পাবজি কবে ফেরত আসছে প্লেস্টোর এ,কিভাবে মুক্তি পাবে,জানতে হলে এখুনি পড়ুন!!

পাবজি ।
wallpapercave.com
পাবজি নামটি কয়েক বছরে যে আমাদের অতি পরিচিত হয়ে উঠেছে সে ব্যাপারে সন্দেহ নেই। বিগত ২-৩ বছরে এই বিশ্বব্যাপী মোবাইল গেম সমগ্র বিশ্বে নিজের নাম কামিয়ে এই উচ্চতর শীর্ষে পৌঁছে গেছে।এখনও অবধি গুগল প্লেস্টোর এর সবচেয়ে বেশি ডাউনলোড হিওয়া গেম না হলেও সবচেয়ে জনপ্রিয় গেম গুলোর মধ্যে যে পাবজী এক নম্বরে বিরাজমান সে বিষয়ে সন্দেহ নেই। তবে সাম্প্রতিক ভারতে এই বিশ্বব্যাপী গেম টি কেন্দ্রীয় সরকার কতৃক ব্যান হতে যাওয়ার দরুন সারা ভারতে এই গেম্পৃত মানুষরা যে উন্মাদ হয়ে উঠেছে তা আলোচনা যোগ্য। ভারতবর্ষে সবচেয়ে বেশি খেলা এই গেম গ্রাফিক্স এবং মর্ডান দুনিয়ার বাস্তব বিষয় বস্তুর ব্যাপারে কোনো গেম প্রীয় মানুষের মনে যে হারে আকর্ষণ সৃষ্টি করে টা খুবই সাধারণ।
আসুন তবে এই বিশ্ববিখ্যাত গেম এর ব্যাপারে আরো কিছু জেনে নিই ।

পাবজি সম্পর্কীত কিছু অজানা কথা,ইতিহাস:-

wp3997039
wallpapercave.com

জন্ম বলতে প্রাথমিক ভাবে এই গেম টির কম্পিউটারাইজড ভার্সন পাবজি পিসি গেম টি ব্রেন্ডান গ্রিন নামক ৩৭ বছর বয়সি এক ব্যক্তি ডেভেলপ করেছিল।যা পরবর্তীকালে মাইক্রোসফট কোম্পানি ২০১৭ সালের মার্চ নাগাদ এটি রিলিজ করে বিটা ভার্সন এর মাধ্যমে,ও ফাইনাল রিলিজ হয় ডিসেম্বর মাসে।এরপর মাইক্রোসফট তার Xbox সিরিজ এর জন্যও এটি রিলিজ করে।
এরপর ২০১৮ সাল নাগাদ এই গেম টির অ্যান্ড্রয়েড ও আই – ওএস এর জন্য একটি কম্প্যাক্ট মোবাইল ভার্সন লঞ্চ করা হয়,যা অতি শীঘ্রই সমস্ত বিশ্বে খুব ই জনপ্রিয় হয়ে ওঠে। তবে পরবর্তী কালে গেম টি এর ভোগকারী দের এতটাই নেশাগ্রস্ত করে তোলায় বিভিন্ন দেশে এটি কে ব্যান করা হয় তবে ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপারটি সামান্য আলাদা।

কেন ব্যান হলো পাবজি?


