নিজস্ব সংবাদদাতা- ফের চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর। ভোট যত এগিয়ে আসছে ততো রাজ্যের শাসক দল তৃণমূল নেতাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। কয়লা পাচার কান্ড, বালি পাচার কাণ্ডের পর এবার সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে দুর্নীতির অভিযোগ তুললেন এই বিজেপি নেতা। তৃণমূলের গড় বলে পরিচিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি বিধানসভা কেন্দ্রের এক জনসভায় উপস্থিত ছিলেন তিনি। সেখান থেকেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূলের সরকার এ রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই সবুজ সাথী প্রকল্প চালু করে এই প্রকল্পের মধ্য দিয়ে স্কুলে পড়া প্রতিটি ছাত্রছাত্রীকে বিনামুল্যে একটি করে সাইকেল প্রদান করা হয়। রাজ্য সরকারের এই পদক্ষেপ মানুষের মনে যেমন হাসি ফুটিয়েছে, তেমনি সাইকেলের গুণমান নিয়ে বারবার অভিযোগ উঠেছে। ঘটনা হল স্কুল থেকে সাইকেল পাওয়ার পর প্রতিটি ছাত্র-ছাত্রীকেই ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত খরচ করে সাইকেল মেরামত করতে হত। তবেই তা ব্যবহার যোগ্য হয়ে উঠত।
শুভেন্দু অধিকারী তার আজকের বক্তৃতায় সবুজ সাথীর সাইকেল নিয়ে দুর্নীতির অভিযোগ করতে গিয়ে টাকা খরচ করে সারাইয়ের বিষয়টিও উল্লেখ করেন। পাশাপাশি অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর দিদি মেনকা গম্ভীরের স্বামীর সংস্থা সবুজ সাথী প্রকল্পের সমস্ত সাইকেল সরবরাহের বরাত পেয়েছিল। তিনি বলেন, “ভাইপোর পরমাত্মীয় মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ আরোরা ও শ্বশুর পবন আরোরা মিলে লক্ষ-লক্ষ সাইকেল সরবরাহ করেছে। আপনারাই বুঝে নিন গোটা গল্পটা তার মানে কি ছিল।”
শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসার পরই রাজ্যের রাজনৈতিক মহলে চাঞ্চল্য পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে আগামী দিনে সবুজ সাথীর সাইকেলকে ঘিরে রাজ্য রাজনীতির হাওয়া গরম হয়ে উঠতে পারে।
শুভেন্দু অধিকারী তার আজকের বক্তৃতায় সবুজ সাথী প্রকল্পের সাইকেল দুর্নীতির বিষয়ে বলা ছাড়াও কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত লালার ডায়রির প্রসঙ্গ তোলেন। বলেন, “লালার ডায়রির কপি আমার কাছে আছে। তাতে হিসেবে লেখা আছে কে কত টাকা পেয়েছে। সব এবার ফাঁস করে দেব।”