রূপান্তরকামী ব্যক্তিবর্গ কে নিজের কাঙ্খিত লিঙ্গ গ্রহণের জন্য আর সম্মুখীন হতে হবে না কোন মেডিকেল পরীক্ষার, Transgender Persons (Protection of Rights) Rules 2020 জারির মাধ্যমে এমনটাই ঘোষণা করলো Union Ministry of Social Justice and Empowerment।
LGBTQ কমিউনিটির মতে এতদিন পর্যন্ত যে নিয়ম চলে আসছিল তাতে একজন তৃতীয় ব্যক্তি হিসেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দ্বারা আবেদনকারী ব্যক্তিত্বের প্রত্যাশিত লিঙ্গ গ্রহণের পূর্ববর্তী ডাক্তারি যাচাই প্রক্রিয়া আদপে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সামাজিক বৈষম্যের প্রকাশ। নতুন নিয়মে কেবলমাত্র আবেদনের সাথে উপস্থাপিত আবেদনকারীর হলফনামাই চূড়ান্ত নির্ণায়ক এর কাজ করবে, কোনরূপ ডাক্তারি ও শারীরিক পরীক্ষা ছাড়াই। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এ আবেদন করার অধিকার রয়েছে তাদের অভিভাবকদের।
এছাড়াও নতুন নিয়মে রাজ্য সরকার গুলিকে ট্রান্সজেন্ডার কমিউনিটির জন্য একাধিক ওয়েলফেয়ার বোর্ড গঠন করে তাদের সকল প্রকার সামাজিক অধিকার সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই পাশাপাশি দাবি উঠেছে তাদের জন্য হাসপাতাল এবং শৌচালয়ে আলাদা ওয়ার্ড গঠনের যাতে কোনোভাবেই তারা হেনস্থার শিকার না হয়।
প্রত্যেক রাজ্যে ট্রান্সজেন্ডার প্রোটেকশন সেল গঠনের জন্য বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।
যদিও একথা অনস্বীকার্য যে এই পদক্ষেপ গুলো তখনই সফল হবে যখন আমাদের সমাজ চিরাচরিত জরাজীর্ণ ধারণার বাইরে এসে আপন করে নেবে এই বৃহত্তর সমাজেরই এক বিচ্ছিন্ন অংশকে, যাদের আমরা দূরে সরিয়ে রেখেছি কোন এক অজানা সংশয়ে। এই আকাশ এবার হোক উন্মুক্ত, সকল রামধনু পতাকার উড়তে চাওয়ার আকাঙ্ক্ষায়।