ভারত ও চীনের মধ্যে বিগত কিছু সময় ধরে সম্পর্কের যে ফাটল ধরেছে টা আমরা সবাই জানি। চীনের বিভিন্ন ষড়যন্ত্র মূলক ঘটনার প্রতিফলন স্পষ্ট হওয়ার দরুন ভারত সরকার ও চীন কে উচিত শিক্ষা দেবার উদ্যেশ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন যার মধ্যে চাইনিজ অ্যাপ বর্জন করা অন্যতম। বিশ্বসেরা এই গেম টি একটি চাইনিজ কোম্পানি টেন্সেন্ট এর সাথে বন্ডিং থাকায় ভারত সরকার অন্যান্য প্রায় ১০০ টির ও বেশি চাইনিজ অ্যাপ এর পাশাপাশি এটিকেও বর্জন করার সিদ্ধান্ত নেন যা স্বাভাবিক ভাবেই দেশের গেমপ্রিয় মানুষ দের কাছে কোনো ইতিবাচক সিদ্ধান্ত বলে মনে হয়নি।তবে ভারত সরকার এর সিদ্ধান্ত চীন কে এক যোগ্য জবাব দিয়েছে টা স্পষ্ট হয় কারণ পাবজি ব্যান এর পর দিন ই টেন্সেন্ট কোম্পানির প্রায় ১৪ বিলিয়ন ডলার এর ধাক্কা লাগে এবং শেয়ার মার্কেট এ প্রায় ২% পড়ে যায়। ভারতের মধ্যে পাবজি মোবাইল এর সবচেয়ে বড়ো ব্যবহারকারী বেস ছিল অন্তত ১৭৫ মিলিয়ন ।এই বিপুল ব্যবরহারকারি বেস এর হঠাত পড়ে যাওয়ায় পাবজি করপোরেশন বিপুল ক্ষতির সম্মুখীন হয় যা এখনও হয়ে চলেছে।

কিভাবে আসবে ফেরত পাবজি?


তাই পাবজি করপোরেশন নিজের এত বরো লোকসান কে পুনরায় ভরাট করার জন্যে ভারতে পুনরায় এটি চালু করবার জন্য নিঃসন্দেহ জনক ভাবে নিজেদের পুরোপুরি চেষ্টা করে যাচ্ছে ও কিভাবে এই গেম টিকে ভারতে পুনরায় খেলবার যোগ্য করা যায় টা নিয়ে ভাবছে।
ইতিমধ্যে এই বৃহদ কোম্পানি চাইনিজ টেন্সেন্ট এর সাথে নিজেদের সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছে এবং মাইক্রোসফট এর এজিউর এর মাধ্যমে ভারতে রি – এন্ট্রি করবে বলে জানা গিয়েছে যেটি স্বভাবতই কোনো চাইনিজ কোম্পানি না হওয়ায় ভারতের কোনো অসুবিধা না হয়ার কথা।কিন্তু একটি ব্যান হাওয়া অ্যাপ কে পুনরায় চালু করতে কম কাঠ- খড় পোড়াতে হয় না।
ইতিমধ্যে জানা গিয়েছে যে খুব শিগগিরই যে পাবজি ভারতে মুক্তি পেতে চলেছে তা নিয়ে যথেষ্ট খুঁটিনাটি প্রসঙ্গ উঠে চলেছে অনবরত। যেহেতু ভারতের Ministry of Electronics and Information Technology এখনও অবধি এই ব্যান কে সরিয়ে নেইনি তাই ব্যাপার এখনও অনেক দূর গড়াতে হবে বলে অনুমান করা যাচ্ছে। কোনো ব্যান হওয়া বস্তু শুধুমাত্র অন্য কোনো কোম্পানির সাথে চুক্তি করে ব্যান সরাতে পারেনা।এর জন্য তাকে MEITY এর থেকে স্বীকৃতি নিতে হয় পুনসুচনার জন্য। তাই পাবজি করপোরেশন এর পক্ষ থেকে ভারতের MEITY কে একটি আলোচনা বেঠক এ বসবার জন্য অনুরোধ জানিয়েছে নতুন ভাবে গড়ে ওঠা এই করপোরেশন।যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ভারতে কবে পুনরায় পাবজী ফেরত আসবে সেবেপারে সমস্ত উত্তর পাওয়া যাবে।আশা করা যাচ্ছে ২০২১ এর ফে ব্রুয়ারি মাসের মধ্যে এই গেম পুনরায় ভারতে মুক্তি পাবে ।তবে এই খবর কতটা বাস্তব তা এখনও প্রশ্নচিহ্ন এর মুখে।ইতিমধ্যে বেশ কিছু খবরে জানা gechilo ২০২০ এর ডিসেম্বর এর শুরুতে এই গেম মুক্তি পেতে যাবে কিতু সেই খবর যে ভুয়ো ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আর।তবে পাবজি করপোরেশন যেভাবে নিজেদের ১০০% দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই গেম টিকে ভারতে অতিসত্বর আনতে টা খুব উল্লেখ্য বিষয়।

আরো জানতে আমাদের সাথে আপডেট থাকুন!

image : https://wallpapercave.com/