Clay pots full of flowers at a Durga Puja pandal near Kumartoli, Kolkata, India.

হিন্দু হোক  কিংবা মুসলিম, খ্রিস্টান হোক কিংবা শিখ, পাঞ্জাবী, প্রতিটি  ধর্মের আরাধিত দেবতার  উদ্দেশ্যে  পুষ্প অর্পণ করা হয়। অর্থাৎ  পুষ্পাঞ্জলি ছাড়া যে কোন পুজো অসম্পূর্ন।  তাই প্রতিটি ঘরে ঘরে  নিজ ধর্মের দেবতার উদ্দেশ্যে ফুল দিয়ে তার আরাধনা করা হয়। কিন্তু এই অর্পন করা ফুল, মালা পরের দিন আমরা সরিয়ে দিয়ে নতুন ফুল , মালা দিয়ে পুজো করি।  এই বাসি ও শুকনো ফুল কেউ পুকুরের জলে, কিংবা গাছের গোড়ায় ফেলে দিয়ে আসে। কিন্তু আপনারা  কি জানেন এই শুকনো ফুল ফেলে না দিয়ে বাড়িতেই তার পুনঃব্যবহার করা সম্ভব।।  ভাবছেন তো যে বাসি শুকনো ফুল আবার কি কাজে লাগতে পারে ?

flowers to god 1 Naukri Nama
Naukri Nama

আপনার জন্য রইল সেই সকল শুকনো ফুলের ব্যবহারের পদ্ধতি

potpourri 3189 b1d4c10c02b0435f9496481db7adf5bc@1x Merriam Webster 1
Merriam-Webster

১) তিন চার দিনের শুকনো ফুল সংগ্রহ করুন,  দু দিন আরও ভালোভাবে শুকান। । তারপর ফুলগুলির সাথে  ছোট এলাচ, লবঙ্গ, শুকনো পাতলেবুর খোসা মিশিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা  সুগন্ধিযুক্ত তেল  মেশিয়ে তারপর মিশ্রণটি একটি পাত্রে ঢাকা দিয়ে রাখুন। দশদিন পর দেখবেন মিশ্রনটি আকার পরিবর্তন করেছে। এবার বাড়িতে অতিথি আশার আগে মিশ্রণটি  একটি পাত্রে ঢেলে বাড়ির যেকোনো একটি কোনায় রেখে দিন। দেখবেন আপনার সুখী গৃহকোণ সুগন্ধময় হয়ে উঠেছে।

green diy air fresheners 1706905 01 25c514dee9324842888dadbaf811ac9a
The Spruce

২)  আমরা অনেক সময় ঘর পরিষ্কার করার সময় সুগন্ধিযুক্ত লিকুইড ব্যবহার করি।  কিন্তু  এটাই যদি বাড়িতে তৈরি করা যায় তালে কেমন হয়? মিশ্রণটি তৈরি জন্য বাড়িতে থাকা শুকনো পুষ্প নিন তার মধ্যে এক চামচ নুন, আর পরিমান মতো বেকিং সোডা মেশান। এবার এই মিশ্রণটি দিয়ে আপনি আপনার বাড়ির মেঝে মুছুন দেখবেন গোটা বাড়ি মিষ্টি সুগন্ধে ভরে উঠেছে সাথে ঘরের মেঝেতে জমে থাকা কালো দাগ উধাও হবে।

ফুল
PureWow

৩) আপনার স্কার্ফ বা টি-শার্ট টা ফিঁকে হয়ে গেছে বা সাদা জামাটা একদম চোখ বোজা, তালে আপনার স্কার্ফ বা বেরঙ্গিন জামাকে আকর্ষনীয় করতে জেনে নিন কি করবেন ? একটি পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে কাপড়টি ভিজিয়ে রাখুন। কিছুক্ষন পর কাপড়টি তুলে নিয়ে তার উপর শুকনো ফুলের পাপড়ি গুলো ছড়িয়ে দিন। গরম জলের ভাপে আপনার কাপড়টিকে অন্তত ১৫ থেকে ২০ মিনিট রাখুন, এবং তারপর সেটিকে শুকোতে দিন।  কিছুক্ষন পর দেখবেন আপনার বেরঙ্গিন জামাটি রঙিন ও আকর্ষণীয় হয়ে উঠেছে, একদম সম্পুর্ন নতুন।

৪) বাড়ির দেওয়াল সাজআন শুকনো ফ্লোরাল ফ্রেম দিয়ে।  একটি কাঁচের ফ্রেম নিন তার উপর আপনার পছন্দ মতো শুকনো ফুল গুলো রাখুন, আর কিভবে রাখবেন সেটা আপনার উপর নির্ভর করছে, আড়াআড়ি ভাবে নাকি সোজাসুজি, সাজানো হয়ে গেলে ফ্রেমের আর একটা দিক দিয়ে চাপা দিয়ে কিছুক্ষন রাখুন। তৈরি আপনার ফুলের ফ্রেম। দেখতেও সকলের থেকে আলাদা। ফলে আপনার ঘরের সাজসজ্জা সকলের থেকে ভিন্ন মান পাবে।  

৫) জানেন এই শুষ্ক ফুলের সমাহার দিয়ে নতুন মোম তৈরি করতে পারে। একটি প্লাটিকের সরু যার নিন নিন । আপনি কি আকৃতির মোম বানাবেন সেই অনুযায়ী আপনি প্লাস্টিক নিন। এর পর তার গায়ে গায়ে শুকনো ফুল গুলো রাখুন। হালকা আঠার  সাহায্যে লাগিয়ে তার মধ্যে গরম করা তরল মোম ঢেলে দিন। কিছুক্ষন রেখে দিন যাতে মোম পুরোপুরি জমে যায় । তারপর প্লাস্টিকটি কেটে নিন দেখবেন অসাধরন দেখতে একটি মোম আপনার ঘরের শোভা বাড়াতে প্রস্তুত।

শুকনো ফুল
Whitewood and Linen

এবার মনে হচ্ছে তো পুষ্প কুসুম গুলি আগের কোন মতো ফেলে দেওয়া যাবে না।  এইভাবে শুকনো পাপড়িগুলিকে ফেলে না দিয়ে বাড়িতেই বিভিন্ন সামগ্রী দিয়ে সেগুলিকে পুনঃব্যবহারের উপযোগী করে তুলুন।

1 COMMENT