নিজস্ব সংবাদদাতা: গত আড়াই মাসের দীর্ঘ লড়াই শেষে অবশেষে রবিবার ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে কারোর মুখ ম্লান, কেউ আবার লেটার মার্কস পেয়ে সসম্মানে পাশ করেছে। মাস দুই আগে, বাংলার রাজনীতির সঙ্গে যখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল টলিউডের রঙ্গমঞ্চ, যখন একের পর এক প্রার্থী তালিকা চমকের ঘোর লাগাচ্ছিল বাঙালি ভোটারদের চোখে-মুখে, তখন আজকের এই ফলাফল অনেকেই আন্দাজ করতে পারেননি।
ভোটের আগে রাজনীতির ময়দানে পা রেখেই টিকিট পেয়ে যাওয়া টলি তারকাদের দিকে ধেয়ে এসেছিল বিস্তর ঠাট্টা-খিল্লিও। কুরুচিকর আক্রমণও বাদ যায়নি মোটেই। কিন্তু লড়াই শেষের রেজাল্টে দেখা গেল শাসক শিবিরে যোগ দিয়ে মুখ পোড়ায়নি টলিউড। বরং রাজনীতির ‘অ আ ক খ’ না জানা সেই সমস্ত রুপোলি পর্দার ঘাসফুল প্রার্থীরাই করেছেন আসল বাজিমাত। জয় এসেছে বড় ব্যবধানে।
‘দিদি’র হাতে হাত মিলিয়ে একুশের ভোটে কারা করলেন বাজিমাত? রাজনীতির শক্ত ময়দানে কারাই বা খেলেন জোর ধাক্কা? আসুন দেখে নেওয়া যাক সেই তালিকা।
জুন মালিয়া:
মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারের ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। টেলি অভিনেত্রী বরাবর টিভির পর্দায় মন জয় করেছে। রবিবাসরীয় বেলাশেষে দেখা গেল সেই তাঁকেই জয়ী করেছেন মেদিনীপুরের মানুষ। বিজেপির সমিত কুমার দাসকে হারিয়ে প্রথমবার বিধানসভায় পা রাখছেন জুন মালিয়া। পেয়েছেন মোট ৮৮ হাজার ৪১৫ ভোট।
কাঞ্চন মল্লিক:
উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে এবার অভিনেতা কাঞ্চন মল্লিকের উপর ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে দেখা গেল দলনেত্রীর তরী ডোবাননি এই কৌতুক অভিনেতা। বিজেপির প্রবীর কুমার ঘোষাল আর সিপিএমের রজত ব্যানার্জী কার্যত দাঁড়াতেই পারেননি তাঁর সামনে। ১৬ হাজার ৫৫৩ ভোটে উত্তরপাড়ায় জিতেছেন কাঞ্চন।
অদিতি মুন্সী:
‘সা রে গা মা পা’ খ্যাত কীর্তনশিল্পী অদিতি মুন্সীকে এবারের ভোটে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁর বিপক্ষে প্রতিপক্ষও ছিল বেশ কঠিন। কিন্তু গেরুয়া নেতা শমীক ভট্টাচার্যকে বেশ বড়সড় ব্যবধানেই হারিয়েছেন অদিতি। মানুষ মজেছেন তাঁর সুরেলা কন্ঠে। তিনি পেয়েছেন মোট ৫৬ হাজার ৩২৪ ভোট।
রাজ চক্রবর্তী:
টলিউডের বড় পর্দায় একের পর এক ব্লকবাস্টার ছবি তৈরি করেছেন রাজ চক্রবর্তী। তাঁকেই এবার ভোটের আগে ব্যারাকপুর কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সিনেমা জগতের পাশাপাশি ভোট-রাজনীতির ময়দানেও ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে। মমতার মুখ রেখেছেন তিনিও। জয়ী হয়েছেন ২৩ হাজার ৫৫০ ভোটে।
তৃণমূলী তারকা প্রার্থীদের এই অভাবনীয় সাফল্যের জেরে মে মাসে তৃতীয়বার নবান্নের চোদ্দ তলায় সেই হাওয়াই চটিই। আর অস্বীকার করার জায়গা নেই, পদ্মবনকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের এবারের জয়ের মেরুদন্ড হয়েছে টলিউড।