“বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
-কাজী নজরুল ইসলাম
নারী ও পুরুষ,একই শকটের দুই ভারবাহী চাকা। একজনকে ছাড়া জীবনের গাড়ি অচল। তবুও লিঙ্গবৈষম্য বলতে আমাদের মাথায় আসে পিতৃতান্ত্রিক সমাজে শোষিত নারী। বাস্তব কিন্তু বলছে অন্য কথা। পুরুষরাও সমাজে শোষণের শিকার, কারণে অকারণে যাদের খুব সহজেই দাগিয়ে দেওয়া যায় “পোটেনশিয়াল রেপিস্ট” হিসেবে। এরকম কয়েকটি বাস্তব ঘটনাই দেখে নেওয়া যাক গল্পের মোড়কে-
ঘটনা:1
-এই বেটি এই নে লজেন্স খা…কতদিন পরে তুই ইস্কুল এলি..কেমন ঘুরলি মামাবাড়ি??
-না গো ভ্যানকাকু মা তোমার কাছ থেকে চকোলেট খেতে না করেছে…আর তুমি আমাকে গাল টিপে আদর ও করবেনা…মা বারণ করে দিয়েছে….
-কেন বেটি???
-মা বলেছে তুমিও নাকি আমার সাথে পচা কাজ করতে পারো…তাই.
৬০ বছর বয়সী স্কুলভ্যান চালক শিবকুমারের বাড়িতে ক্লাস ২তে পড়া রিমির বয়সী এক নাতনি আছে।মুখের আদলে বড্ড মিল।বহুদিন দেশের বাড়ি যাওয়া হয়না তাই রিমিকে আদর করেই নাতনির অভাব টা পূরণের চেষ্টা করতো। কুমতলব তার নেই কোনো।
||সব ভ্যানকাকুই ধর্ষক নয়||
ঘটনা:2
-হ্যালো মাস্টারমশাই…আমি প্রিয়ার মা বলছি…শুনুন আমার মেয়ে আর আপনার কাছে পড়বেনা..শুনেছি মাঝে মধ্যেই নাকি আপনি আপনার ছাত্রীদের গাল টেপেন,পিঠে হাত রাখেন…দিনকাল তো ভালো নয়…ওর বাবাও চায়না যে মেয়ে ওখানে পড়ুক…
ফোন রেখে ৪৫বছরের মাস্টারি জীবনটাকে লজ্জা মনে হলো বিপিনবাবুর।ছাত্র ছাত্রীদের নিজের সন্তানের কম ভাবেননি কোনোদিনও।নিজের মেয়ের মতো ভাবতেন বলেই তো…তার স্নেহ আজ অসভ্যতা?
||সব মাস্টারমশাই ধর্ষক নয়||
ঘটনা:3
-রণিত,তুই আর আমাকে টিউশানি যাওয়ার জন্য ডাকতে আসিস না…আমি মায়ের সাথেই যাবো রে..
-কিন্তু পূজা,আমি আর তুই তো সেই কোন ছোটো থেকে একসাথে পড়তে যাই..কাকিমা ও তো কোনো আপত্তি করেননি কোনোদিনও..
-না রে,দিনকাল তো বুঝিস..
রণিত আর পূজা ক্লাস ২থেকে বন্ধু। রণিত কোনোদিনো পূজাকে খারাপ নজরে দেখেনি.।অন্ধকার গলি পেড়িয়ে পূজাকে বাড়ির গেটে পৌছে দেওয়াটা তার দায়িত্ব ছিল।ঝড়-বৃষ্টি,শীত কোনোদিনেই দায়িত্বের নড়চড় হয়েনি.। আর সেই ছোটোবেলার বন্ধুই আজ…কি দোষ করেছিল সে?
|| সব ছেলেবন্ধুই ধর্ষক না||
ধর্ষক আর পুরুষ দুই শব্দ কখনোই সমার্থক নয়।পুরুষত্ব কখনো ধর্ষণ -কে ইন্ধন দেয়না।ধর্ষক দের যৌনাঙ্গ তাদের পুরুষ করে তোলেনা।পৌরুষ এক আদর্শ, এক বিশ্বাস, এক ইতিবাচক নির্ভরশীলতা। ‘পুরুষ’ এক বাবা,কাকা,শিক্ষক,পাড়ার দাদা,বাসচালক,চা ওয়ালা,আচার বিক্রি করা দাদু, কুলফিওয়ালা, প্রেমিক, বন্ধু,ছোট ভাই -যারা ধর্ষক নয়। লিঙ্গবৈষম্যের শুধু একটা দিক নিয়ে সরব হলে চলবে?