়ে আসতে হবে এবং নিজের ভাবনাকে দর্শকদের সামনে উপস্থাপিত করতে হবে।
৪. বাস্তবধর্মীতার অভাব
এখনকার সময়ের দর্শকরা রূপকথার কাহিনীর তুলনায় বাস্তব জীবনের ঘটনাকে পর্দায় তুলে ধরতে পছন্দ করে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাস্তব সময়কে তুলে ধরলেই বহু ক্ষেত্রে বহু মানুষ অনুপ্রাণিত হতে পারে। তাই চিত্রপরিচালকদের এ কথা মাথায় রেখে গল্পে বাস্তবধর্মীতাকে গুরুত্ব দিতে হবে।
৫. সঠিক অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করা
সঠিক অভিনেতা-অভিনেত্রী নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। গল্প সঠিক থাকলেও যদি অভিনেতা অভিনেত্রী ঠিকভাবে নির্বাচিত না হয় তবে সে গল্পের মান অনেক ক্ষেত্রেই কমে যেতে পারে। তাই চিত্রপরিচালকদের এই কথাটিও মাথায় রাখতে হবে। কোন অভিনেতা-অভিনেত্রী নিজের কাজের দ্বারা দর্শকের মনে জায়গা করে নিতে পারে সেটি মাথায় রেখে নির্বাচন করতে হবে।
এছাড়াও আরো কিছু ছোটখাটো বিষয় রয়েছে যার জন্য বাংলা সিনেমা দর্শকদের মনে যায়গা করে নিতে পারছেনা। এতো খামতি থাকা সত্বেও বহু এমন চিত্র পরিচালক আছেন যারা তাদের কাজের মাধ্যমে দর্শকদের মনে খুব সহজেই জায়গা করে নিতে সক্ষম হচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। যদি আপনার এছাড়াও আরো অন্য কোনো কারণ মনে হয় তাও আপনি আমাদের জানাতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ।