#ফ্যাশন#ট্রেন্ড#বাঙালির উৎসব
অক্টোবর শুরু হয়ে গিয়েছে, দিন-কুড়ির মধ্যেই বাঙালির প্রাণের উৎসবও শুরু হয়ে যাবে। দুর্গাপুজোর হইহুল্লোড়ে এইবার সঙ্গত কারণেই ঘটবে অবাক করা অনেকগুলো পরিবর্তন। সত্যি কথা বলতে পৃথিবী জুড়ে অতিমারী এমন ভীষণ থাবা না বসালে বাঙালির সবচাইতে আনন্দের অনুষ্ঠানে মানুষ ঘুরবে অর্ধেক মুখ ঢেকে, এমনটা কল্পনা করাও সম্ভব ছিল না। তবে মুড়ি আর ভুঁড়ি সামলে রাখবার জন্য খানিকটা নিয়মকানুন মেনে তো চলতেই হবে, তাই না! কিন্তু মুষড়ে পরা তো চলবে না মোটেও। তাই ফ্যাশন সচেতন বাঙালির কেনাকাটায় এইবার যা সবচাইতে বেশি ট্রেন্ডিং, তা হল নানান রঙের নানান কারুকাজের মাস্ক। এই মুহূর্তে আমাদের সবারই যা যা অবশ্য পরিধেয়, মাস্ক হচ্ছে তার মধ্যে সর্বাগ্রগণ্য। ফলে পুজোর বাজার আপাতত ছেয়ে গিয়েছে হরেক কিসিমের মাস্কে। কেউ ভরসা রাখছেন ডাক্তারি মাস্কে, কেউ বা স্বাস্থ্যবিধি মেনে নিজেই বানিয়ে ফেলছেন ফিতে বাঁধা নানান মুখবন্ধনী। কেউ কেউ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে দুখানা মাস্কে ঢেকে রাখছেন নিজের নিজের মুখ। হেড-শিল্ড নামক সুরক্ষাবলয়ের মধ্যেও পুজোর দিনগুলোয় দেখতে পাওয়া যাবে অনেক মানুষকেই।
কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবে নতুন জামা পরার মজাই আলাদা। ফলে ছোটো থেকে বড়ো সব মানুষই পোশাকের সঙ্গে মানানসই করে নানা ধরনের মাস্ক আপাতত নিজের নিজের সংগ্রহে রাখতে চাইছেন। এবং বিক্রেতারাও খেয়াল রাখছেন যাতে স্টাইল-স্টেটমেন্ট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মাস্ক পরার প্রকৃত উদ্দেশ্যও সিদ্ধ হয়। বঙ্গললনারা কিন্তু সেই জন্যই মেকআপের ক্ষেত্রে এইবছর খেয়াল রাখছেন যাতে মাস্ক লাগানো মুখে চোখদুটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। ফলত কাজল, আইশ্যাডো , মাস্কারা, আইলাইনার ইত্যাদির চাহিদাও উঠেছে তুঙ্গে। সবমিলিয়ে এই বছরের অবাক-বদলের উৎসব নিশ্চিতভাবে মনে রাখবার মতন হবে, এমনটাই আশা।